মোটরসাইকেল আরোহী নিহত
জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
সিলেট-তামাবিল মহাসড়কের উমনপুরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের হরিপুর গ্রামের বাসিন্দা মৃত খলিলুর রহমানের ছেলে দুলাল আহমেদ (৪৫)।
স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলে হরিপুর হতে চিকনাগুল যাওয়ার পথে উমনপুরে একটি মোড়ে দুর্ঘটনার কবলে পড়েন। তবে কি কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা জানা যায়নি।
দুলাল আহমেদকে গুরুতর আহত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে সিলেটে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
আরও পড়ুন: রাজশাহীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
৫০ দিন আগে
ডেমরায় লেগুনার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর ডেমরায় লেগুনার ধাক্কায় মো. আরিফ হোসেন নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (২৯ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে ডেমরার সুলতানা কামাল ব্রিজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো.আরিফ (৩৮) খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রীর একটি ওয়ার্কশপের মালিক।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, ‘ঘটনার পর পুলিশ লেগুনাটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।’
নিহতের পরিবার থেকে এ বিষয়ে কোনো অভিযোগ করা হয়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
৮০ দিন আগে
সিলেটে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
সিলেটের জৈন্তাপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী মো. শরীফ উদ্দিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে ফতেহপুর ইউনিয়নের তামাবিল মহাসড়কের হরিপুর ৭নম্বর কূপ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শরীফ (২৮) উপজেলার ৫নম্বর ওই ইউনিয়নের লামা শ্যামপুর পাটোওয়া গ্রামের আব্দুস শুক্কুরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৬ ডিসেম্বর) ফতেহপুর ইউনিয়নের হেমু ভাটপাড়া এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান শেষে বিকাল পৌনে ৫টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে তামাবিল মহাসড়কের হরিপুর ৭ নম্বর কূপ এলাকায় পৌঁছালে একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় বাইকের পিছনে বসা শরীফ উদ্দিন ছিটকে মহাসড়কে পড়ে যায় সঙ্গে সঙ্গে পিছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে গেলে শরীফ গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ইবনে সিনা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করেন। সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তার মৃত্যু হয়।
তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, খবর পেয়ে রাতে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে।
৯২ দিন আগে
কুড়িগ্রামে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
কুড়িগ্রামে বাসচাপায় মো. শামসুল আলম (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় মসাইকেলে থাকা মো. আবুল কাশেম নামে এক ব্যক্তি আহত হয়েছেন।
রবিবার (১০ নভেম্বর) সকালে পৌর শহরের পচা মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ও আহত দুইজন সম্পর্কে আপন ভাই বলে জানা গেছে। তারা ওই এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, শামসুল আলম ও তার ভাই আবুল কাশেম মোটরসাইকেলে নিজেদের কাজে যাচ্ছিলেন। রবিবার সকালে শহরের নাজিরা পচার মসজিদ এলাকায় পৌঁছলে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় চিলমারীগামী এস এন পরিবহনের একটি বাসের নিচে চলে যায় মোটলসাইকেলটি। এতে মোটরসাইকেল চালক শামসুল আলম ঘটনাস্থলেই মারা যান এবং সঙ্গে থাকা আবুল কাশেম আহত হন।
এরপর সড়কে যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে বাসটি সরিয়ে নিলে চলাচল স্বাভাবিক হয়।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হোসেন বলেন, ‘আমরা লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করছি। কেউ এখন পর্যন্ত অভিযোগ করেনি। শুনেছি দুইপক্ষই স্থানীয়ভাবে বসে মিমাংসার চেষ্টা করছে।’
১২৯ দিন আগে
চান্দিনায় ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
কুমিল্লার চান্দিনায় ট্রাকচাপায় জামসেদ আহমেদ ও শাহজালাল নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার(২০ মে) উপজেলার চান্দিনা-রামমোহন সড়কের উদালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চান্দিনা পৌরসভাস্থ ছায়কোট গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে কুয়েত প্রবাসী মো. জামসেদ আহমেদ (৩৬) ও একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. শাহজালাল (৩২)।
আরও পড়ুন: যশোরে ইটবোঝাই ট্রাকচাপায় ভ্যানচালক নিহত
স্থানীয় বাসিন্দা মাসুম বিল্লাহ জানান, সকাল ৬টা থেকে মাছের রেনু আনার জন্য আলিকামোড়া গিয়েছিল জামসেদ ও শাহজালাল।
পিকআপ দিয়ে মাছের রেনু পাঠিয়ে তারা দুইজন মোটরসাইকেল নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। তারা উদালিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুই মারা যান।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।
আরও পড়ুন: আড়াইহাজারে ট্রাকচাপায় বৈদ্যুতিক মিস্ত্রির মৃত্যু
৩০৩ দিন আগে
সিলেটে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
সিলেট শহরতলীর জালালাবাদ থানার টুকেরগাঁও এলাকায় ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ইফতারের আগ মুহূর্তে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মাসুক মিয়া (২৩)। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ এলাকার বাসিন্দা বলে জানা গেছে। ঘটনাস্থলেই তিনি মারা যান।
আরও পড়ুন: দিনাজপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১
এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তাৎক্ষণিক তার নাম ঠিকানা পাওয়া যায়নি।
সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, এই ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। তাৎক্ষণিক আহতের নাম-পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: নওগাঁয় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজশিক্ষার্থীর
৩৭০ দিন আগে
হাতিরঝিলে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর হাতিরঝিলে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার সঙ্গে থাকা এক সহকর্মী। বুধবার (১৮ জানুয়ারি) রাতে হাতিরঝিলের কুনিপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মহিউদ্দিন মিয়ার ছেলে জসিদুল মিয়া জাহিদ (২৪)। তিনি পাটোয়ারী এলপিজি অটোমোবাইল ওয়ার্কশপের কর্মচারী ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, রাত ১০টার দিকে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে জাহিদ ও তার সহকর্মী সৌরভকে বহনকারী মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় প্রাইভেটকারটি।
পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত পৌনে ১১টার দিকে জাহিদকে মৃত ঘোষণা করেন।
৪২৬ দিন আগে
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে আরও একজন।
সোমবার (১৫ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার কুড়িগ্রাম-নাগেশ্বরী সড়কের পায়রাডাঙা পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত তাইবুল ইসলাম (২৫) উপজেলার নুনখাওয়া ইউনিয়নের মাঝের চর এলাকার মো. উকিল আলীর ছেলে।
আরও পড়ুন: কাহালুতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক নিহত
স্থানীয়রা জানান, নিহত তাইবুল দক্ষিণ ব্যাপারীর হাটের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে নাগেশ্বরীর দিকে যাওয়ার পথে পায়রাডাঙা পার হওয়ার পরেই অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পরে ঘটনাস্থলেই মারা যান। তার সঙ্গে থাকা আরও এক আরোহী গুরুতর আহত হয়েছেন।
নাগেশ্বরী থানার উপ-পরিদর্শক (এসআই) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মামলা হবে।
তিনি আরও বলেন, পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আহত যুবককে নাগেশ্বরী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২
৪২৮ দিন আগে
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুইজনের মৃত্যু হয়েছে।
রবিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কেওচিয়া ইউনিয়নের ড্রিম হাউস কমিউনিটি সেন্টারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুইজন হলেন- মোটরসাইকেল চালক বরিশালের উজিরপুর উপজেলার কাউরেখার স্বচিন্দ্র নাথ বৈরাগীর ছেলে মনমত বৈরাগী (৩৫) ও আরোহী চাঁপাইনবাবগঞ্জের ভোলারহাট উপজেলার বড়গাছির ইউনুছ আলীর ছেলে আরিফ হোসেন (৩৩)।
জানা গেছে, সকালে সাতকানিয়ার কেরানীহাট এলাকার বাসা থেকে মোটরসাইকেল যোগে লোহাগাড়ায় যাচ্ছিলেন পথে তারা। সাতকানিয়ায় বিপরীত দিক থেকে আসা মাছ বহনকারী পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়ে মারা যানি আরিফ ও মনমত।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ ইরফান জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের উপস্থিত একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। একজন ঘটনাস্থলে মৃত্যু অপরজন হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, আমরা পিকআপটিকে জব্দ করে থানায় নিয়ে এসেছি। তবে চালক পালিয়ে গেছে।
৪৮৬ দিন আগে
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আরও এক মোটরসাইকেল যাত্রী আহত হয়েছেন। তবে তাদের পরিচয় জানা যায়নি।
শনিবার (৪ নভেম্বর) দুপুর সোয়া ১২টায় উপজেলার কমলদহ বাজার এলাকায় চট্টগ্রামমুখী লেনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
মোটরসাইকেলটিতে চারজন ছিল বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।
আরও পড়ুন: যশোরে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ২
সীতাকুণ্ডের কুমিরা হাইওয়ে থানার উপপরিদর্শক আলমগীর হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
তিনি আরও জানান, আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানাব।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে দ্রুতগামী একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হন। নিহতদের পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: নেপালের উত্তর-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১২৮
৫০১ দিন আগে