নৌযান চলাচল
১৫ ঘণ্টা পর দুই নৌরুটে ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশার কবলে পড়ে মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে শুক্রবার সন্ধ্যা থেকে টানা ১৫ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। ওই সময় মাঝনদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকে ছিল তিনটি ফেরি। তবে সকালে রোদের তেজ বাড়ার পর এই নৌপথগুলো দিয়ে ফের নৌযান চলাচল শুরু হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে নৌপথদুটি দিয়ে যান চলাচল শুরু হয়েছে। তবে সারা রাত আটকে থাকায় চারটি ঘাটে পারের অপেক্ষায় প্রহর গুনছে ৬ শতাধিক যানবাহন।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় মাঝ নদীতে আটকে পড়ে শাহ মখদুম, বরকত ও এনায়েতপুরী নামে তিনটি ফেরি।
৩ ঘণ্টা আগে