অজ্ঞাত
কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
কুষ্টিয়া সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বটতৈল ইউনিয়নের কবুরহাট দোস্তপাড়ায় খুলনা থেকে রাজবাড়ীগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে।
তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি।
পুলিশ জানায়, নিহত ওই ব্যক্তির লাশটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি কবুরহাট দোস্তপাড়া এলাকায় প্রবেশের সময় ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: রেললাইনে বসে ভিডিও গেম: ট্রেনে কাটা পড়ে নিহত ১, আহত ২
পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের পরিদর্শক (এসআই) নার্গিস জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এছাড়াও তিনি জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত ব্যক্তির নাম ও পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: মোবাইলে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু
হরিনাকুণ্ডুতে বাগান থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
ঝিনাইদহের হরিনাকুণ্ডুতে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কাপাশাটিয়া ইউনিয়নের ভালকী গ্রামের পুকুর পাড়া থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত জসিম উদ্দিন (৩৫)ওই গ্রামের নবীছদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে জসিমের লাশ তার নিজ বাড়ির পিছনে মেহগুনি বাগানে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়
এ ঘটনায় হরিনাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহত জসিম উদ্দিনের গলায় দড়ি পেঁচানোর দাগ পাওয়া গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় নেয়া হবে বলেও জানান ওসি।
আরও পড়ুন: বান্দরবানে আটকে থাকা লিফট থেকে কিশোরীর লাশ উদ্ধার
নড়াইলে মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার
নেত্রকোণায় ঠিকানা বিহীন গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার!
মেঘনা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
চাঁদপুরের হাইমচরে মেঘনা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে উপজেলার কাটাখালী লঞ্চঘাট সংলগ্ন এলাকার মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার চাঁদপুর কোস্টগার্ড।
অজ্ঞাত মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৪০ বছর।
কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, অনুমানিক সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন চাঁদপুরের অধীনস্থ আউটপোস্ট হাইমচর কাটাখালী লঞ্চঘাট সংলগ্ন এলাকায় মেঘনা নদীতে উদ্ধার অভিযান চালিয়ে অজ্ঞাত একজনের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
উদ্ধার করা মৃতব্যক্তির পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
তিনি আরও বলেন,পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য অজ্ঞাত ব্যক্তির লাশ নীলকমল নৌপুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: সিত্রাংয়ের প্রভাবে সাগরে ড্রেজারডুবি: ৮ শ্রমিকের লাশ উদ্ধার
নিখোঁজের ৭ দিন পর ভ্যানচালকের অর্ধগলিত লাশ উদ্ধার
রাজশাহীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
রাজশাহীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
রাজশাহীর পুঠিয়া উপজেলায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার শ্রীরামপুর এলাকার বিলের বেড়িবাঁধের নিচ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
আরও পড়ুন: প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নিখোঁজ ২ শিক্ষার্থীর লাশ উদ্ধার
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, লাশটি বেড়িবাঁধের নিচে বিলের পানিতে ছিল। পানি থেকে তুলে ডাঙ্গায় নেয়া হয়েছে। আলামত সংগ্রহের জন্য সিআইডি ঘটনাস্থলে পৌঁছেছে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, গত রাতেই কেউ তাকে হত্যা করে লাশ ওই বিলের ধারে ফেলে রেখে গেছে। নিহত যুবকের পরিচয় মেলেনি। তবে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
আরও পড়ুন: ব্রহ্মপুত্র নদ থেকে ভিক্ষুকের লাশ উদ্ধার
যুবকের মস্তকবিহীন লাশ উদ্ধার
ভোলার মেঘনায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
ভোলার মেঘনা নদী থেকে বস্তাবন্দি অর্ধগলিত অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে খবর পেয়ে সদর উপজেলা ইলিশা ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করে ইলিশা নৌ-থানা পুলিশ।
অজ্ঞাত ওই ব্যক্তির আনুমানিক বয়স ৩৫-৪০ বছর।
ইলিশা নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বুধবার জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে ৯৯৯ নম্বরে কল পেয়ে ইলিশা ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে বস্তাবন্দি অর্ধগলিত ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। লাশের শরীরে বেশিরভাগ অংশ পচে গেছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর বস্তাবন্দি করে নদীতে ফেলে দেয়া হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
আরও পড়ুন: ভোলার মেঘনায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
মালয়েশিয়ায় পাঠানো কনটেইনার থেকে লাশ উদ্ধার: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ
লক্ষ্মীপুরে তালাবদ্ধ ঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার
কুশিয়ারা নদী থেকে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার
সিলেটের বালাগঞ্জে কুশিয়ারা নদী থেকে অজ্ঞাত এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বালাগঞ্জ বাজার সংলগ্ন সাজ্জাদ আবাসিক এলাকার কুশিয়ারা নদী থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
অজ্ঞাত লাশটি একটি মেয়ে শিশুর। এখনও তার নাম-পরিচয় জানা যায়নি। তবে আনুমানিক তার বয়স আড়াই থেকে তিন বছর।
বালাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জহুর লাল বলেন,খবর পেয়ে আমরা শিশুর লাশটি উদ্ধার করেছি। এখনো লাশটির কোন পরিচয় শনাক্ত করা যায়নি।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে আনুমানিক আড়াই থেকে তিন বছরের মেয়ে শিশুটির লাশটি নদীতে ভেসে এসে বালাগঞ্জ বাজার সংলগ্ন সাজ্জাদ আবাসিক এলাকায় আটকে যায়।
শিশুর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে বলে জানান তিনি।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
মাগুরায় শিশুর লাশ উদ্ধার
আড়িয়াল খাঁ নদে গোসলে নেমে ৩ শিশুর মৃত্যু
পতেঙ্গায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
চট্টগ্রামের পতেঙ্গা থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরের দিকে পতেঙ্গা সমুদ্র উপকূলের বেড়িবাঁধ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাহেদ মো. নাজমুন নূর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সড়কের পাশ থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার
তিনি জানান, রবিবার দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পতেঙ্গা থানার খেজুরতলা সমুদ্র উপকূলের বেড়িবাঁধ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এছাড়া নিহতের শরীরের পেছনের দিকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার বয়স আনুমানিক (৪০)।
তিনি বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে তাকে খুন করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: দিনাজপুরে বাড়ির উঠান থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
সীমান্ত টহল: টেক্সাসের রিও গ্র্যান্ডে ৮ অভিবাসীর লাশ উদ্ধার
সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪৫) এক নারী নিহত হয়েছেন। শনিবার সকাল সড়ে ৯টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: রাজধানীতে ট্রেনে কাটা পড়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএমের মৃত্যু
রেল পুলিশ (জিআরপি) জানায়, ঢাকা থেকে আপ লাইন দিয়ে ছেড়ে আসা একটি ট্রেন উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের রেলস্টেশন অতিক্রামকালে অজ্ঞাত এক নারী রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থালে নিহত হয়।
খবর পেয়ে ফৌজদারহাট জিআরপি পুলিশ ঘটনাস্থালে গিয়ে লাশটি উদ্ধার করেছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু
ফৌজদার হাট জিআরপি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সোহরাব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞাত এক নারী রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে নিহত হন।
এছাড়া লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে নিহত ১
সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু
সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার ঢাকা-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার তাজুরপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
পুলিশ ধারণা করছে, নিহতের বয়স আনুমানিক ৬০ বছর। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার সকাল ১০টার দিকে কামারখন্দ উপজেলার তাজুরপাড়ার চরতার ব্রিজের কাছে রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে নিহত ১
রাজধানীতে ট্রেনে কাটা পড়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএমের মৃত্যু
লক্ষ্মীপুরে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার
লক্ষ্মীপুরের রামগতিতে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে জোয়ারের পানিতে নদীতে লাশটি ভেসে আসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।
পুলিশ জানায়, রবিবার দুপুরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের জনতা বাজার এলাকা মেঘনা নদী থেকে মৃতদেহটি ভাসমান অবস্থায় অবস্থায় উদ্ধার করে। প্রথমে রামগতি থানায় ও পরে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
নিহতের মৃতদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতালে রাখা আছে। তবে এখনও পর্যন্ত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানা যায়।
আরও পড়ুন: কানাইঘাটে তুচ্ছ ঘটনার জেরে বৃদ্ধ খুন
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, মেঘনা নদীর রামগতি আলেকজান্ডার ইউনিয়নের জনতা বাজার এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরনে জিন্স প্যান্ট ও টি-শার্ট রয়েছে। তার প্যান্টের পকেটে একটি রেডমি অ্যান্ড্রোয়েড মোবাইল সেট পাওয়া গেছে। আনুমানিক ৩০ বছর বয়ষী হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: গুলিতে নিহত দুই যুবকের লাশ ৪ দিনেও ফেরত দেয়নি বিএসএফ