বিদ্যুতায়িত হয়ে মৃত্যু
লালমনিরহাটে বিদ্যুতায়িত হয়ে কাঠমিস্ত্রীর মৃত্যু, আহত ৩
লালমনিরহাটের আদিতমারীতে বিদ্যুতায়িত হয়ে যামিনী কান্ত রায় (৫২) নামে এক কাঠমিস্ত্রীর মৃত্যু হয়েছে। তিনি সারপুকুর ইউনিয়নের সবদল এলাকার মৃত হেদল চন্দ্র রায়ের ছেলে।
বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ভেলাবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় আরও তিনজন কাঠমিস্ত্রী আহত হয়েছেন।
আহতরা হলেন—জগদীশ (৪৮), রাশেদ (২০) ও সুজন (২৬)।
আরও পড়ুন: বান্দরবানে বিদ্যুতায়িত হয়ে তিনজনের মৃত্যু
স্থানীয়রা জানান, যামিনী কান্ত পাশের ইউনিয়নের ভেলাবাড়ী গ্রামের মহর উদ্দিনের বাড়িতে ঘর মেরামতের জন্য কাজ করছিলেন। কাজের সময় ঘরের বেড়া সরাতে গিয়ে বিদ্যুতের মিটারের তারে স্পর্শ করলে তিনি বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ সময় তাকে বাঁচাতে গিয়ে আরও তিন কাঠমিস্ত্রী বিদ্যুতায়িত হয়ে আহত হন। প্রাথমিক চিকিৎসা শেষে তারা সুস্থ হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।’
১২৭ দিন আগে