আরনোল্ডো আন্দ্রে টিনোকো
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বাংলাদেশের প্রার্থিতায় কোস্টারিকার সমর্থন
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদে বাংলাদেশের প্রার্থিতার প্রতি সমর্থন জানিয়েছে কোস্টারিকা। একইসঙ্গে দুই দেশ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের আগ্রহ প্রকাশ করেছে।
মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আরনোল্ডো আন্দ্রে টিনোকো এই সমর্থনের কথা জানান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী কোস্টারিকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই বৈঠকের তথ্য জানান।
আলোচনায় দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিভিন্ন বিষয় উঠে আসে। এর মধ্যে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতির বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়।
রাষ্ট্রদূত মুশফিক জানান, দুই দেশ বাণিজ্য সহযোগিতা জোরদারের উপায় নিয়েও আলোচনা করেছে, বিশেষ করে বাংলাদেশ থেকে কোস্টারিকায় পাট, বস্ত্র ও ওষুধজাত পণ্য আমদানিসহ বাণিজ্য সহযোগিতা জোরদার, বাংলাদেশ থেকে জনশক্তি নিয়োগ এবং আন্তর্জাতিক অঙ্গনে আরও ঘনিষ্ঠ সহযোগিতা বিশেষভাবে গুরুত্ব পায়।
তিনি বলেন, নিরাপত্তা পরিষদে বাংলাদেশের প্রার্থিতার পাশাপাশি ভবিষ্যৎ জাতিসংঘ নেতৃত্ব নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়েছে। বর্তমানে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থার (আঙ্কটাড) মহাসচিব রেবেকা গ্রিনস্প্যান-এর সম্ভাব্য প্রার্থিতা নিয়ে বাংলাদেশের সমর্থন চেয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।
২ ঘণ্টা আগে