নদীতে ডুবে শিশুর মৃত্যু
রাণীশংকৈলে নদীতে ডুবে শিশুর মৃত্যু
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের কুলিক নদীতে ডুবে সায়ন হোসেন (৯) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উত্তরগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সায়ন হোসেন ওই এলাকার রবিউল ইসলামের ছেলে।
আরও পড়ুন: নীলফামারীর কিশোরগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
স্থানীয়রা জানান, বাড়ির পাশ দিয়ে প্রবাহিত কুলিক নদীতে জিও ব্যাগ দিয়ে পাড় বাঁধার কাজ চলছিল। শিশু সায়ন সেখানে কাজ দেখতে গিয়ে অসাবধানতাবশত নদীতে পড়ে তলিয়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরশেদুল হক ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
১০২ দিন আগে