কলেজছাত্র নিহত
সিরাজগঞ্জে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই কলেজছাত্র নিহত
সিরাজগঞ্জের কামারখন্দে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
রবিবার (২০ অক্টোবর) রাত ১১টায় উপজেলার চৌবাড়ি ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বেলকুচি উপজেলার আদাচাকী গ্রামের হাসান আলীর ছেলে খালিদ হাসান (১৭) ও কামারখন্দ উপজেলার চৌবাড়ি গ্রামের মফিজুল ইসলামের ছেলে সোহাগ রানা (১৭)। তারা দুজনেই স্থানীয় কলেজের শিক্ষার্থী।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেসুর রহমান জানান, কামারখন্দের জামতৈল বাজার থেকে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে রবিবার রাত ১১টার দিকে চৌবাড়ি ব্রিজের কাছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই ছাত্র নিহত ও অপর একজন গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হলেও কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন ওসি।
২ মাস আগে
জয়পুরহাটে অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহত
জয়পুরহাটে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে ইউসুফ মন্ডল নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৯ অক্টোবর) বিকালে জয়পুরহাট পৌর শহরের গুলশান মোড়ের অদূরে শিল্পকলা একাডেমী সংলগ্ন হাতিল বুলুপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইউসুফ মন্ডল (১৯) পৌর শহরের স্টেডিয়াম সড়ক সংলগ্ন তাজুর মোড় এলাকার ইলেকট্রিক মিস্ত্রি রানা মন্ডলের ছেলে এবং স্থানীয় মঙ্গলবাড়ী এমএম ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, মাথায় হেলমেট না থাকায় চালক ইউসুফ মন্ডল মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে জয়পুরহাটের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
অবস্থার দ্রুত অবনতি ঘটলে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আশঙ্কাজনক অবস্থায় অ্যাম্বুলেন্স করে বগুড়া নেওয়ার পথে তার মৃত্যু হয়।
২ মাস আগে
বগুড়ায় ট্রাকের ধাক্কায় ২ কলেজছাত্র নিহত
বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ কলেজছাত্র নিহত হয়েছেন। বুধবার (২৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে জেলার দুপচাঁচিয়া জে কে কলেজের সামনে বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দুপচাঁচিয়ার জিয়ানগর সোনারপাড়া এলাকার আকরাম হোসেনের ছেলে সাদিকুল ইসলাম (২০) এবং একই এলাকার মোসাদ্দেকুল ইসলাম (২১)। তারা কলেজ পড়ুয়া এবং একে অপরের বন্ধু।
আরও পড়ুন: দিনাজপুরে মাকে খুঁজতে বের হয়ে ট্রাকচাপায় শিশু নিহত
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার বলেন, বুধবার বিকালে মোটরসাইকেল নিয়ে কাহালুর রাবেয়া পার্কে বেড়াতে যায় সাদিকুল এবং মোসাদ্দেকুল। সন্ধ্যায় বাড়ি যাওয়ার পথে জে কে কলেজের সামনে অজ্ঞাত একটি ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই মোসাদ্দেকুল মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় সাদিকুলকে দুপচাঁচিয়া হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: হবিগঞ্জে বদলির একদিন পর ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল নিহত, আটক ৩
৫ মাস আগে
পিরোজপুরে মোটরসাইকেলে-প্রাইভেটকারের সংঘর্ষে কলেজছাত্র নিহত
পিরোজপুরে মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে জহিরুল ইসলাম রিফাত নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরেক কলেজছাত্র আসফাক আহম্মেদ সাজিদ।
সোমবার (১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: মানিকগঞ্জের ঘিওরে ট্রলিচাপায় কলেজছাত্র নিহত
নিহত জহিরুল ইসলাম রিফাত মুন্সি পিরোজপুরে জেলার ভান্ডারিয়া পৌর শহরের পুরাতন ইস্টিমারঘাট এলাকার মো. হালিম মুন্সির ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের সদস্যরা জানায়, রিফাত ও তার বন্ধু পিরোজপুরে পাসপোর্ট অফিস থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর কুমিরমারা প্রান্তে কাউখালী উপজেলার বেকুটিয়ার দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী রিফাত ও সাজিদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেলে পাঠানো হয়। যাওয়ার পাথে রিফাত মুন্সি মারা যান।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিকুজ্জামান বলেন, দুর্ঘটনার পরপরই গাড়ি চালক পালিয়ে যান। পুলিশ প্রাইভেটকার ও মোটরসাইকেল জব্দ করেছে।
আরও পড়ুন: চট্টগ্রামে ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
মাগুরায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহত
৮ মাস আগে
কুড়িগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
কুড়িগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে সদরের যাত্রাপুর-ঘোগাদহ সড়কের কামার হাইল্যা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কলেজছাত্র লুৎফর রহমান (১৯) যাত্রাপুর ইউনিয়নের নওয়ানিপাড়া এলাকার মো. আমজাদ আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত লুৎফর রহমান সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে ঘোগাদহ বাজারে যাচ্ছিলেন। এ সময় কামার হাইল্যা এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়েছে।
কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুল গফুর জানান, সকালের দিকে সড়ক দুর্ঘটনায় লুৎফর রহমান গুরুতর আহত হন। পরে তাকে রমেক হাসপাতালে নিলে দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্র মারা গেছে।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় মাদরাসাছাত্রী নিহত
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত, যুবলীগ নেতা আহত
১ বছর আগে
নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ কলেজছাত্র নিহত
নাটোরের বড়াইগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ কলেজছাত্র নিহত হয়েছে। বুধবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের গড়মাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মনন(২৩) ও আবির(২৩) তারা দু’জন রাজাপুর অনার্স কলেজের শিক্ষার্থী ছিলেন ও একে অপরের বন্ধু ছিলেন।
বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এএসআই) আনছার আলী জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে মনন তার বন্ধু আবিরকে নিয়ে মোটরসাইকেলে বড়াইগ্রাম উপজেলার গড়মাটি থেকে নাটোর-পাবনা মহাসড়ক হয়ে রাজাপুর বাজারে যাচ্ছিলেন। এ সময় বিপরীতমুখি ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই বন্ধুর মৃত্যু হয়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় বলেও জানান এএসআই।
আরও পড়ুন: খুলনায় ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১
পাবনায় গরু চুরির অভিযোগে গণপিটুনি, নিহত ১
১ বছর আগে
সিলেটে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ১
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তারা দু’জনই মোটরসাইকেলের আরোহী ছিলেন।
বৃহস্পতিবার (১১ মে) বিকাল সাড়ে ৩টার দিকে সিলেট-সুলতান সড়কের সিলাম বাজারের কাছে এ ঘটনা ঘটে।
নিহত মো. রেজুয়ান আহমদ মোগলাবাজার থানাধীন জালালপুর ইউনিয়নের টাকিরমুড়া গ্রামের মকবুল আলীর ছেলে ও জালালপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
আহত অপরজন হচ্ছেন বালাগঞ্জ উপজেলার আজিজপুর গ্রামের আকবর। তিনিও জালালপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তাকে সংকটাপন্ন অবস্থায় সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: জামালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ৩
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাইন উদ্দিন দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনার পর আহত রেজুয়ানকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পর তার মৃত্যু হয়।
এই ঘটনায় আহত আরও একজন ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।
আরও পড়ুন: নাটোরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
১ বছর আগে
জামালপুরে ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত
জামালপুরের সরিষাবাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত হয়েছেন।
রবিবার দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের আবদুল্লাহ মোড় এলাকায় সরিষাবাড়ী-তারাকান্দি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কলেজছাত্রের নাম শিপন মিয়া (১৮)। তিনি উপজেলার মালিপাড়া গ্রামের হবিবর রহমানের ছেলে।
আরও পড়ুন: কুড়িগ্রামে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু
এছাড়া শিপন স্থানীয় আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, শিপন মিয়া রবিবার দুপুরে বাড়ি থেকে মোটরসাইকেলে তারাকান্দি যাচ্ছিলেন। আবদুল্লাহ মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় শিপন ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যায়।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থল পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এছাড়া ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।
আরও পড়ুন: সিলেটে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২
যশোরে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, গর্ভবতী নারী নিহত
১ বছর আগে
নোয়াখালীতে ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত, আটক ৪
নোয়াখালী পৌরসভায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জের ধরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে এক কলেজছাত্র নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত চার জনকে আটক করা হয়েছে।
সোমবার রাত ৮টার দিকে নোয়াখালী পৌরসভার চন্দ্রপুর মহল্লার শাহাজাহানের বাড়ির সামনে এই ঘটনা ঘটে। পরে একই রাতে জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে চার জনকে আটক করে পুলিশ।
নিহত কামরুল হোসেন জোবায়ের (১৮) বেগমগঞ্জ উপজেলার আলাদিন নগরের কাজী বাড়ির কামাল উদ্দিনরে ছেলে এবং সোনাপুর আইডিয়াল পলিটেকনিক্যালের প্রথম বর্ষের ছাত্র।
আরও পড়ুন: মুন্সিগঞ্জে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে যুবক নিহত
আটকরা হলেন, নোয়াখালী পৌরসভার ২নং ওয়ার্ডের বোরহান উদ্দিন রাকিব (২২), আশরাফুল ইসলাম পিয়াস (১৯), আরিফুল ইসলাম (১৬) ও আলম রিমন (১৬)।
আরও পড়ুন: শাহজাহানপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর নিহত
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলে, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে সোমবার সকালে জোবায়েরের সঙ্গে স্থানীয় রাকিব ও পিয়াসের ছোট ভাই আরিফুল ইসলামের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সন্ধ্যার পরে জোবায়েরকে তার বন্ধু লাদেন মুঠোফোনে বাসা থেকে ডেকে আনে। এরপর কিশোর গ্যাংয়ের ১০ সদস্য রাকিবের নেতৃত্বে জোবায়েরকে তার বাসার সামনে রাস্তায় বেধড়ক পিটিয়ে ছুরিকাঘাত করে। এতে জোবায়ের গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে রাত ১০টার দিকে কুমিল্লায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন: মাগুরায় ছুরিকাঘাতে বিজিবি সদস্য নিহত
তিনি বলেন, হত্যার ঘটনায় চার জনকে আটক করা হয়েছে। তাদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
২ বছর আগে
বাগেরহাটে কাভার্ডভ্যান চাপায় কলেজছাত্র নিহত
বাগেরহাটের ফকিরহাটের পালেরহাট এলাকায় কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছে। রবিবার দুপুর সোয়া ১২টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ক্যাম্পাসে মোটরসাইকেল দুর্ঘটনায় চবির শিক্ষক নিহত
নিহত রাজু সরকার (২৫) মোল্লাহাট উপজেলার উত্তর আমবাড়ি গ্রামের তপন সরকারের ছেলে এবং গোপালগঞ্জের কলেজের শিক্ষার্থী।
আরও পড়ুন: মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে নাটোরে এনজিও কর্মকর্তা নিহত
বাস-মোটরসাইকেল সংঘর্ষে খুলনায় ১ ভাই নিহত, অপর ভাই আহত
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আলীমুজ্জামান জানান, কলেজছাত্র রাজু মোটরসাইকেল যোগে বাগেরহাটের কাটাখালীর থেকে নিজ বাড়ি মোল্লাহাটের দিকে যাচ্ছিলেন। পথে ফকিরহাটের পালেরহাট এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে কলেজছাত্র রাজু নিহত হন। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে।
২ বছর আগে