নবগঙ্গা নদী
নড়াইলে নৌকাডুবি: নিহতের সংখ্যা বেড়ে ৪
নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ দুইজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এতে এই নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে। এখনও আরও দুইজন নিখোঁজ রয়েছেন। তাদের লাশ উদ্ধারে চেষ্টা চলছে।
এ নিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: যমুনায় নৌকাডুবিতে মা-ছেলের মৃত্যু
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমিম আলম।
রবিবার (১ জানুয়ারি) বেলা ১২টার দিকে ডুবে যাওয়া নৌকায় থাকা নিখোঁজ লাবুকে (৩২) উদ্ধার করে খুলনার ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহত লাবু কালিয়া বাবুপুর গ্রামের টুকু চৌকিদারের ছেলে। তিনি হামিদপুর ইউনিয়নে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন।
পরে দুপুর ১টার দিকে জোকর চর গ্রামের মতিয়ার শেখের ছেলে খানজে শেখ (৫৫) এর লাশ উদ্ধার করা হয়। এছাড়াও আরও দুজন নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ ব্যক্তিরা হলেন-কালিয়া উপজেলার বাহিরডাঙ্গা গ্রামের এনামুল মন্ডলের ছেলে রয়েল মন্ডল (২৭), এনামুল মন্ডলের বড় মেয়ে জামাতা ও কালিয়া গ্রামের মৃত খালেক শেখের ছেলে মাহমুদ শেখ (৪১)।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমিম আলম বলেন, নিখোঁজ দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে ডুবরি দল।
তিনি আরও বলেন, লাশ নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে। নৌ পুলিশ যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
উল্লেখ্য, নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদীতে ইঞ্জিনচালিত নৌকা ডুবে মা ও ছেলের মৃত্যু হয়।
শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নবগঙ্গা নদীর বাহিরডাঙ্গা খেয়াঘাটে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-মা নাজমা বেগম (২৮) ও ছেলে তাছিম শেখ (২)।
আরও পড়ুন: করতোয়ায় নৌকাডুবি: ৪৭ দিনের মাথায় আরেক শিশুর লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দায় নৌকাডুবিতে জেলের মৃত্যু
৮৫১ দিন আগে
নবগঙ্গা নদীর পাশ থেকে দগ্ধ লাশ উদ্ধার
মাগুরার আলমখালী বাজারের পাশে দারিয়াপুর গ্রামে নবগঙ্গা নদীর ধার থেকে সোমবার সকালে একটি অজ্ঞাতনামা দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
১৫২২ দিন আগে
ঝিনাইদহের ১২টি নদী এখন মরা খাল
ঝিনাইদহের ছয় উপজেলার বুক চিরে বয়ে গেছে ১২টি নদ-নদী। কিন্তু খননের অভাব আর দখলদারদের কারণে নদীগুলো পরিণত হয়েছে মরা খালে। নদীগুলোতে এখন আর যৌবন নেই। পাওয়া যায়না দেশীয় প্রজাতির মাছ। শুষ্ক মৌসুমে থাকেনা পানি। সেখানে চাষ করা হয় ধান, পাট, সরিষাসহ নানা ফসলের।
১৯৩৩ দিন আগে
‘গাফিলতিতে’ নবগঙ্গা নদীর ওপর সেতু নির্মাণে বিলম্ব
নড়াইল, ২৮ সেপ্টেম্বর (ইউএনবি)- ঠিকাদারি প্রতিষ্ঠানের ‘অবহেলার’ কারণে কালিয়া উপজেলার নবগঙ্গা নদীর বারইপাড়া নামক স্থানে ১৭৫ মিটার দীর্ঘ সেতুর নির্মাণ কাজে বিলম্ব হচ্ছে। গত জুন মাসে শেষ হওয়ার কথা থাকলেও সেতুটির মাত্র ২২ শতাংশ কাজ শেষ হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান মাত্র দুটি পিলার নির্মাণ করতে সক্ষম হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ওই উপজেলার এক লাখের বেশি মানুষ।
২০৪২ দিন আগে
‘গাফিলতিতে’ ৩ বছরেও হয়নি নবগঙ্গা নদীর ওপর সেতু নির্মাণ
নড়াইল, ২৯ আগস্ট (ইউএনবি)- কর্তৃপক্ষের ‘গাফিলতির’ কারণে তিন বছরেও শেষ হয়নি লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডব ঘাটে নবগঙ্গা নদীর ওপর ১৭৫ মিটির দৈর্ঘে্যর সেতু নির্মাণ কাজ।
২০৭২ দিন আগে