জিয়াউর রহমানের কবর
বাবার কবরে শ্রদ্ধা জানালেন অশ্রুসিক্ত তারেক রহমান
রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর দোয়া ও মোনাজাত করেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টা ৪৫ মিনিটে বাবার কবর জিয়ারত করেন তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, মহাসচিবসহ দলীয় নেতাদের নিয়ে তারেক রহমান শ্রদ্ধা নিবেদন করেন। পরে এককভাবে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমেদসহ দলটির জ্যেষ্ঠ নেতারা।
পূর্ব নির্ধারিত এই কর্মসূচি শেষে মুক্তিযুদ্ধের শহিদদের শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হয়েছেন তিনি।
এর আগে, দুপুর ২টা ৫৪ মিনিটে কড়া নিরাপত্তার মধ্যে লাল-সবুজ রঙে সাজানো বাসে করে গুলশান অ্যাভিনিউয়ের বাসভবন থেকে বাবার কবর জিয়ারতের উদ্দেশে জিয়া উদ্যানের দিকে যাত্রা শুরু করেন তারেক রহমান। গতকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সংবর্ধনাস্থল, এভারকেয়ার হাসপাতাল ও পরে গুলশানের বাসভবনে যাওয়ার সময়ও তিনি একই বাস ব্যবহার করেন।
সকাল থেকেই ঢাকার শেরে বাংলা নগরের জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জড়ো হয়েছেন। কারও হাতে দলীয় পতাকা, কেউ ব্যানার ও পোস্টার নিয়ে সেখানে উপস্থিত হয়েছেন।
৬ ঘণ্টা আগে