সমবেদনা জানালেন ফখরুল
পাইলট তৌকিরের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানালেন ফখরুল
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দলের শীর্ষ নেতৃত্বের পক্ষে দেখা করে সমবেদনা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৫ জুলাই) ফখরুল বিকাল ৪টার দিকে ঢাকা সেনানিবাসে বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার্স মেসে গিয়ে তৌকিরের স্ত্রী আকসা হোসেন নিঝুমের সঙ্গে দেখা করেন। এসময় তার বাবা ও মাসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বিএনপি মহাসচিব তৌকিরের বাবা তহুরুল ইসলাম, মা সালেহা খাতুন, স্ত্রী নিঝুম এবং অন্যান্য আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলেন।
এসময় ফখরুল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এই কঠিন সময়ে পরিবারের প্রতি দলের পূর্ণ সমর্থন এবং সংহতির আশ্বাসও দেন তিনি।
ফখরুলের সঙ্গে ছিলেন বিমান ও সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা হলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান ও প্রাক্তন বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অবসরপ্রাপ্ত) আলতাফ হোসেন চৌধুরী, সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অবসরপ্রাপ্ত) ফখরুল আজম, চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) ফজলে এলাহী আকবর, ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) একেএম শামসুল ইসলাম শামস এবং কর্নেল (অবসরপ্রাপ্ত) শামসুজ্জামান খান।
পড়ুন: বিএনপিকে জনবিচ্ছিন্ন করতে চেয়েছিলেন স্বৈরাচার হাসিনা: রিজভী
বাংলাদেশ বিমান বাহিনীর বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাও এই সফরে উপস্থিত ছিলেন।
সোমবার(২১ জুলাই) উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে একজন দক্ষ পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম প্রাণ হারান। পরে তাকে রাজশাহীর নিজ গ্রাম সপুরায় দাফন করা হয়।
সাগর নামেও পরিচিত তৌকির রাজশাহী ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। পরে তিনি পাবনা ক্যাডেট কলেজে পড়াশোনা করেন এবং ২০১৭ সালে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করেন।
মাত্র এক বছর আগে তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রভাষক নিঝুমকে বিয়ে করেছিলেন।
বিএনপি নেতারা পৃথকভাবে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।
এর আগে, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোহাগপুর গ্রামে স্কুল শিক্ষিকা মাসুকা বেগম নিপুর কবর জিয়ারত করেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। মর্মান্তিক দুর্ঘটনায় শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে তিনি মারা যান।
অ্যানি তার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং সেখানে ফাতেহা পাঠ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
বিএনপি নেতৃত্বের পক্ষ থেকে সমবেদনা জানাতে তিনি মাসুকার পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করেন।
এদিকে, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল নীলফামারীর জলঢাকা উপজেলার বুগুলাগাড়ি গ্রামে শিক্ষিকা মেহেরিন চৌধুরীর কবর জিয়ারত করেন।
শ্রেণিকক্ষে আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধার করতে গিয়ে মেহেরিন মারা যান। আফরোজা খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।
পড়ুন: উত্তরায় যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত ৫ পরিবারের সঙ্গে সাক্ষাৎ, সমবেদনা জানালেন ফখরুল
নীলফামারী এবং লালমনিরহাটের মহিলা দলের নেতারাও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একই বিমান দুর্ঘটনায় নিহত তৃতীয় শ্রেণির ছাত্রী নুসরাত জাহান আনিকার পরিবারের সঙ্গে দেখা করেছেন।
তিনি রাজধানীর দিয়াবাড়ী এলাকায় নুসরাতের বাড়িতে গিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, এ জেড জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও দুর্ঘটনায় নিহতদের বাড়িতে গিয়ে দলের এবং দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে সমবেদনা জানিয়েছেন।
১৩২ দিন আগে