ইইউ দূতাবাস
টেকসই সমাধানে রোহিঙ্গাদের ক্ষমতায়িত কণ্ঠস্বরকে গুরুত্ব দিচ্ছে ইইউ
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের জন্য রোহিঙ্গাদের শক্তিশালী এবং প্রতিনিধিত্বশীল কণ্ঠস্বর থাকা প্রয়োজন বলে মনে করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর পাশাপাশি এ বিষয়ে নেওয়া উদ্যোগগুলোকে সমর্থন জানায় বলে জানিয়েছে ইইউ দূতাবাস।
এক বিবৃতিতে দূতাবাস বলেছে, রাজনৈতিকভাবে, মানবিক অর্থায়ন সহায়তার মাধ্যমে, উন্নয়ন সহযোগিতায়, মানবাধিকার লঙ্ঘনের দায়বদ্ধতায় এবং কার্যকর নিষেধাজ্ঞার মাধ্যমে আমরা পাশে আছি। কিন্তু এই সংকট এমন এক পরিস্থিতি যা যৌথ পদক্ষেপের জন্য জোর দাবি করছে।
আরও পড়ুন: এনসিসির কাজ শেষ পর্যায়ে, বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কারকে সমর্থন করে ইইউ
সম্প্রতি কক্সবাজারে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আয়োজিত ‘স্টেকহোল্ডার্স ডায়ালগ’-এ অংশ নেন বাংলাদেশে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। সেখানে তিনি রোহিঙ্গা ও বাংলাদেশের মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করেন।
রোহিঙ্গা সংকটের আট বছর পূর্তিতে ঢাকায় আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) সহকারী হাইকমিশনার রাউফ মাজুর মাধ্যমে এক ব্রিফিং সেশনের আয়োজন করে ইইউ।
ঢাকার ইইউ দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে বুধবার এক বার্তায় এ অনুষ্ঠানকে ‘উদ্বেগজনক হলেও অনুপ্রেরণামূলক’ হিসেবে বর্ণনা করেছে।
১০০ দিন আগে