এনসিপির পদযাত্রা
পতিত ফ্যাসিস্টের মতোই দেশ চালাচ্ছে সরকার: এনসিপি
অন্তর্বর্তী সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির নেতারা অভিযোগ করে বলেছেন, পতিত ফ্যাসিস্ট সরকারের মতোই এই সরকারও দেশ চালাচ্ছে।
বুধবার (২৩ জুলাই) চাঁদপুরে জুলাই পদযাত্রায় এনসিপির নেতারা এমন অভিযোগ করেন।
গতকাল জাতীয় শোকদিবস পালনের পর আজ চাঁদপুর থেকে পদযাত্রা শুরু করেছে এনসিপি নেতারা। এর আগে সকালে সার্কিট হাউসে গত ২৪’র জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে এনসিপি নেতা সারজিস আলম, হাসনাতআব্দুল্লাহ, নাসির উদ্দীন পাটোয়ারীসহ অন্যান্য নেতারা সাক্ষাত করেন।
পরে বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের শহীদদের স্মরণে একটি শোকমিছিল বের করা হয়। এতে কালো ব্যাজ পড়ে নেতৃত্ব দেন সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ প্রমুখ। এর পর চাঁদপুর বাসস্ট্যান্ডে জেলার প্রধান সমন্বয়ক মো. মাহবুব আলমের সভাপতিত্বে দুপুর ১২টায় পথসভা করেন তারা।
২৪’র জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক সারজিস আলম, নেতা হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দীন পাটওয়ারী, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মিরাজ মিয়া, এনসিপির যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ইশরাত জাহান, শামান্তা শারমিনসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।
বক্তারা বলেন, চাঁদপুরে কোনো প্রকার চাঁদাবাজি ও বালু উত্তোলন চলবে না। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা কাজ করছি।
আরও পড়ুন: এবার চকরিয়ায় এনসিপির পথসভা পণ্ড করে দিল বিএনপি নেতাকর্মীরা
দুপুরের কাঠফাটা রোদ উপেক্ষা করে কয়েক হাজার স্কুল কলেজ মাদসার ছাত্র ছাত্রী নারী শিক্ষক-জনতা এতে যোগ দেন। আশপাশে প্রচুর পুলিশ ও র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন জেলা এনসিপির সংগঠক মেহেদী হাসান তানিম, সদর উপজেলা এনসিপি আহবায়ক তামিম খান, এনসিপি জেলা কমিটির সদস্য মুফতি মাহমুদুল হাসান ও সাইফুল ইসলাম প্রমুখ।
সভা শেষে বিমান দুর্ঘটনায় যেসব শিক্ষকও শিশুরা প্রাণ হারিয়েছেন ও ২৪’র জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন বাংলাদেশকে নতুন করে স্বাধীন করে গেছেন—তাদের জন্য বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। পথসভায় সারজিস আলম বলেন, বিমান দুঘর্টনায় যারা মারা গেছেন এই সরকারকে নিরপেক্ষভাবে বিমান দুর্ঘটনার তদন্ত করে দোষীদের বিচার করতে হবে। তিনি বলেন, আমাদের জুলাই আন্দোলনে চাঁদপুরের মোট ৩১ জন শহীদ হয়েছেন, আহত হয়েছেন ২৩০ জন। তাদের পরিবারের পাশে এ সরকারকে থাকতে হবে। এ দায়িত্ব এড়িয়ে যেতে পারবে না। তবে দলের ভিতরে কোনো শত্রু ও ফ্যাসিস্ট সরকারের কেউ থাকতে পারবে না। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে আমাদের সংগ্রাম শুরু।
নাসির উদ্দীন পাটোয়ারি বলেন, চাঁদপুরে বেআইনীভাবে নদী থেকে বালু উত্তোলনের ফলে নদী সিকস্তির বহু মানুষ তাদের ঘর বাড়ি হারিয়েছেন। অবিলম্বে বালু উত্তোলন বন্ধ করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা চেয়েছিলাম ফ্যাসিস্ট সরকারের পতনের পর জুলাই আন্দোলনের পর একটি সুন্দর বাংলাদেশ গড়তে। কিন্তু আমরা হতাশ।
অন্তবর্তী সরকারের সমালোচনা করে বলেন, ফ্যাসিষ্ট সরকারের মতোই এ সরকার দেশ চালাচ্ছে। তিনি বলেন, বিমান দুর্ঘটনায় নিহত মেহেরিন মেডামকে যথাযথ শহীদের মর্যাদা দিতে পারিনি। তিনি স্বাস্থ্য উপদেষ্টার ব্যর্থতার চিত্র তুলে ধরে অবিলম্বে স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করার আহবান জানান। বলেন, এই স্বাস্থ্য উপদেষ্টা স্বাস্থ্য ব্যবস্থার কিছুই বুঝে না। নিজেই চিকিৎসা নিতে বিদেশে যান।
আরও পড়ুন: ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে সমাবেশ স্থগিত করল এনসিপি
তিনি বলেন, বিমান বাহিনীর প্রধান হাসিনার আমলের। তিনি তিন হাজার কোটি টাকা বানিয়েছেন হাসিনার আমলে। ফ্যাসিস্ট আ লীগ ছাত্র লীগ ও যুবলীগ যদি মাথাচারা দিয়ে উঠতে চায় তাদের এদেশ থেকে নির্মুল করা হবে। বাংলাদেশের মানুষ তাদেরকে আর চায় না। তাদের রাজনীতি, মুজিববাদের রাজনীতি এদেশে আর চলবে না। তিনি বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত হাসপাতালে চিকিৎসাধীন অগ্নিদগ্ধদের সুস্থতা কামনা করেন।
১৩৫ দিন আগে
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার নিন্দা ফখরুলের
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্ধারিত ‘পদযাত্রা’ কর্মসূচিতে হামলার ঘটনায় কঠোর নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে জোরালো ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময়ে হামলাকারী দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (১৬ জুলাই) বিকেলে এক বিবৃতিতে মির্জা ফখরুল এই উদ্বেগ জানান। এতে বলা হয়, আজ গোপালগঞ্জে এনসিপির পূর্বঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসীদের ন্যক্কারজনক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মির্জা ফখরুল।
বিএনপির মহাসচিব বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। আজ গোপালগঞ্জে এনসিপির পূর্বঘোষিত কর্মসূচির ওপর বর্বরোচিত হামলা, ককটেল বিস্ফোরণ, ইউএনওসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশের সদস্যদের আহত করার বর্বর ঘটনা সেই অপতৎপরতারই বহিঃপ্রকাশ।
আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে আওয়ামী দোসরেরা মরণকামড় দিয়ে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলে ফায়দা লুটতে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য এখন মাথাচাড়া দিয়ে উঠেছে বলে বিবৃতিতে উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, এসব দুষ্কৃতকারীকে কঠোর হস্তে দমন ছাড়া বিকল্প কোনো পথ নেই।
গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশে যাতে আবার ফ্যাসিবাদের উত্থান হতে না পারে, সে জন্য দেশের মানুষের জানমাল রক্ষায় দলমত-নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে বিবৃতিতে উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, এর ব্যত্যয় হলে দেশ আবার স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় হুমকির মুখে পড়বে।
বিএনপি মহাসচিব তার বিবৃতিতে গোপালগঞ্জে এনসিপির পূর্বঘোষিত কর্মসূচিতে হামলাকারী দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানান। তিনি আহত পুলিশ সদস্যদের আশু সুস্থতা কামনা করেন।
আরও পড়ুন: গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে ঘিরে পুলিশের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ, জেলা সদরে ১৪৪ ধারা জারি
১৪২ দিন আগে
গোপালগঞ্জে ইউএনওর গাড়িবহরে হামলা, ভাঙচুর
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘জুলাই পদযাত্রাকে’ কেন্দ্র করে গোপালগঞ্জ সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি বহরে হামলা, ভাঙচুর করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীর ও সমর্থকেরা।
বুধবার (১৬ জুলাই) সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসান।
ইউএনও বলেন, জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রা ও পথসভা করার কথা রয়েছে। তাদের কর্মসূচি বানচালের জন্য আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকেরা প্রথমে পুলিশের ওপর হামলা করে, পরে আমার গাড়ি বহরে হামলা ও ভাঙচুর চালায়।
আরও পড়ুন: গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলা
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মির মো. সাজেদুর রহমান বলেন, জাতীয় নাগরিক পার্টির মাসজুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রার কথা রয়েছে তাদের। সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনের কথা রয়েছে। তাদের পদযাত্রা বানচালের জন্য আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকেরা সদর উপজেলার গান্ধিয়াশুর এলাকায় ইউএনওর গাড়ি বহরে হামলা ও ভাঙচুর করেছে।
এর আগে, এনসিপির কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। বুধবার (১৬ জুলাই) সকালে সদর উপজেলার উলপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মির মো. সাজেদুর রহমান।
১৪২ দিন আগে
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলা
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার উলপুর-দুর্গাপুর সড়কের খাটিয়াগড় চরপাড়ায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান।
তিনি বলেন, ‘এনসিপির মাসজুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ (বুধবার) গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রায় কেন্দ্রীয় নেতাদের আগমনের কথা রয়েছে। তাদের পদযাত্রা বানচাল করতে সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন ও ভাঙচুর করা হয়েছে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।’
আহত পুলিশ সদস্যরা হলেন, সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (আইসি) আহমেদ বিশ্বাস, কনস্টেবল কাওছার ও মিনহাজ। তাদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: মোহাম্মদপুরে চাঁদাবাজির প্রতিবাদে করায় এনসিপি কর্মীদের ওপর হামলার অভিযোগ, পুলিশ বলছে ভিন্ন কথা
পুলিশ সুপার মিজানুর রহমান সংবাদমাধ্যমে বলেন, ‘কারা এই ঘটনা ঘটিয়েছে, আমরা এখন পর্যন্ত জানি না। এতে পুলিশের তিনজন সদস্য আহত হয়েছেন এবং একটি গাড়ি পুড়ে গেছে। আহত তিন পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
১ জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে এনসিপি। এর মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছে দলটি। মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আজ গোপালগঞ্জে পদযাত্রা করবে দলটি।
মিজানুর রহমান জানান, আজ গোপালগঞ্জ শহরে এনসিপির পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা। উলপুর-দুর্গাপুর সড়ক দিয়ে তাদের গাড়িবহর যাওয়ার কথা ছিল। এ জন্য ওই এলাকায় পুলিশ টহল দিচ্ছিল। সেখানে পুলিশের ওপর হামলা ও গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
১৪২ দিন আগে