বার্ষিক সম্মেলন
'উন্নয়ন, ন্যায়বিচার ও স্বাধীনতা' শীর্ষক বিআইডিএসের বার্ষিক সম্মেলন শুরু বৃহস্পতিবার
'উন্নয়ন, ন্যায়বিচার ও স্বাধীনতা' প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) বার্ষিক উন্নয়ন সম্মেলন শুরু হবে বৃহস্পতিবার।
আগামী ৭ থেকে ৯ ডিসেম্বর রাজধানীর একটি হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর সাবেক অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান এবং অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান রেহমান সোবহান।
আরও পড়ুন: করোনায় ১৩ শতাংশ মানুষ চাকরি হারিয়েছে: বিআইডিএস
সম্মেলনে সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ ও নীতিবিকল্প, গণতান্ত্রিক সমাজতন্ত্র, কোভিড-১৯ পরবর্তী সংকট বিশ্লেষণ, রোহিঙ্গা শরণার্থী সংকট, তৈরি পোশাক খাত, দক্ষিণ এশিয়ার হালনাগাদ প্রবৃদ্ধির অভিজ্ঞতা, বৈশ্বিক মূল্যের ধাক্কা ও খাদ্য নিরাপত্তা, লিঙ্গ, জনসংখ্যার মেগাট্রেন্ডসহ বিভিন্ন বিষয় নিয়ে মোট ১৮টি প্রবন্ধ, ৭টি গণ বক্তব্য ও ৫টি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে। উন্নয়ন, কর, অবৈতনিক পরিচর্যার কাজ, বিবর্তিত বৈশ্বিক ব্যবস্থা, ভূ-অর্থনৈতিক বিষয়, সমসাময়িক বাংলাদেশে কৃষি পরিবর্তন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এবং আরও অনেক কিছু থাকবে অন্তর্ভুক্ত।
আরও পড়ুন: ঢাকা শহরে ২০১৯-২০২২ সালের মধ্যে সামগ্রিক দারিদ্র্যের হার কমেছে ৪.৩ শতাংশ: বিআইডিএসের জরিপ
এস আর ওসমানী, ওয়াহিদউদ্দিন মাহমুদ, আহসান এইচ মনসুর, বিনায়ক সেন, আতিউর রহমান, সাজেদা আমিন, নায়লা কবীর, জায়েদী সাত্তার, হোসেন জিল্লুর রহমান, কাজী খলীকুজ্জমান আহমদ, আহমেদ মুশফিক মোবারক, সৈয়দ আবদুল হামিদ, প্যাট্রিক আলেকজান্ডার কার্বি, সিদ্ধার্থ শর্মা, ড্যানিয়েল রেসনিক, জেমস থারলো, পল ডরশ, গৌরব দত্ত, সৈয়দ মঈনুল আহসান, দিলেনি গুনওয়ার্দেনা, আহমদ আহসান, এম নিয়াজ, জিওফ উড এবং অন্যান্যরা সমসাময়িক উন্নয়ন আলোচনার মূল বিষয়গুলোতে মূল দৃষ্টিভঙ্গি উপস্থাপন করবেন।
বিশিষ্ট অর্থনীতিবিদ, নীতিনির্ধারক, সুশীল সমাজের সদস্য ও স্টেকহোল্ডারদের একত্রিত করে 'অর্থনৈতিক নীতি: বৈশ্বিক ও অভ্যন্তরীণ অনিশ্চয়তার প্রেক্ষাপটে নীতিগত চ্যালেঞ্জ মোকাবিলা' শীর্ষক বিশেষজ্ঞ প্যানেল আলোচনার মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটবে।
আরও পড়ুন: কোভিড-১৯ মহামারির সময়ে ধনী ও দরিদ্রের আয়বৈষম্য বেড়েছে: বিআইডিএস’র গবেষণা
১ বছর আগে
পরিবহন খাতকে পুলিশের চাঁদাবাজির হাত থেকে রক্ষার আহ্বান
দেশের পরিবহন খাতকে পুলিশ ও রাজনৈতিক নেতাদের চাঁদাবাজির হাত থেকে রক্ষা করতে শুক্রবার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ অটোরিক্সা-অটোটেম্পু পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতারা।
৪ বছর আগে