অষ্ট্রেলিয়া
অষ্ট্রেলিয়ায় ইহুদিবিদ্বেষী হামলায় ইরানের সম্পৃক্ততা দাবি, রাষ্ট্রদূত বহিষ্কার
গত বছর অস্ট্রেলিয়ায় সংঘটিত দুটি ইহুদিবিদ্বেষী হামলার পেছনে ইরানের হাত রয়েছে বলে গোয়েন্দা তথ্য-প্রমাণ মেলার দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। এর জেরে তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন তিনি।
স্থানীয় সময় মঙ্গলবার (২৬ আগস্ট) এক সংবেদ সম্মেলনে এ কথা জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।
তিনি জানান, ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়েছে এবং তেহরানে অবস্থিত অস্ট্রেলীয় দূতাবাসের কার্যক্রম আপাতত স্থগিত করে সব কূটনীতিককে তৃতীয় দেশে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া আইন প্রণয়ন করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার কথাও ভাবছে সরকার।
আলবানিজ বলেন, দেশটির নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এএসআইও) তথ্যমতে, গত অক্টোবরে সিডনিতে লুইস কন্টিনেন্টাল কিচেনে এবং ডিসেম্বরে মেলবোর্নের একটি সিনাগগে (ইহুদি উপাসনালয়) অগ্নিসংযোগের নির্দেশ দিয়েছিল ইরান সরকার।
এ বিষয়ে ইরান সরকারের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ইরানের সম্পৃক্ততার দাবি গোয়েন্দাদের
২০২৩ সালে হামাস-ইসরায়েল যুদ্ধ শুরু পর থেকেই সিডনি ও মেলবোর্নে ইহুদিবিদ্বেষী কার্যকলাপের প্রবণতা বেড়েছে। স্থানীয় অপরাধীদের ভাড়া করে বিদেশি কোনো শক্তি এসব হামলা পেছনে থাকতে পারে বলে তখন থেকেই ধারণা করেছিল অষ্ট্রেলিয়া।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার ক্ষমতায় প্রত্যাবর্তন করলেন আলবানিজ
ইতোমধ্যে সিডনির ক্যাফেতে আগুন দেওয়ার ঘটনায় একজনকে এবং মেলবোর্নের সিনাগগে আগুন দেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
এসব হামলার পেছনে ইরানের সম্পৃক্ততা রয়েছে বলে এএসআইও যথেষ্ট বিশ্বাসযোগ্য তথ্য-প্রমাণ সংগ্রহ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী আলবানিজ।
ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন
আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কিছুক্ষণ আগে ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানান অষ্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। একই সঙ্গে তেহরানে অবস্থিত অস্ট্রেলীয় দূতাবাসের কার্যক্রম আপাতত স্থগিত করে সব কূটনীতিককে তৃতীয় দেশে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এ ছাড়া যত দ্রুত সম্ভব ইরান ছেড়ে সম্ভব হলে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য দেশটিতে অবস্থানরত অস্ট্রেলীয় নাগরিকদের উদ্দেশে সতর্কবার্তাও জারি করা হয়েছে।
১০০ দিন আগে