মোটরসাইকেল আরোহী নিহত
সিলেটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
সিলেটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী আইএলটিএস পরীক্ষার্থী তাহমিদুর সোহাগ (২০) নিহত হয়েছেন।
বুধবার (২০ আগস্ট) ভোরে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সোহাগ জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি এলাকার আফতাব উদ্দিনের ছেলে। তিন ভাই–বোনের মধ্যে তিনি দ্বিতীয়। বড় ভাই যুক্তরাজ্যে থাকেন এবং ছোট বোন সিলেটে পড়াশোনা করছেন।
আরও পড়ুন: ১০ মোটরসাইকেল নিয়ে প্রতিযোগিতা, প্রাণ গেল দুই বন্ধুর
২০২৪ সালে এইচএসসি পাস করা সোহাগ আগামী ৩০ আগস্ট আইএলটিএস পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
প্রতিবেশী ও চাচা মো. নুরুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সোহাগ এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে উমনপুর টার্নিং এলাকায় যাচ্ছিলেন। এ সময় সিলেটগামী একটি ট্রাক তাদের ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সোহাগকে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে বুধবার ভোরে তিনি মারা যান।
তার সঙ্গে থাকা বন্ধু সাফির হাত ভেঙে গেছে। বর্তমানে তিনি নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন।
তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান সোহাগের মৃত্যুর এ তথ্যটি নিশ্চিত করেছেন।
১২২ দিন আগে
জাতীয় প্রেসক্লাব মোড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর জাতীয় প্রেসক্লাব মোড়ে ইউ টার্ন নেওয়ার সময় একটি দ্রুতগতির ট্রাকের ধাক্কায় সেন্টু ইসলাম (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেন্টু ইসলাম ঢাকার চকবাজারের ঈদগাহ মাঠ এলাকার ইসলামবাগের আলাউদ্দিন খলাশির ছেলে।
নিহতের বন্ধু আল-আমিন জানান, মঙ্গলবার রাত ১টার দিকে মোটরসাইকেলে ইউ টার্ন নেওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক সেন্টুকে চাপা দেয়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
আরও পড়ুন: গাংনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২, আহত ১
পরে রাত ১টা ৪৫ মিনিটের দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
১৫১ দিন আগে
সিলেটে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত
সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে এক মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে তামাবিল মহাসড়কের শ্রীখেল ভাবনা জামে মসজিদ সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাইদ হোসেন ফাহিম (১৯) জৈন্তাপুর উপজেলার দরবস্ত ডেমা গ্রামের দুবাই প্রবাসী বদরুল ইসলামের পুত্র।
তামাবিল হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে ফাহিম মোটরসাইকেল যোগে দরবস্ত বাজার জামে মসজিদ থেকে নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে তামাবিল মহাসড়কের শ্রীখেল ভাবনা জামে মসজিদ-সংলগ্ন স্থানে পৌঁছালে সিলেটমুখী দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি ছিটকে পড়ে যান।
আরও পড়ুন: রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
এ ঘটনায় তার মাথায় গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে দ্রুত সিলেট নগরীর ইবনে সিনা হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান।
তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। সেখান থেকে ট্রাকটিকে ধরা যায়নি।
তিনি আরও জানান, হাইওয়ে পুলিশ ইতোমধ্যে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়া করছে।
১৫৬ দিন আগে
লালমনিরহাটে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
লালমনিরহাটে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রবিবার (৬ জুলাই) সকাল ৭টার দিকে সদর উপজেলার গোকুন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওহাব মিয়া (২৪) রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের বালাপাড়া গ্রামের আকবর আলীর ছেলে। আহত ফুয়াদ (২২) একই এলাকার আবুল কালামের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রংপুর থেকে কুড়িগ্রামের দিকে যাচ্ছিল ওই দুই মোটরসাইকেল আরোহী। এরপর গোকুন্ডা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এ ঘটনায় ঠিচটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন ওহাব। আর ফুয়াদকে আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
আরও পড়ুন: রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় নারীসহ নিহত ২
লালমনিরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) বাদল চন্দ্র বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলের যাত্রীরা রংপুর থেকে কুড়িগ্রামের দিকে যাচ্ছিলেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
১৬৮ দিন আগে
বনানীতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর বনানীতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহতদের একজন মোটরসাইকেল চালক আশরাফুর রহমান আশিক (২৪), অপরজন আরোহী আসিফ মাহমুদ সম্পদ (২৫)।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার ইউএনবিকে জানান, সকাল ৯টা ৩০ থেকে ৯টা ৪০–এর মধ্যে বনানীতে এক্সপ্রেসওয়ের ঠিক পাশেই সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান।
আরও পড়ুন: যশোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশসহ নিহত ২, আহত ১
তিনি জানান, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেলেও হেলপারকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, মোটরসাইকেল চালক আশিক সম্প্রতি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে রাইড শেয়ারিং করছিলেন। নিহত আরোহী আসিফ মাহমুদ একজন মেরিন ইঞ্জিনিয়ার।
২১০ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাথরবোঝাই একটি ট্রাকের চাপায় কাবিরুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (১৭ মে) রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের হাজী মোড়-সহড়াতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কাবিরুল শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের হরিপুর গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে।
আরও পড়ুন: নরসিংদীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, ‘রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি ফিরছিলেন কাবিরুল। এ সময় শিবগঞ্জ পৌরসভার হাজী মোড়-সহড়াতলা এলাকায় পৌঁছালে সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি পাথরবোঝাই ট্রাক তাকে চাপায় দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান কাবিরুল।’
তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে পুলিশ । ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাক চালক ও সহকারী পালিয়ে গেছেন।
২১৭ দিন আগে
চুয়াডাঙ্গায় লাটাহাম্বারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় লাটাহাম্বার গাড়ির ধাক্কায় মো. ইমরান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রবিবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের চুয়াডাঙ্গা পৌর এলাকার ছাগল ফার্মের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান।
নিহত মো. ইমরান (৩৫) আলমডাঙ্গা উপজেলার বলেশ্বরপুর গ্রামের খন্দকার রফিকুল ইসলামের ছেলে। তিনি বর্তমানে চুয়াডাঙ্গা শহরের সাতগাড়ি এলাকায় অস্থায়ীভাবে বসবাস করতেন।
আরও পড়ুন: কারখানার লিফট ছিঁড়ে নিচে পড়ে দুই শ্রমিক নিহত
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাতে মোটরসাইকেল করে শহরের দিকে যাচ্ছিলেন ইমরান। ছাগল ফার্ম এলাকার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনচালিত অবৈধ যান লাটাহাম্বার তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি খালেদুর রহমান বলেন, ঘাতক লাটাহাম্বারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ইমরানের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।
তিনি জানান, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত যানটি শনাক্তের চেষ্টা চলছে।
২৫১ দিন আগে
জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
সিলেট-তামাবিল মহাসড়কের উমনপুরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের হরিপুর গ্রামের বাসিন্দা মৃত খলিলুর রহমানের ছেলে দুলাল আহমেদ (৪৫)।
স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলে হরিপুর হতে চিকনাগুল যাওয়ার পথে উমনপুরে একটি মোড়ে দুর্ঘটনার কবলে পড়েন। তবে কি কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা জানা যায়নি।
দুলাল আহমেদকে গুরুতর আহত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে সিলেটে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
আরও পড়ুন: রাজশাহীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
৩২৭ দিন আগে
ডেমরায় লেগুনার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর ডেমরায় লেগুনার ধাক্কায় মো. আরিফ হোসেন নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (২৯ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে ডেমরার সুলতানা কামাল ব্রিজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো.আরিফ (৩৮) খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রীর একটি ওয়ার্কশপের মালিক।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, ‘ঘটনার পর পুলিশ লেগুনাটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।’
নিহতের পরিবার থেকে এ বিষয়ে কোনো অভিযোগ করা হয়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
৩৫৭ দিন আগে
সিলেটে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
সিলেটের জৈন্তাপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী মো. শরীফ উদ্দিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে ফতেহপুর ইউনিয়নের তামাবিল মহাসড়কের হরিপুর ৭নম্বর কূপ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শরীফ (২৮) উপজেলার ৫নম্বর ওই ইউনিয়নের লামা শ্যামপুর পাটোওয়া গ্রামের আব্দুস শুক্কুরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৬ ডিসেম্বর) ফতেহপুর ইউনিয়নের হেমু ভাটপাড়া এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান শেষে বিকাল পৌনে ৫টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে তামাবিল মহাসড়কের হরিপুর ৭ নম্বর কূপ এলাকায় পৌঁছালে একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় বাইকের পিছনে বসা শরীফ উদ্দিন ছিটকে মহাসড়কে পড়ে যায় সঙ্গে সঙ্গে পিছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে গেলে শরীফ গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ইবনে সিনা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করেন। সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তার মৃত্যু হয়।
তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, খবর পেয়ে রাতে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে।
৩৬৯ দিন আগে