দুর্ঘটনায়
চাঁদপুরে পৃথক দুর্ঘটনায় দুই শিশু নিহত
চাঁদপুরের হাজীগঞ্জে দুটি পৃথক দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়েছে। তাদের মধ্যে একজন গলায় সিদ্ধ ডিম আটকে এবং অন্যজন পুকুরের পানিতে ডুবে মারা গেছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে হাজীগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের বেপারি বাড়ির মোহাম্মদ উল্লার মেয়ে মেহেজাবিনকে (২) তার মা পরোটার সঙ্গে সিদ্ধ ডিম খাওয়াতে গেলে হঠাৎ তার গলায় ডিম আটকে যায়। এ সময় শিশুটি শ্বাস নিতে না পেরে হাঁসফাঁস করতে থাকে। অবস্থা বেগতিক দেখে তাকে দ্রুত হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. তানভির হাসান তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, একই দিন বিকালে উপজেলার পিরোজপুর গ্রামে মুন্সী বাড়ির মো. রুবেল হোসেন মুন্সীর ছেলে মো. ইশরাক হোসেন মুন্সী (দেড় বছর) বন্ধুদের সঙ্গে খেলার এক ফাঁকে হঠাৎ বাড়ির পুকুরের পানিতে পড়ে যায়। অনেকক্ষণ তাকে না দেখে উদ্বিগ্ন স্বজনরা তাকে খুঁজতে থাকে। এরপর একসময় তাকে পুকুরে ভাসতে দেখা যায়। পরে তাকে পানি থেকে তুলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: নোয়াখালীতে ট্রাকচাপায় দুই শিশু নিহত
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমেদ তানভীর হাসান ইউএনবিকে বলেন, শিশু দুটিকে হাসপাতালে আনার আগেই মারা যায়। পরে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ব্যাপারে দুটি অপমৃত মামলা করা হয়েছে।’
৪৭ দিন আগে
তেজগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
রাজধানীর তেজগাঁও এলাকায় রবিবার অজ্ঞাত যানবাহনের ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছে।
নিহত আলী হোসেন (১৬) ওই এলাকার বাসিন্দা ও সরকারি বিজ্ঞান কলেজের দশম শ্রেণির ছাত্র।
আরও পড়ুন:রংপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নবজাতকসহ নিহত ৩
হোসেনের বাবা আজমির মাতবর জানান, সকাল সাড়ে ৭টার দিকে তেজগাঁও শিল্প এলাকায় বাংলাদেশ সরকার (বিজি) প্রেসের সামনে আলী হোসেন কোচিং ক্লাসে যাওয়ার সময় দ্রুতগামী একটি গাড়ি ধাক্কায় সে গুরুতর আহত হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন:বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত
কুমারখালীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে একজন নিহত, আহত ৫
৯৩৪ দিন আগে
বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় দু’জন নিহত ও দু’জন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। রবিবার দুপুর পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলা মানিককাডি এলাকার ভ্যানের যাত্রী ফজলুল হক (৬৩) ও সুমি আক্তার (৪০)।
বরিশাল এয়ারপোর্ট থানার পরিদর্শক আমানউল্লাহ আল বারী বলেন, বেলা পৌনে ১২টার দিকে বরিশাল থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের বাসটি ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ভ্যানের দুই যাত্রী নিহত হয় এবং অপর দু’জন আহত হয়।
আরও পড়ুন:বরিশালে নির্মাণাধীন ভবনের ছাদে যুবকের ঝুলন্ত লাশ
আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পরপরই ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। আধা ঘণ্টা পর পুলিশের আশ্বাসে সরে যায় তারা।
বাসটি জব্দ করা হলেও বাসের চালক ও হেলপার পালিয়েছে গেছে বলে পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
আরও পড়ুন:বরিশালে আত্মহত্যা প্ররোচনা মামলায় যুবক গ্রেপ্তার
বরিশালে ২০ হাজার শিশুকে করোনার টিকা দেয়া হবে
৯৪৮ দিন আগে
পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২০
হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, ময়মনসিংহ এবং ঢাকার সাভারে বৃহস্পতিবার রাতে এবং শুক্রবারে পৃথক সড়ক দুর্ঘটনায় ২০ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।
১৮৫৩ দিন আগে