ব্যতিক্রমী উদ্যোগ
খুলনায় ৫০ টাকায় গরুর মাংস, ৪০ টাকায় মুরগির মাংস!
‘বাজারে এক কেজি ছাড়া গরুর মাংস বিক্রি করে না। আর এক কেজি কেনার তৌফিক আমাগে নেই। এক কেজি মাংসের দাম ৭০০ টাকার বেশি। যে কারণে আমাগে মতো মানুষের ভাগ্যে মাংস জোটে না। তবে জব্বার স্টোরে মধ্য ও নিম্নবিত্তের প্রয়োজন অনুযায়ী অল্প টাকায় বাজার করা যায়। সর্বনিম্ন ৫০ টাকায় গরুর মাংস কেনা যায় এবং সর্বনিম্ন ৪০ টাকায় মুরগির গোশত পাওয়া যায়। তাই শুক্রবার (৩ ফেব্রুয়ারি) এখানে আসছি মাংস কেনার জন্য’- কথাগুলো বলছিলেন, খুলনার লবণচরার অটোস্ট্যান্ড সংলগ্ন মেসার্স জব্বারের মোড়ের মেসার্স জব্বার স্টোরের ক্রেতা লিমা বেগম।
তিনি আরও বলেন, বাজারে সব জিনিসের দাম আগুন। চাল-ডাল-তেল কিনতেই হিমশিম খাচ্ছি। তখন গরুর মাংস কেনার কথা কল্পনাও করা যায় না। কিন্তু আমাগে কথা মাথায় রেখে এ দোকানে এমন ব্যবস্থা করায় আমরা খুবই খুশি।
মেসার্স জব্বার স্টোরের মালিক ইমন হাসান মোস্তফা বলেন, দোকানটি আমার বাবার। এখন আমি পরিচালনা করি। এখানে ৫০, ১০০, ২০০ টাকায় ছোট প্যাকেটে গরুর মাংস পাওয়া যায়। এছাড়া সর্বনিম্ন ৪০ টাকায় মুরগির মাংস পাওয়া যায়। যাতে সাধ্য অনুযায়ী ক্রেতারা কিনতে পারেন। আমার কাছে কোনো ক্রেতা এসে যেন ফিরে না যায়, সেজন্য মাছ, মাংস, সবজি, মসলাসহ সব ধরণের পণ্য রেখেছি।
কেন এমন ব্যতিক্রমী উদ্যোগ নিলেন জানতে চাইলে ইমন বলেন, ‘শুধু ব্যবসা নয়, মানুষের সেবা করার জন্য কাজ করছি। বর্তমান বাজারের যে অবস্থা তাতে মানুষের সুবিধার জন্য এ উদ্যোগ নিয়েছি। এক কেজি গরুর মাংসের যে দাম, তা অনেকেই কিনতে পারেন না। আবার মুরগি কিংবা মাছ একটির যা ওজন হয় তাও অনেকে কিনতে পারেন না। তাদের সুবিধার জন্য আমি ছোট ছোট প্যাকে যার যতটুকু প্রয়োজন, ততটুকু কেনার ব্যবস্থা করেছি। এছাড়া সামনে ইলিশ ও খাসির মাংস আনার চেষ্টা করব।’
তিনি আরও বলেন, ‘আমার দোকানে পাঁচ টাকায় অনেক জিনিস পাওয়া যায়। গরম মসলা, লবণ, শুকনা মরিচ, চিনি, হলুদের গুঁড়া, ডাল, তেল, জিরা ও ধনিয়ার গুঁড়া পাঁচ টাকায় পাওয়া যায়। গরিব মানুষের সুবিধার জন্য এ ব্যবস্থা।’
ইমন বলেন, ‘যার যেমন লাগে সে তেমন কেনেন। আমার দোকানে এ ব্যবস্থা নতুন। সামনে পাঁচ টাকায় আরও জিনিসপত্র পাওয়া যাবে।’
আরও পড়ুন: এক টাকার রেস্টুরেন্ট!
১ বছর আগে
ভোলায় তরমুজ চাষিদের লোকসান পুষিয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ
করোনাভাইরাসের প্রভাবে ভোলার দৌলতখানে ক্ষতিগ্রস্ত চাষিদের লোকসান পুষিয়ে নিতে তাদের কাছ থেকে তরমুজ ক্রয় করে কর্মহীন দরিদ্রদের মাঝে বিতরণ করা হচ্ছে।
৪ বছর আগে
করোনা প্রতিরোধে কুমিল্লায় পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে কুমিল্লায় গানে গানে সচেতনতা বৃদ্ধিতে প্রচারণা চালিয়েছে পুলিশ।
৪ বছর আগে
সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে চুয়াডাঙ্গা ও ঝালকাঠিতে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সাদা রঙের প্রলেপ অঙ্কন করে ব্যতিক্রমী উদ্যোগ নেয়া হয়েছে।
৪ বছর আগে
মুজিববর্ষে রাঙ্গাবালী ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ
মুজিববর্ষ উপলক্ষে পথে থাকা মানসিক ভারসাম্যহীদের নিজ অর্থায়নে পোশাক কিনে দিয়েছেন পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশফাকুর রহমান।
৪ বছর আগে
ক্লান্ত কৃষকের জন্য মাঠে দৃষ্টিনন্দন বিশ্রামাগার!
ফসলের মাঠে দৃষ্টিনন্দন একটি বিশ্রামাগার। ক্লান্ত কৃষকরা কাজের ফাঁকে একটু বিশ্রাম নিচ্ছেন। একটু দূরে যাদের বাড়ি তারা দুপুরের খাবার এই বিশ্রামাগারেই খেতে পারছেন। এখানেই টিউবওয়েলের পানি পান করে তৃষ্ণা মেটাতে পারছেন কৃষক-কৃষাণীরা। এমনই এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে কৃষকসহ সকলের মাঝে ব্যাপক প্রশংসিত হচ্ছেন চাঁদপুর কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির।
৪ বছর আগে
হবিগঞ্জে পতাকা উৎসব উদযাপনের ব্যতিক্রমী উদ্যোগ
হবিগঞ্জ, ২৯ আগস্ট (ইউএনবি)- শিক্ষার্থীদের মনে জাতীয় পতাকার সম্মানবোধ জাগ্রত করার লক্ষ্যে হবিগঞ্জে ব্যতিক্রমী পতাকা উৎসব উদযাপনের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।
৫ বছর আগে