বিদ্যুস্পষ্ট
সৈয়দপুরে একই পরিবারের ৪ জন বিদ্যুস্পষ্ট, একজনের মৃত্যু
নীলফামারীর সৈয়দপুরে একই পরিবারে ৪ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। এতে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ জুলাই) দুপুর ১২টায় উপজেলার পার্শ্ববর্তী ১ নম্বর আলমপুর ইউনিয়নের শুড়িপাড়ায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মারা যান হোসেন আলী (৭০)। আর আহত তিনজনকে সংকটাপন্ন অবস্থায় সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন সেলিনা বেগম (৩৫), মিন্টু (৪৫) ও জুয়েল (৩০)।
পড়ুন: গোপালগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবক নিহত
এলাকাবাসী জানায়, নিহত হোসেন আলী তার বাড়ির বারান্দায় বসে ছিলেন। হোসেন আলীর বউমা সেলিনা বেগম বাড়ির ভেজা কাপড় বিদ্যুতের তারে শুকাতে দিলে বিদ্যুতায়িত হন। তার চিৎকারে হোসেন আলী ছুটে গিয়ে বউমাকে রক্ষায় টানতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। একইভাবে ভাতিজা জুয়েল ও জামাতাও আটকে যায়। তাদের চিৎকার ও চেচামেচি শুনে এলাকাবাসি ছুটে গিয়ে শুকনো লাঠির আঘাতে ৪ জনকেই উদ্ধার করে। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় হোসেন আলীর।
বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল চিকিৎসক ডা. মো. নাজমুল হুদা। তিনি বলেন, এখন পর্যন্ত তিনজনই বিপদমুক্ত।বিদ্যুৎপৃষ্টে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাহিম উদ্দিন।
১৪৮ দিন আগে