অধিনায়ক
অধিনায়কত্ব ছাড়লেন উইলিয়ামসন
টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ার পর এবার নিউজিল্যান্ডের অধিনায়কত্ব ছেড়ে দিলেন কেইন উইলিয়ামসন। শুধু তাই নয়, ২০২৪-২৫ মৌসুমের নতুন কেন্দ্রীয় চুক্তি থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।
বুধাবার (১৯ জুন) তিনি এ ঘোষণা দেন।
বিদেশি লিগ খেলতেই মূলত তিনি জাতীয় দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তিনি জানিয়েছেন, আগামী গ্রীষ্মে বিদেশি লিগে খেলার সুযোগ খুঁজছেন তিনি। তাই জাতীয় দলের সঙ্গে চুক্তি করতে চান না। তবে কিউইদের জার্সিতে খেলতে তিনি সবসময় প্রস্তুত বলেও জানিয়েছেন।
‘বিভিন্ন ফরম্যাটে আমি দলকে এগিয়ে নিতে উৎসাহী এবং এমন কিছুতে আমি সবসময় অবদান রাখতে চাই। তবে, গ্রীষ্মে একটি বিদেশি লিগে খেলার সুযোগ রয়েছে আমার। সেকারণে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব গ্রহণ করতে পারছি না।’
আরও পড়ুন: বিশ্বকাপে আর দেখা যাবে না বোল্টকে!
তিনি বলেন, ‘নিউজিল্যান্ডের হয়ে খেলা আমার কাছে সবসময়ই মূল্যবান। দলকে প্রতিদান দেওয়ার ইচ্ছা আমার সবসময় আছে। তবে, ক্রিকেটের বাইরে আমার জীবনে পরিবর্তন এসেছে। এখন পরিবারকে সময় দিতে চাই। এর জন্য পরিবারের সঙ্গে দেশ-বিদেশে সময় কাটানো আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ।’
কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও দলের প্রয়োজনে বিভিন্ন টুর্নামেন্টে তাকে ডাকা হবে বলে জানিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী কর্মকর্তা স্কট ওয়েনিঙ্ক।
তিনি বলেছেন, ‘কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের সবসময় (একাদশ নির্বাচনে) অগ্রাধিকার দেওয়া হলেও উইলিয়ামসন এক্ষেত্রে ব্যতিক্রম। বিশেষ করে সর্বকালের সর্বশ্রেষ্ঠের জন্য আমরা এটুকু ব্যতিক্রম হতেই পারি। সে নিজেও দলের প্রতি অনুগত।’
তিনি বলেন, ‘আন্তর্জাতিক টুর্নামেন্টে যাতে সে নিজের দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে দলকে সহযোগিতা করতে পারে, সে কারণে তাকে শুধু বর্তমানেই নয়, আগামীতেও এই ধরনের সুবিধা দেওয়া হবে।’
‘জানুয়ারি পর্যন্ত আমাদের সূচি একেবারেই খালি। তবে এর পরও তাকে দলে পাবো বলে আশা করছি।’
উইলিয়ামসনের অধিনায়কত্বে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হয়েছে ব্ল্যাকক্যাপসদের।
আরও পড়ুন: আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন তানজিম
২০২২ সালে টেস্টের অধিনায়কত্ব ছাড়ার পর সীমিত ওভারের ক্রিকেটে দলের নেতৃত্ব দিয়ে আসছিলেন উইলিয়ামসন। তার নেতৃত্বে ২০১৯ বিশ্বকাপের ফাইনালে দুঃখজনকভাবে ইংল্যান্ডের কাছে হারে নিউজিল্যান্ড। এরপর ২০২১ সালের টি-টোয়েন্টে বিশ্বকাপের ফাইনালে উঠেও অস্ট্রেলিয়ার বিপক্ষে হারে তার দল। তবে ২০২১ সালের ফাইনালে ভারতের বিপক্ষে জিতে প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপ ঘরে তোলে নিউজিল্যান্ড।
উইলিয়ামসনের আগে টি-টোয়েন্টি ফরম্যাট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন পেসার ট্রেন্ট বোল্ট। এছাড়া লকি ফার্গুসনও কেন্দ্রীয় চুক্তিতে সই করতে নারাজ। এমন পরিস্থিতিতে নতুন অধিনায়ক নির্বাচন করতে হবে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে। আগামী মাসে নতুন চুক্তিবদ্ধ খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা ঘোষণা করতে পারে তারা।
৬ মাস আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের অধিনায়ক শান্ত
চলতি মাসের শেষের দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস শনিবার (১৮ নভেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিসিবি মিডিয়া লাউঞ্জে এক প্রেস ব্রিফিংয়ে জালাল বলেন, নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে দলকে নেতৃত্ব দেবেন শান্ত।
বিশ্বকাপে বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান চোটে পড়লে শান্ত দুই ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন।
আরও পড়ুন: বাংলাদেশের হোম সিরিজের পাশাপাশি টি-স্পোর্টসে দেখা যাবে বিপিএল
আঙুলের চোটের কারণে বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচে অনুপস্থিত সাকিব আসন্ন টেস্ট সিরিজেও থাকবেন না।
ওপেনার লিটন দাসকেও এক মাসের ছুটি দেওয়া হয়েছে। সম্প্রতি তিনি একটি শিশুকন্যার বাবা হয়েছেন।
জালাল বলেন, ‘লিটন দুই মাসের জন্য ছুটি চেয়েছিল, আমরা এক মাস মঞ্জুর করেছি।’
অন্যদিকে, বাংলাদেশের পেস বোলিং কোচের পদ থেকে পদত্যাগ করেছেন অ্যালান ডোনাল্ড।
শিগগিরই নতুন পেস বোলিং কোচ নিয়োগ দেবে বিসিবি।
আরও পড়ুন: বিসিবিকে বিদায় জানালেন বাংলাদেশ দলের পারফরম্যান্স বিশ্লেষক শ্রীনিবাস
বাংলাদেশ ক্রিকেটকে বিদায় জানালেন অ্যালান ডোনাল্ড
১ বছর আগে
জ্যোতি পাচ্ছেন শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২২
শেরপুরের মেয়ে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি পাচ্ছেন শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২২।
রবিবার, ১১ সেপ্টেম্বর সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নির্বাচিতদের হাতে এ পুরষ্কার তুলে দেয়া হবে।
ক্রীড়া ক্যাটাগরিতে জ্যোতিকে নির্বাচিত করা হয়েছে।
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার সর্বোচ্চ চেষ্টা করবো: জ্যোতি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থেকে এ অ্যাওয়ার্ড দিবেন। পুরস্কারপ্রাপ্ত ১১ জনের প্রত্যেককে এক লাখ টাকা এবং সম্মমনা স্মারক দেয়া হবে।
বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সামাজিক বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য এবার পাঁচটি ক্যাটাগরিতে সারাদেশে ১১ জনকে এ অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত করেছে।
জ্যোতি বর্তমানে আইসিসি নারী বিশ্বকাপ ক্রিকেটর বাছাইপর্বের খেলায় অংশগ্রহণের জন্য দলের সঙ্গে দুবাই অবস্থান করছেন। তার পক্ষে বাবা মো. সিরাজুল হক পুরষ্কার গ্রহণ করবেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
শেরপুর শহরের রাজবল্লভপুর মহল্লার বাসিন্দা ক্রিকেটার নিগার সুলতানা জ্যোতি’র বাবা মো. সিরাজুল হক এবং সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হামিদুর রহমান জ্যোতির শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২২ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
তারা জানান, ৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে জ্যোতির অ্যাওয়ার্ড পাওয়া সংক্রান্ত পত্রটি তার পরিবার হাতে পেয়েছেন। জ্যোতি আইসিসি নারী বিশ্বকাপ ক্রিকেটের বাছাইপর্বের খেলায় অংশগ্রহণের জন্য দলের সঙ্গে দুবাই অবস্থান করায় তার পক্ষে বাবা মো. সিরাজুল হক পুরষ্কার গ্রহণ করবেন।
আরও পড়ুন: শচীন টেন্ডুলকারের এক শব্দের টুইট ‘ক্রিকেট’
জ্যোতির শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২২ পাওয়ায় শেরপুরের ক্রীড়াঙ্গনসহ সর্বস্তরে বইছে আনন্দের ঢেউ।
জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত যুব ও ক্রীড়া মন্ত্রণায়কে ধন্যবাদ জানিয়ে জ্যোতিকে অভিনন্দন জানিয়েছেন। একইসঙ্গে তিনি শেরপুরবাসীর কাছে জ্যোতির উত্তোরত্তর সাফল্য কামনা করে দোয়া চেয়েছেন।
নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ জ্যোতিকে অভিনন্দন জানিয়ে বলেন, সে আমাদের স্টার। দেশের গর্ব। আমি আশাবাদী জ্যোতির নেতৃত্বে এবার বাংলাদেশ নারী ক্রিকেট দল আইসিসি বিশ্বকাপের চুড়ান্ত পর্বে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে নতুন ইতিহাস গড়বে।
শেরপুরের মেয়ে নিগার সুলতানা জ্যোতি বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের একজন নিয়মিত সদস্য। দলে তিনি মূলত: উইকেট-কিপারের দায়িত্ব পালন করে থাকেন। পাশাপাশি ডানহাতি ব্যাটসম্যান হিসেবেও দলে ভূমিকা রাখছেন।
২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে করাচীতে টি-২০ এবং একই দলের বিপক্ষে ৬ অক্টোবর ওয়ানডে অভিষেক ঘটে। উইকেট কিপিং, ব্যাটিংয়ের পাশাপাশি বর্তমানে তিনি জাতীয় নারী ক্রিকেট দলের অদিনায়কত্বের দায়িত্বও পালন করছেন।
নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করার অন্যতম কারিগর এই উইকেট রক্ষক-ব্যাটসম্যান নিগার সুলতানা জ্যোতির জন্ম ১৯৯৭ সালের ১ আগস্ট।
জ্যোতি প্রথম শ্রেণিতে শেরপুরের অধুনালুপ্ত জে আর পাবলিক স্কুলে ভর্তি হয়। পরের বছর চলে যান নবারুণ পাবলিক স্কুলে। ৬ষ্ঠ শ্রেণিতে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়ে এসএসসি পাশ করে। পরে শেরপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করে রাজধানীর উত্তরা বিশ্ববিদ্যালয়ে ইংরেজী বিষয়ে সম্মান প্রথম বর্ষে পড়ালেখা করছেন।
খেলাধুলা, লেখাপড়ার পাশপাশি অবসর সময়ে শেরপুর আইডিয়াল ক্রিকেট একাডেমিতে উঠতি ক্রিকেটারদের প্রশিক্ষণ প্রদান ও দরিদ্র খেলোয়াড়দের উপকরণ সহায়তা দিয়ে থাকেন।
যুব উন্নয়ন, নারীর ক্ষমতায় ও সামাজিক বিভিন্ন কর্মকান্ডেও তিনি ভুমিকা রাখছেন।
আরও পড়ুন: আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা মুশফিকের
২ বছর আগে
জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজের অধিনায়ক সোহান
আসন্ন জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করবেন ডানহাতি উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান।
শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তা জানিয়েছেন, জিম্বাবুয়ে সফরে দলকে নেতৃত্ব দেবেন তিনি।
এই সিদ্ধান্তের আগে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ ও জাতীয় দলের নির্বাচক প্যানেলের সদস্যদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।
২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে টি-টোয়েন্টি ফরম্যাটে দলকে নেতৃত্ব দিয়েছেন রিয়াদ।
দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ ঘরোয়া ক্রিকেট ইভেন্ট ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা রয়েছে সোহানের।
অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের পরিবর্তে সোহানকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সফরসহ বেশ কয়েকটি সিরিজে মাহমুদউল্লাহর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। এছাড়া ব্যাট হাতেও সাম্প্রতিককালে ব্যর্থ ছিলেন তিনি।
সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক ছিলেন মাহমুদউল্লাহ। তিনি ৪৩টি টি-টোয়েন্টিতে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন, যার মধ্যে ২৬টি পরাজয়ের বিপরীতে জয় ১৬টিতে।
বিসিবি জানিয়েছে, মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিমকে এই সিরিজের দলে রাখা হয়নি। তাদেরকে বিশ্রাম দিয়ে নতুনদের সুযোগ দেয়ার কথা জানিয়েছে ক্রিকেট বোর্ড। এছাড়া আসন্ন এ সিরিজের জন্য আগেই ছুটি নিয়েছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান।
৩০ জুলাই দু’দলের মধ্যে প্রথম টি-টোয়েন্টি দিয়ে সিরিজ শুরু হবে এবং শেষ দুটি টি-টোয়েন্টি যথাক্রমে ৩১ জুলাই এবং ২ আগস্ট অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি সিরিজের পরে উভয় দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে।
এদিকে মুশফিক ও হাসান মাহমুদকে নিয়ে ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ। ব্যক্তিগত কারণে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ছিলেন না মুশফিক। ডানহাতি পেসার হাসান মাহমুদ ইনজুরি কাটিয়ে দলে ফিরলেন।
বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড
নুরুল হাসান সোহান (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, লিটন দাস, আফিফ হোসেন, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, ও পারভেজ হোসেন ইমন।
ওয়ানডে স্কোয়াড
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন এবং তাইজুল ইসলাম।
পড়ুন: দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন শাহীন আফ্রিদি
শ্রীলঙ্কায় নয়, এশিয়া কাপ হবে সংযুক্ত আরব আমিরাতে
২ বছর আগে
'সেক্সটিং' কেলেংকারি: অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়কের পদত্যাগ
অস্ট্রেলিয়ার ক্রিকেটের সবচেয়ে বড় ও বিব্রতকর আন্তর্জাতিক কেলেঙ্কারির পর দেশটির টেস্ট ক্রিকেট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন টিম পেইন।
চার বছর আগে একজন মহিলা সহকর্মীকে সেক্সটেক্সট পাঠানোর জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তের পর শুক্রবার টেস্ট অধিনায়কের পদ ছেড়ে দেন পেইন।
নিউজ কর্পোরেশনের প্রতিবেদনে সেক্সটিং কেলেঙ্কারির কেন্দ্রবিন্দুতে ছিলেন অভিজ্ঞ এই উইকেটরক্ষক। ৩৬ বছর বয়সী পেইন শুক্রবার অ্যাডিলেডে মিডিয়ার সামনে উপস্থিত হয়ে ঘোষণা করেছেন যে তিনি অধিনায়কত্ব থেকে পদত্যাগ করছেন কিন্তু টেস্ট স্কোয়াডের সদস্য থাকতে চান।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়
৮ ডিসেম্বর ব্রিসবেনে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের অ্যাশেজ সিরিজ শুরু হওয়ার তিন সপ্তাহেরও কম সময় আগে এই ঘোষণা আসে।
পেইন বলেছেন,এটি একটি কঠিন সিদ্ধান্ত, তবে আমার, আমার পরিবার ও ক্রিকেটের জন্য সঠিক সিদ্ধান্ত।এসময় নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে নিয়েছেন পেইন।
ক্রিকেট অস্ট্রেলিয়ার বিবৃতিতে বলা হয়েছে যে তাদের বোর্ড পেইনের পদত্যাগপত্র গ্রহণ করেছে এবং নতুন টেস্ট অধিনায়ক নিয়োগের চেষ্টা করছে।
আরও পড়ুন: লাইভ স্ট্রিমিং: বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ২০২১
৩ বছর আগে
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে বুধবার টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
ক্যান্ডির পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে টস নামক ভাগ্য পরীক্ষায় জয়লাভ করেন বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হক।
আরও পড়ুন: নিজেকে প্রমাণ করতে চান সাইফ হাসান
এই সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। বাংলাদেশ এখন পর্যন্ত ৫টি ম্যাচে অংশ নিয়েছে। একটি ম্যাচেও জয়ের দেখা পায়নি। শ্রীলঙ্কা ১০ ম্যাচে একটিতে জিতেছে। শ্রীলঙ্কায় বাংলাদেশ এ পর্যন্ত ১২টি ম্যাচ খেলেছে। জিতেছে একটিতে।
আরও পড়ুন: বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ: টাইগারদের টেস্ট স্কোয়াড বিশ্লেষণ
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ, এবাদত হোসেন।
আরও পড়ুন: সাকিব মুস্তাফিজ ছাড়াও শ্রীলঙ্কায় জিততে পারি: মুমিনুল
শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে, লাহিরু থিরিমান্নে, ওশাদা ফার্নান্ডো, পাথুম নিশাঙ্কা, এনজেলো ম্যাথিউজ, ধনাঞ্জায়া ডি সিলভা, নিরোসান ডিকওয়েলা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, সুরাঙ্গা লাকমাল, লাহিরু কুমারা, ভিশা ফার্নান্ডো।
৩ বছর আগে
বঙ্গবন্ধু টি-২০ কাপে খুলনার হয়ে খেলবেন মাশরাফি
দীর্ঘ নয়মাস পর ক্রিকেটে ফিরতে চলেছেন মাশরাফি বিন মুর্তজা। চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনার হয়ে খেলবেন দেশের সফলতম অধিনায়ক।
৪ বছর আগে
‘মাশরাফি ভাই’ হয়ে সারাটা জীবন থাকবেন: সাকিব
আইসিসির নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন ধরে ক্রিকেটের বাইরে আছেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। গণমাধ্যমের সামনেও আসেন না তিনি।
৪ বছর আগে
দলপতি মাশরাফির শেষ ম্যাচে একাদশে রাখা হলো না মুশফিককে
অধিনায়ক মাশরাফির নেতৃত্বে শেষ ম্যাচ খেলতে শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। তবে তার অধিনায়কত্বে শেষ ম্যাচ খেলার সৌভাগ্য হয়নি ফর্মের তুঙ্গে থাকা সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের।
৪ বছর আগে
অধিনায়ক মাশরাফির শেষ ম্যাচ শুক্রবার
বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে দলপতি হিসেবে শুক্রবার শেষবারের মতো মাঠে দেখা যাবে নড়াইল এক্সপ্রেসখ্যাত পেসার মাশরাফি বিন মুর্তজাকে।
৪ বছর আগে