ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থা
খালেদা জিয়ার মৃত্যুতে স্থবির ক্রীড়াঙ্গন
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ফেডারেশন কাপ, নারী ফুটবল লীগ, বিপিএলসহ দেশের ক্রীড়াঙ্গনের সব ধরনের কর্মসূচি স্থগিত করেছে ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থাগুলো।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, খালেদা জিয়ার মৃত্যুতে দেশে শোক বিরাজ করছে। প্রয়াত দেশনেত্রীর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আজ নির্ধারিত সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্সের ম্যাচ বাতিল করা হয়েছে। এই ম্যাচগুলো পরবর্তীতে নতুন সূচিতে অনুষ্ঠিত হবে।
অপরদিকে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফে জানিয়েছে, জাতীয় শোকের অংশ হিসেবে এদিন ফেডারেশন কাপের দুটি ম্যাচই স্থগিত করা হয়েছে। এছাড়া নোয়াখালীতে অনুষ্ঠিত হতে যাওয়া অনূর্ধ্ব-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালও স্থগিত করা হয়েছে।
বাফুফে আরও জানায়, কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া নারীদের তিনটি লিগ ম্যাচ স্থগিত করা হয়েছে।
বাফুফের সহ-সভাপতি ফাহাদ রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, খালেদা জিয়াকে সম্মান প্রদর্শনের জন্য এদিনের সব ধরনের ক্রীড়া কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
তিনি আরও জানান, আগামীকাল খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় ওইদিন খেলা হবে কি না, তা এখনো নিশ্চিত নই।
খালেদা জিয়ার মৃত্যুতে বিসিবি, বাফুফে, ক্রিকেটারদের সংগঠন কোয়াবসহ অন্যান্য জাতীয় ক্রীড়া সংস্থাগুলোও শোকবার্তা প্রকাশ করেছে।
১১ ঘণ্টা আগে