নবীন সৈনিক
দেশের জন্য জীবন দিতে প্রস্তুত বিজিবির নবীন সৈনিকরা: ডিজি
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, ‘দেশ মাতৃকার অখণ্ডতা রক্ষায় বিজিবির নবীন সৈনিকেরা প্রয়োজনে জীবন দেবেন, তবু দেশের এক ইঞ্চি মাটি হাতছাড়া হতে দেবেন না।’
বৃহস্পতিবার (১০ জুলাই) চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে বিজিবির ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের (বিজিটিসি অ্যান্ড সি) বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে ১০৩তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে তিনি এ কথা বলেন।
নবীন সৈনিকদের উদ্দেশ্যে তিনি বলেন, তারা কখনো দেশবাসীকে হতাশ বা নিরাশ করবেন না। তাদের দেওয়া নিশ্ছিদ্র নিরাপত্তা দেশের মানুষের নির্বিঘ্ন ঘুম নিশ্চিত করবে। এই নবীন সৈনিকরাই হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক।
সকাল ৯টা ৩০ মিনিটে সশস্ত্র সালামের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কুচকাওয়াজ শুরু হয়। এরপর মহাপরিচালক নবীন সৈনিকদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
তিনি বলেন, নবীন সৈনিকদের সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার ওপরই বিজিবির ভাবমূর্তি ও গৌরব নির্ভর করবে। কোনো অবস্থাতেই প্রতিপক্ষ সীমান্তরক্ষী বাহিনীর কাছে পিঠ প্রদর্শন না করার আহ্বান জানান তিনি।
বিজিবি মহাপরিচালক বলেন, ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ খ্যাত বিজিবি দেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষা, সীমান্ত ভূমি ও সম্পদের নিরাপত্তা, মাদক ও অস্ত্রসহ অবৈধ চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচার রোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতেও বিজিবি বিশ্বস্তভাবে দায়িত্ব পালন করছে।
আরও পড়ুন: চলতি মাসেই ‘জুলাই সনদ’ সম্ভব: আলী রীয়াজ
নবীন সৈনিকদের উদ্দেশ্যে তিনি বলেন, বিজিবির চার মূলমন্ত্র—‘মনোবল, ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও দক্ষতা’—এই আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রত্যেককে দায়িত্ব সুশৃঙ্খল ও দক্ষভাবে পালন করতে হবে। তিনি বলেন, “শৃঙ্খলা সৈনিক জীবনের অলংকার। আদেশ ও কর্তব্য পালনে যারা কখনো পিছপা হয় না, তারাই প্রকৃত সৈনিক। সততা, বুদ্ধিমত্তা, নির্ভরযোগ্যতা, আনুগত্য, তেজ ও উদ্দীপনা—এই গুণাবলি অর্জন করলেই তারা পূর্বসূরিদের যোগ্য উত্তরসূরি হিসেবে দেশের সেবায় নিয়োজিত হতে পারবে।”
দেশ সেবার মহান দায়িত্ব গ্রহণের এই মাহেন্দ্রক্ষণে নবীন সৈনিকদের আন্তরিক অভিনন্দন জানান বিজিবি প্রধান।
নবীন নারী সৈনিকদের উদ্দেশ্যেও তিনি বিশেষ বার্তা দেন। বলেন, মহান মুক্তিযুদ্ধে নারীদের অবদান অবিস্মরণীয়। বর্তমানে নারীরা বিভিন্ন অঙ্গনে দক্ষতার স্বাক্ষর রাখছে। নবীন নারী সৈনিকরাও বিজিবির বিভিন্ন কর্মকাণ্ডে গতিশীল ভূমিকা রেখে বাহিনীর সুনাম ও সাফল্য আরও বৃদ্ধি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
১৪৮ দিন আগে