উদীচীর কার্যালয়
রাজধানীতে উদীচীর কার্যালয়ে অগ্নিসংযোগ
রাজধানীর তোপখানা রোডে উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে বিএমএ ভবনের পাশে অবস্থিত উদীচীর এই কার্যালয়ে অগ্রিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের গণমাধ্যম শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাজাহান শিকদার প্রথম আলোকে বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভাতে কাজ করে। রাত সোয়া আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা খাতুন বলেন, আগুন লাগার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কমিটির সংগীত ও নৃত্য বিষয়ক সম্পাদক সুরাইয়া পারভীন অভিযোগ করে জানান, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে কার্যালয়ে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় প্রেস ক্লাবের বিপরীত পাশের গলির ভেতরে উদীচীর কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সেখানে বিপুল জনসমাগমের কারণে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।
এ ঘটনার ফলে যানজট সৃষ্টি হওয়ায় কদম ফোয়ারা মোড় থেকে পল্টনের দিকে এক পাশের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
৪ ঘণ্টা আগে