ভুয়া এনএসআই কর্মকর্তা
নাটোরে চাঁদার টাকা নিতে গিয়ে ভুয়া এনএসআই কর্মকর্তা আটক
নাটোরের গুরুদাসপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তা পরিচয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করার সময় নাজমুল হাসান নামে এক যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটকের পর তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
রবিবার (৪ আগস্ট) রাত ৯টার দিকে এনএসআই, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে উপজেলা মডেল মসজিদের সামনে থেকে নাজমুল হোসেনকে আটক করা হয়।
নাজমুল গুরুদাসপুর পৌরসভার খামারনাচকৈড় মহল্লার বাসিন্দা।
পুলিশ জানায়, নাজমুল হোসেন নিজেকে এনএসআইয়ের মাঠ কর্মকর্তা পরিচয় দিয়ে সম্প্রতি গুরুদাসপুর উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তার কার্যালয়ে ফোন দেন।
এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের প্রধান সহকারী জুলহাস উদ্দিন অভিযোগ করে বলেন, নাজমুল নিজেকে এনএসআইয়ের মাঠ কর্মকর্তা পরিচয় দিয়ে দুদকের ভুয়া চিঠি তৈরি করেন। এরপর গত তিন দিন ধরে গুরুদাসপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলামের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দিলে খাদ্যগুদামে আগুন লাগিয়ে দেওয়ার হুমকিও দেন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ‘সংঘবদ্ধ ধর্ষণ’, আটক ৫
ঘটনাটি জেলা ও উপজেলা খাদ্য কর্মকর্তারা জেলা প্রশাসকের কাছে জানালে, জেলা প্রশাসক খোঁজ নিয়ে দুদকের ওই চিঠিকে সম্পূর্ণ ভুয়া বলে নিশ্চিত করেন।
এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় নাজমুলকে আটকের পরিকল্পনা করে এনএসআই। পরে রবিবার রাতে তাকে চাঁদার টাকা নেওয়ার জন্য মডেল মসজিদের সামনে আসতে বলা হয়। ভুয়া এনএসআই কর্মকর্তা নাজমুল টাকা নিতে এলে সেখানে আত্মগোপনে থাকা সেনাবাহিনী, এনএসআই ও পুলিশ সদস্যরা তাকে হাতেনাতে আটক করেন।
জিজ্ঞাসাবাদে আটক নাজমুল নিজেকে প্রকৌশলী বলে দাবি করেন। তিনি জানান, এই প্রথম এমন কাজে জড়িয়েছিলেন তিনি। পরে নাজমুলকে পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল হক খন্দকার।
১২৩ দিন আগে