জিয়া পরিষদ
নাটোরে জিয়া পরিষদ সদস্যকে হত্যা, সন্দেভাজনের বাড়িতে অগ্নিসংযোগে এক বৃদ্ধা নিহত
নাটোরের সিংড়ায় জিয়া পরিষদ সদস্য ও কলেজ শিক্ষক রেজাউল করিমকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একই এলাকার এক ব্যক্তির বাড়িতে অগ্নিসংযোগ করে ক্ষুব্ধ জনতা। অগ্নিকাণ্ডে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) রাত ১১টার পরে উপজেলার কলম ইউনিয়নের কুমারপাড়া এলাকার এ ঘটনা ঘটে।
রেজাউল করিম উপজেলার বিল হালতি ত্রিমোহনী কলেজের সহকারি অধ্যাপক এবং উপজেলা জিয়া পরিষদের সদস্য ছিলেন।
রেজাউলের পরিবার জানায়, রাতে মোটরসাইকেলে একদল ব্যক্তি বাড়ির সামনে গিয়ে রেজাউলকে ডাক দেয়। বাড়ি থেকে বের হতেই তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে হত্যা করে তারা চলে যায়।
স্থানীয়রা জানান, এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একই এলাকার আব্দুল ওহাব নামে এক ব্যক্তির বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এতে ঘরের ভেতরে আগুনে পুড়ে আব্দুল ওহাবের বৃদ্ধা মা সাবিহা নিহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পুড়ে যাওয়া ঘর থেকে মরহেদ উদ্ধার করে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুর নূর বলেন, দুই মৃত্যুর ঘটনারই রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। দুজনের মরদেহের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
৩ ঘণ্টা আগে