তিনজন
গোলাপগঞ্জে ডাকাত সন্দেহে তিনজনকে গণপিটুনি, মোটরসাইকেলে আগুন
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার নিমাদল মোকামবাজারে ডাকাত সন্দেহে তিনজন গরু চোরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।
মঙ্গলবার (৪ মার্চ) দিবাগত রাত ২টার দিকে তাদের আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা একটি মোটরসাইকেল পুড়িয়ে দেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা।
আটকরা হলেন— জৈন্তাপুরের হরিপুর এলাকার জমির উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলার বইটিকর এলাকার ফখরুল ইসলাম ও দক্ষিণ সুরমার মোগলাবাজারের জয়নাল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্দেহভাজন তিনজন মোটরসাইকেলে করে ঘোরাফেরা করছিলেন। তাদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা ধাওয়া দিয়ে তাদের আটক করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা তাদের সঙ্গে থাকা মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেন। পরে আটক তিনজনকে একটি দোকানের ভেতরে আটকে রাখা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার নিমাদল মোকামবাজারে ডাকাত সন্দেহে তিনজনকে গণপিটুনি দিয়ে মোটরসাইকেলটিতে পুরিয়ে দেয়। খবর পেয়ে গোলাপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যেতে চাইলে তাদের গাড়ি লক্ষ্য করে ঢিল ছুঁড়ে উত্তেজিত জনতা। পরি ভোর পৌনে ৪টার দিকে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিবেশ শান্ত করে এবং পুলিশ তিনজনকে আটক করে।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে ছিনতাইকারী সন্দেহে ৩ জনকে গণপিটুনি
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যেতে চাইলে হাজারো উত্তেজিত জনতা গাড়ি লক্ষ্য করে টিল ছুঁড়ে মারেন। পরে বাংলাদেশ সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে পৌঁছালে আমরা তিনজনকে আটক করে নিয়ে আসি। গণপিটুনিতে তিনজন আহত হয়েছেন। ‘
তিনি বলেন, ‘তাদের গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে থানায় নিয়ে আসা হয়েছে। আটকদের বিরুদ্ধে স্থানীয় এক ব্যক্তি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। বুধবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।’
১৭ দিন আগে
দুই কিশোরীকে ধর্ষণ: তিনজনের যাবজ্জীবন
আড়াই বছর আগে রাজধানীর কদমতলী এলাকায় দুই কিশোরীকে গণধর্ষণ মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালত এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত তিন আসামি হলেন-সোহেল বেপারী (৩৮), রানা বেপারী (৩২) ও আকতার আলী (৩৮)। পাশাপাশি তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়ছে। অনাদায়ে তাদের আরও ৬ মাস কারাদণ্ড দেয়া হয়েছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে নববধূ হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
সজল নামে এক আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেয়া হয়েছে।
জানা যায়, রাজধানীর কদমতলী থানাধীন নোয়াখালী পট্টিস্থ গেসুর বাড়ির ভাড়াটিয়া আব্দুর রাজ্জাক মাদবরের বাড়িতে আসামি ও দুই ভিকটিম পরিবারসহ ভাড়া থাকতেন।
২০২০ সালের ৮ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে আসামিরা সুযোগ বুঝে ভাড়া থাকা দুই ভুক্তভোগীর বাসার দরজায় নক করেন। বাসার দরজা খুললে আসামিরা বাসায় ঢুকে দরজা লাগিয়ে তাদের সংঘবদ্ধ ধর্ষণ করেন।
ওই ঘটনায় ওই দুই তরুণী থানায় হাজির হয়ে আসামিদের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা করেন। পুলিশ মামলাটি তদন্ত করে চারজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে।
২০২১ সালের ১৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত। মামলার বিচার চলাকালীন ২৪ জন সাক্ষীর মধ্যে ১১ জন সাক্ষ্য দেন।
আরও পড়ুন: সিলেটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
এক হত্যা মামলায় ৫ ভাইয়ের যাবজ্জীবন!
৯১২ দিন আগে
মাগুরায় সড়কে প্রাণ গেল ৩ জনের
মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় সোমবার তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
১৮৪৬ দিন আগে