জিয়াউর রহমানের সমাধি
পিতার সমাধিতে শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যানের পথে তারেক রহমান
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার একদিন পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশানের বাসভবন থেকে জিয়া উদ্যানের দিকে রওনা হয়েছেন। সেখানে তিনি বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর ২টা ৫৪ মিনিটে কড়া নিরাপত্তার মধ্যে লাল-সবুজ রঙে সাজানো বাসে করে গুলশান অ্যাভিনিউয়ের বাসভবন থেকে যাত্রা শুরু করেন তারেক রহমান। গতকাল (বৃহস্পতিবার) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সংবর্ধনাস্থল, এভারকেয়ার হাসপাতাল ও পরে গুলশানের বাসভবনে যাওয়ার সময়ও তিনি একই বাস ব্যবহার করেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্যসহ জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে তারেক রহমান কবরে পুষ্পস্তবক অর্পণ করবেন।
প্রায় ১৯ বছর পর এই প্রথম তারেক রহমান তার পিতার কবরে শ্রদ্ধা জানাতে যাচ্ছেন। সর্বশেষ তিনি ২০০৬ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেখানে শ্রদ্ধা জানিয়েছিলেন।
তারেক রহমানের সফরকে ঘিরে শেরেবাংলা নগরের জিয়া উদ্যান ও সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
আগামীকাল তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার জন্য নির্বাচন কমিশনে যাবেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে শরিফ ওসমান হাদির কবরে যাবেন। তারপর তিনি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান-নিটোরে যাবেন। সেখানে ২০২৪ সালের জুলাই আন্দোলনে আহতদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।
গতকাল দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমান দেশে ফেরেন। তার সঙ্গে স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানও ছিলেন।
গতকাল সকাল ৯টা ৫৬ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমান বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ ফ্লাইটটি সিলেটে অবতরণ করে। সেখানে ঘণ্টাখানেক যাত্রাবিরতি দেওয়া হয়। এরপর সেটি ঢাকার উদ্দেশে বেলা ১১টা ৪ মিনিটে বিমানবন্দর ত্যাগ করে।
বেলা ১১টা ৪৩ মিনিটে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখান থেকে রাজধানীর ৩০০ ফিট এলাকায় জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে গণসংবর্ধনায় অংশ নেন তিনি।
৫ ঘণ্টা আগে