ভুয়া মেজর আটক
লালমনিরহাটে চাঁদাবাজির সময় দুই ভুয়া মেজর আটক
লালমনিরহাটের হাতীবান্ধায় ভুয়া মেজর পরিচয় দিয়ে জমি দখলের নামে চাঁদাবাজির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
মঙ্গলবার (8 জুলাই) দুপুরে উপজেলার বড়খাতা এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন— রংপুরের তারাগঞ্জ এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে মাসুম হোসেন (৪২) ও হাজীরহাট এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে সাজু আহমেদ (৪৫)।
জানা গেছে, এ দিন উপজেলার বড়খাতা এলাকায় জমি উদ্ধারের জন্য মেজর পরিচয় দিয়ে টাকা দাবি করেন ওই দুই ব্যক্তি। সন্দেহ হলে তাদেরকে আটকে করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।
স্থানীয়রা জানায়, তারা নিজেদের মেজর পরিচয় দিলেও কোনো পরিচয়পত্র দেখাতে পারে নি। তাই ওই দুই ব্যক্তিকে আটক করে পুলিশকে খবর দেওয়া হয়।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন, তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১৪৯ দিন আগে