লন্ডনের বাংলাদেশ দূতাবাস
মাইলস্টোনের নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে লন্ডনে অবস্থিত একাধিক বিদেশি মিশন
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় বহু শিশুর প্রাণহানির ঘটনায় লন্ডনে অবস্থিত বিভিন্ন কূটনৈতিক মিশন গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।
দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা জানাতে এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা ও সংহতি প্রকাশের অংশ হিসেবে ২৩ ও ২৪ জুলাই বাংলাদেশ হাইকমিশনে একটি শোকবই খোলা হয়।
বাংলাদেশ হাইকমিশন জানায়, যেসব দেশ আনুষ্ঠানিকভাবে শোকবার্তা পাঠিয়েছে তার মধ্যে রয়েছে— সৌদি আরব, তুরস্ক, কাতার, ভারত, পাকিস্তান, ব্রাজিল, স্পেন, শ্রীলঙ্কা, মাল্টা, হন্ডুরাস, পোল্যান্ড, হাঙ্গেরি, ত্রিনিদাদ ও টোবাগো, গুয়েতেমালা, গ্রিস, মেক্সিকো, আজারবাইজান, কলম্বিয়া, ঘানা, বাহরাইন, মালদ্বীপ, টোগো এবং আলজেরিয়া।
এ ছাড়া কমনওয়েলথের ডেপুটি সেক্রেটারি-জেনারেল এবং ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপও শোক প্রকাশ করেছে।
দূতাবাসগুলো নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বাংলাদেশের সরকার ও জনগণের পাশে থাকার বার্তা দিয়েছে।
এই গভীর শোকের সময়ে যেসব দেশ ও সংস্থা তাদের সমবেদনা ও সহায়তা জানিয়েছে, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ হাইকমিশন।
১৩৩ দিন আগে