এইচএসসি পরীক্ষার্থী নিহত
লালমনিরহাটে ট্রাকচাপায় এইচএসসি পরীক্ষার্থী নিহত
লালমনিরহাট সদরে ট্রাকের ধাক্কায় অটোরিকশা উল্টে রিমি বেগম (২২) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ফকিরের তকেয়া নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রিমি বেগম লালমনিরহাট সদর উপজেলার তিস্তা বাজার এলাকার রেজাউল হকের মেয়ে। তিনি বড়বাড়ি আবুল কাশেম মহাবিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং চলতি বছরে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।
আরও পড়ুন: বাসের ধাক্কায় জাবি শিক্ষার্থীর বাবা নিহত, ক্ষতিপূরণ দাবিতে ১০ বাস আটক
পুলিশ জানায়, গতকাল (বুধবার) রাতে যাত্রীবাহী একটি অটোরিকশা ফকিরের তকেয়া এলাকা থেকে তিস্তা বাজারের দিকে যাওয়ার সময় কুড়িগ্রাম থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে যায় এবং ঘটনাস্থলেই রিমি নিহত হন। একই সঙ্গে আহত হন অটোরিকশায় থাকা আরও দুই যাত্রী। তাদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর নবী ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
১৪৮ দিন আগে