আপন অ্যাপ
শাবিপ্রবি ছাত্রদল নেতার উদ্ভাবিত ‘আপন অ্যাপ’-এ হাতের মুঠোয় স্বাস্থ্যসেবা
জরুরি মুহুর্তে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ‘আপন অ্যাপ’ নামে একটি ওয়েব অ্যাপ পরিষেবা উদ্ভাবন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান।
রবিবার (১৪ ডিসেম্বর) রাতে রাহাত জামান নিজেই এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, এই ওয়েব অ্যাপ ব্যবহার করে সহজেই রক্তদাতার খোঁজ, ডাক্তারের চেম্বার ও নিকটস্থ অ্যাম্বুলেন্স সেবা পাওয়া যাবে। পাশাপাশি রক্তদাতাদের উৎসাহিত করতে অ্যাপে আছে বিশেষ গ্যামিফিকেশন ব্যাজ। একইসঙ্গে রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকদের অ্যাপয়েন্টমেন্ট ফি ও রেটিং দেখে সহজেই প্রয়োজনীয় চিকিৎসক নির্বাচন করতে পারবেন বলে জানিয়েছেন তিনি।
অ্যাপটির ব্যবহার সম্পর্কে রাহাত জামান বলেন, ‘আপন অ্যাপ’ ব্যবহার করার জন্য আগে অ্যাপে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর ব্যবহারকারী যদি রক্তদাতা হন, তাহলে তিনি নিজের নাম ও ঠিকানা অ্যাপে যোগ করতে পারবেন। পাশাপাশি ব্যবহারকারী চাইলে তার এলাকার ভালো চিকিৎসকদের চেম্বারের তথ্যও ম্যাপে যুক্ত করতে পারবেন, যাতে অন্য ব্যবহারকারীরা সহজে সেসব চিকিৎসকদের খুঁজে পান।
গুগল সার্চ বারে গিয়ে Apon.help লিখলেই এই ওয়েব অ্যাপটি খুঁজে পাবে বলে জানান উদ্ভাবক।
তিনি আরও বলেন, জরুরি অবস্থায় এক মিনিটের অপেক্ষা মানে জীবনের ঝুঁকি। সেই কঠিন সময়ে রোগীর পাশে থাকার জন্য আমরা নিয়ে এসেছি একটি ম্যাপভিত্তিক স্বাস্থ্য পরিষেবা অ্যাপ। রোগীদের জন্য এটি হবে একটি ভালো প্ল্যাটফর্ম। আশা করি, মানুষ এই প্লাটফর্ম থেকে সুবিধা পাবে।
১ দিন আগে