তিনজন
দুই কিশোরীকে ধর্ষণ: তিনজনের যাবজ্জীবন
আড়াই বছর আগে রাজধানীর কদমতলী এলাকায় দুই কিশোরীকে গণধর্ষণ মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালত এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত তিন আসামি হলেন-সোহেল বেপারী (৩৮), রানা বেপারী (৩২) ও আকতার আলী (৩৮)। পাশাপাশি তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়ছে। অনাদায়ে তাদের আরও ৬ মাস কারাদণ্ড দেয়া হয়েছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে নববধূ হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
সজল নামে এক আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেয়া হয়েছে।
জানা যায়, রাজধানীর কদমতলী থানাধীন নোয়াখালী পট্টিস্থ গেসুর বাড়ির ভাড়াটিয়া আব্দুর রাজ্জাক মাদবরের বাড়িতে আসামি ও দুই ভিকটিম পরিবারসহ ভাড়া থাকতেন।
২০২০ সালের ৮ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে আসামিরা সুযোগ বুঝে ভাড়া থাকা দুই ভুক্তভোগীর বাসার দরজায় নক করেন। বাসার দরজা খুললে আসামিরা বাসায় ঢুকে দরজা লাগিয়ে তাদের সংঘবদ্ধ ধর্ষণ করেন।
ওই ঘটনায় ওই দুই তরুণী থানায় হাজির হয়ে আসামিদের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা করেন। পুলিশ মামলাটি তদন্ত করে চারজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে।
২০২১ সালের ১৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত। মামলার বিচার চলাকালীন ২৪ জন সাক্ষীর মধ্যে ১১ জন সাক্ষ্য দেন।
আরও পড়ুন: সিলেটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
এক হত্যা মামলায় ৫ ভাইয়ের যাবজ্জীবন!
২ বছর আগে
মাগুরায় সড়কে প্রাণ গেল ৩ জনের
মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় সোমবার তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
৪ বছর আগে