মাদক কারবারি গ্রেপ্তার
সিরাজগঞ্জে ২ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
সিরাজগঞ্জে প্রায় দুই হাজার ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকায় ন্যাশনাল ফুড ভিলেজ হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে এ অভিযান চালায় র্যাব-১২।
গ্রেপ্তাররা হলেন— পাবনা জেলা সদরের রাধানগর গ্রামের মো. আমিনুল ইসলাম রনি (৪৫), দোহারপাড়া গ্রামের মো. রাশেদ রানা (৪২) ও সুজানগর উপজেলার ভবানিপুর গ্রামের মো. আব্দুল মজিদ মন্ডল (৪৮)।
র্যাব-১২-এর মিডিয়া অফিসার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: মেহেরপুরে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ১
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল (রোববার) সকাল সাড়ে ১০টার দিকে ধোপাকান্দি এলাকার ন্যাশনাল ফুড ভিলেজ হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৭৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ নগদ ২০ হাজার ২২০ টাকা ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তার আসামিরা দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলা থেকে ইয়াবা সংগ্রহ করে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিলেন। তাদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
৯৫ দিন আগে