ভারতীয় ভিসা কেন্দ্র
চট্টগ্রামে ভারতীয় ভিসা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ
চট্টগ্রামের ভারতীয় সহকারী হাইকমিশন থেকে ভিসা কার্যক্রম অনির্দষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে শনিবার (২০ ডিসেম্বর) হাইকমিশনের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভ্যাক) ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
এতে বলা হয়, সম্প্রতি এএইচসিআই চট্টগ্রামে ঘটে যাওয়া নিরাপত্তাজনিত ঘটনার কারণে আইভ্যাক চট্টগ্রামে ভারতীয় ভিসা কার্যক্রম রবিবার (২১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।
পরিস্থিতি পর্যালোচনা করার পর ভিসা কেন্দ্র পুনরায় চালু করার বিষয়ে ঘোষণা দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর আগে, গত ১৮ ডিসেম্বর রাতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে নগরীর খুলশী থানার কাছে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ করে শতাধিক ছাত্রজনতা। এ সময় তারা ভারতীয় সহকারী হাইকমিশনের অফিস লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে ছাত্র-জনতার পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
সে সময় পুলিশ ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করে। এরপর থেকে সহকারী হাইকমিশনার কার্যালয়ের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।
৪ ঘণ্টা আগে