কলেজছাত্র নিহত
সিলেটে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ১
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তারা দু’জনই মোটরসাইকেলের আরোহী ছিলেন।
বৃহস্পতিবার (১১ মে) বিকাল সাড়ে ৩টার দিকে সিলেট-সুলতান সড়কের সিলাম বাজারের কাছে এ ঘটনা ঘটে।
নিহত মো. রেজুয়ান আহমদ মোগলাবাজার থানাধীন জালালপুর ইউনিয়নের টাকিরমুড়া গ্রামের মকবুল আলীর ছেলে ও জালালপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
আহত অপরজন হচ্ছেন বালাগঞ্জ উপজেলার আজিজপুর গ্রামের আকবর। তিনিও জালালপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তাকে সংকটাপন্ন অবস্থায় সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: জামালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ৩
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাইন উদ্দিন দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনার পর আহত রেজুয়ানকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পর তার মৃত্যু হয়।
এই ঘটনায় আহত আরও একজন ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।
আরও পড়ুন: নাটোরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
জামালপুরে ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত
জামালপুরের সরিষাবাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত হয়েছেন।
রবিবার দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের আবদুল্লাহ মোড় এলাকায় সরিষাবাড়ী-তারাকান্দি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কলেজছাত্রের নাম শিপন মিয়া (১৮)। তিনি উপজেলার মালিপাড়া গ্রামের হবিবর রহমানের ছেলে।
আরও পড়ুন: কুড়িগ্রামে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু
এছাড়া শিপন স্থানীয় আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, শিপন মিয়া রবিবার দুপুরে বাড়ি থেকে মোটরসাইকেলে তারাকান্দি যাচ্ছিলেন। আবদুল্লাহ মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় শিপন ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যায়।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থল পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এছাড়া ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।
আরও পড়ুন: সিলেটে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২
যশোরে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, গর্ভবতী নারী নিহত
নোয়াখালীতে ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত, আটক ৪
নোয়াখালী পৌরসভায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জের ধরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে এক কলেজছাত্র নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত চার জনকে আটক করা হয়েছে।
সোমবার রাত ৮টার দিকে নোয়াখালী পৌরসভার চন্দ্রপুর মহল্লার শাহাজাহানের বাড়ির সামনে এই ঘটনা ঘটে। পরে একই রাতে জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে চার জনকে আটক করে পুলিশ।
নিহত কামরুল হোসেন জোবায়ের (১৮) বেগমগঞ্জ উপজেলার আলাদিন নগরের কাজী বাড়ির কামাল উদ্দিনরে ছেলে এবং সোনাপুর আইডিয়াল পলিটেকনিক্যালের প্রথম বর্ষের ছাত্র।
আরও পড়ুন: মুন্সিগঞ্জে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে যুবক নিহত
আটকরা হলেন, নোয়াখালী পৌরসভার ২নং ওয়ার্ডের বোরহান উদ্দিন রাকিব (২২), আশরাফুল ইসলাম পিয়াস (১৯), আরিফুল ইসলাম (১৬) ও আলম রিমন (১৬)।
আরও পড়ুন: শাহজাহানপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর নিহত
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলে, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে সোমবার সকালে জোবায়েরের সঙ্গে স্থানীয় রাকিব ও পিয়াসের ছোট ভাই আরিফুল ইসলামের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সন্ধ্যার পরে জোবায়েরকে তার বন্ধু লাদেন মুঠোফোনে বাসা থেকে ডেকে আনে। এরপর কিশোর গ্যাংয়ের ১০ সদস্য রাকিবের নেতৃত্বে জোবায়েরকে তার বাসার সামনে রাস্তায় বেধড়ক পিটিয়ে ছুরিকাঘাত করে। এতে জোবায়ের গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে রাত ১০টার দিকে কুমিল্লায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন: মাগুরায় ছুরিকাঘাতে বিজিবি সদস্য নিহত
তিনি বলেন, হত্যার ঘটনায় চার জনকে আটক করা হয়েছে। তাদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বাগেরহাটে কাভার্ডভ্যান চাপায় কলেজছাত্র নিহত
বাগেরহাটের ফকিরহাটের পালেরহাট এলাকায় কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছে। রবিবার দুপুর সোয়া ১২টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ক্যাম্পাসে মোটরসাইকেল দুর্ঘটনায় চবির শিক্ষক নিহত
নিহত রাজু সরকার (২৫) মোল্লাহাট উপজেলার উত্তর আমবাড়ি গ্রামের তপন সরকারের ছেলে এবং গোপালগঞ্জের কলেজের শিক্ষার্থী।
আরও পড়ুন: মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে নাটোরে এনজিও কর্মকর্তা নিহত
বাস-মোটরসাইকেল সংঘর্ষে খুলনায় ১ ভাই নিহত, অপর ভাই আহত
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আলীমুজ্জামান জানান, কলেজছাত্র রাজু মোটরসাইকেল যোগে বাগেরহাটের কাটাখালীর থেকে নিজ বাড়ি মোল্লাহাটের দিকে যাচ্ছিলেন। পথে ফকিরহাটের পালেরহাট এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে কলেজছাত্র রাজু নিহত হন। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে।
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
চট্টগ্রামের মীরসরাইয়ে শুক্রবার সাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কায় ১৯ বছর বয়সী এক কলেজছাত্র নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
নিহত শহিদুল ইসলাম নয়ন উপজেলার বাসিন্দা এবং নিজামপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
আরও পড়ুন: নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
জোরারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বাতেন জানান, দুপুর ১২টার দিকে বারইয়ারহাট-করেরহাট সড়কের চিনকিরহাট এলাকায় একটি দ্রুতগামী কাভার্ডভ্যান নয়নের সাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
পুলিশ গাড়িটি জব্দ করলেও চালক পালিয়ে যাওয়া চালককে আটক করা সম্ভব হয়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
খুলনায় ধারালো অস্ত্রের আঘাতে কলেজছাত্র নিহত
খুলনায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে এক কলেজছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে খুমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত কলেজছাত্র সৈয়দ তাহমিদুন্নবী (২২) নগরীর রায়েরমহল কলেজের শিক্ষার্থী। তিনি দৌলতপুরের সাহাপাড়া মোড়া এলাকার সৈয়দ তৌহিদুন্নবীর ছেলে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সাহাপাড়া মোড়া এলাকার কাঠ মিস্ত্রি পলাশ তাহমিদুন্নবীকে বাসা থেকে ডেকে নেয়। এরপর সেখানে আগে থেকে উপস্থিত থাকা ৪ থেকে ৫ জন সন্ত্রাসী তাহমিদুন্নবীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কলেজছাত্রের মৃত্যু
পাবনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
পাবনা শহরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় এক কলেজছাত্র নিহত এবং তার বন্ধু গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে জেলা শহরের জালাল মেমোরিয়াল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান রনি (২০) সদরের মালঞ্চি ইউনিয়নের সিংগা পালপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে ও পাবনা কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছেন।
আরও পড়ুন: সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
আহত সাদির হোসেন (২০) চাটমোহর উপজেলার সোহাসপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে ও একই কলেজের শিক্ষার্থী।
স্থানীয়দের বরাত দিয়ে পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) রওশন ইয়াজদানী জানান, শুক্রবার সন্ধ্যার পর দুই বন্ধু শহর থেকে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালিয়ে হাসপাতাল রোড হয়ে সিংগা এলাকায় যাচ্ছিলেন। এই সময় জালাল মেমোরিয়াল হাসপাতালের সামনে সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়েন। স্থানীয়রা তাদের আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
পরে লাশ উদ্ধার করে পরিবারকে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজছাত্র নিহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের আটমাইল এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহত সাঈদ আফ্রিদী তন্ময় (২৫) ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের চন্দুলী গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।
আরও পড়ুন: পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় চট্টগ্রামে নিহত ৩
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, সোমবার সকালে মোটরসাইকেলে তন্ময় চুয়াডাঙ্গা থেকে নিজ বাড়ি ঝিনাইদহের চন্দুলী গ্রামে যাচ্ছিলেন। এসময় আটমাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী পিকআপকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
আরও পড়ুন: হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বন্ধু নিহত
ওসি জানান, এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
দুই মোটরসাইকেল সংঘর্ষে মাগুরায় কলেজছাত্র নিহত
মাগুরায় শ্রীপুর উপজেলায় শনিবার দুই মোটরসাইকেল সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছে।
নিহত আকাশ মৃধা (২২) উপজেলার পারপটোরা গ্রামের ডালিম মৃধার ছেলে ও দ্বারিয়াপুর কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র।
আরও পড়ুন: রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখদেব রায় জানান, শনিবার আকাশ মৃধা মোটরসাইকেল চালিয়ে বোনের বাড়ি থেকে শ্রীপুরের নবগ্রাম থেকে নিজের বাড়িতে ফিরছিলেন। পথে পূর্বপাড়া মসজিদের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আকাশ মৃধা গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্বারিয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: মোটরসাইকেল না পেয়ে মাগুরায় মাদরাসা ছাত্রের ‘আত্মহত্যা’
ওসি জানান, এ ঘটনায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
নাটোরে ভটভটি উল্টে কলেজছাত্রসহ নিহত ২
নাটোর সদর উপজেলায় ভটভটি উল্টে কলেজ ছাত্র সহ ২ জন নিহত হয়েছে।
রবিবার সকালে উপজেলার তেলকুপি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নলডাঙ্গা উপজেলার মাধনগর এলাকার কলেজছাত্র মিজানুর রহমান (২২) ও সদর উপজেলার তেল কুপি শেখপাড়া এলাকার বাচ্চু শেখ (৬৫)।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-ভটভটির সংঘর্ষে ৩ শ্রমিক নিহত
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আব্দুল মতিন জানান, কলেজ ছাত্র মিজানুর রহমান উপজেলার মাধনগর এলাকার নিজেদের পুকুর থেকে মাছ ধরে ভটভটিতে করে মাছ নিয়ে বিক্রির জন্য জেলা সদরের বাজারে যাচ্ছিলেন। পথে সদর উপজেলার তেল কুপি শেখপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটিটি উল্টে যায়। এ সময় ভটভটির নিচে চাপা পড়ে বাচ্চু শেখ।
আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছের সাথে মাইক্রোবাসের ধাক্কায় ২ নারী নিহত
এ সময স্থানীয়রা কলেজ ছাত্র, বৃদ্ধসহ আহত তিন জনকে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে মিজান ও বাচ্চুর অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরে তারা মারা যান।
আরও পড়ুন: এপ্রিলে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৮: যাত্রী কল্যাণ সমিতি