স্বর্ণের বার উদ্ধার
চুয়াডাঙ্গা সীমান্ত থেকে কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার
চুয়াডাঙ্গা দামুড়হুদার সীমান্তবর্তী এলাকার হুদাপারায় প্রায় ১ কোটি টাকা মূল্যের ৮৭০ গ্রামের ৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি।
বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটেলিয়ন।
আরও পড়ুন: যশোরেশ্বরী মন্দিরে নরেন্দ্র মোদির উপহারের স্বর্ণের মুকুটের সন্ধান মেলেনি এখনও
বিজিবি জানায়, বুধবার দুপুর ২টার সময় গোপন সংবাদ পেয়ে উপজেলার সীমান্তবর্তী হুদাপাড়ায় রাস্তায় অবস্থান নেয় বিজিবি। এসময় একজন লোক মোটরসাইকেল নিয়ে সীমান্তে যাওয়ার চেষ্টা করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি ওই মোটরসাইকেলের সাইলেন্সারের ভেতরে কসটেপ দিয়ে আটকানো অবস্থায় ৬টি স্বর্ণের বার উদ্ধার করে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় স্বর্ণের বার জব্দ, আটক ২
৩ সপ্তাহ আগে
শার্শায় ১.৪ কোটি টাকা মূল্যের ১৪টি স্বর্ণের বার উদ্ধার: বিজিবি
যশোরের শার্শা উপজেলার পাঁচ ভূলাট সীমান্ত থেকে ভারতে পাচারকালে ১ কেজি ৬৩০ গ্রাম ওজনের ১৪টি স্বর্ণের বার উদ্ধারের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবি সদস্যরা কাউকে আটক করতে পারেননি।
বুধবার (৩১ মে) রাত সাড়ে ১১টার দিকে বিজিবি’র একটি দল অভিযান চালিয়ে স্বর্ণের চালানটি উদ্ধার করে।
বিজিবি জানায়, শার্শার পাঁচ ভূলাট সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ পাচার হয়ে ভারতে যাচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল উক্ত সীমান্তের ৮৮ মেইন পিলারের পাশে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোপন অবস্থানে থাকে।
এক সময় একজন লোককে সীমান্তের শূন্য লাইনের দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাকে থামতে বলে। এ সময় ওই ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে ইছামতি নদীতে ঝাঁপ দিলে তার কাছে থাকা একটি পোঁটলা পড়ে যায়। পোঁটলাটি ক্যাম্পে নিলে এর মধ্য থেকে ১৪টি স্বর্ণের বার পাওয়া যায়।
আরও পড়ুন: বেনাপোল সীমান্তে ১৭টি স্বর্ণের বার জব্দ, আটক ১: বিজিবি
যার ওজন ১ কেজি ৬৩০ গ্রাম এবং বর্তমান বাজার অনুযায়ী মূল্য ১ কোটি ৪০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ ব্যাপারে খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, শার্শার পাঁচ ভূলাট সীমান্ত পথ দিয়ে ভারতে পাচারের সময় একটি স্বর্ণের চালান মালিকবিহীন উদ্ধার করা হয়েছে।
স্বর্ণের চালানটি শার্শা থানায় জমা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
আরও পড়ুন: বিজিবি-বিজিপির দুই দিনব্যাপী সীমান্ত সম্মেলন সম্পন্ন
১ বছর আগে
বেনাপোলে পৃথক অভিযানে ১৯ স্বর্ণের বার উদ্ধার, আটক ২
বেনাপোল সীমান্তে পৃথক অভিযানে ৩ কেজি ১৬০ গ্রাম ওজনের ১৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এ সময় দু’জনকে আটক করা হয়। বুধবার ভোর রাতে পুটখালি ও মালিপোতা সীমান্ত থেকে তাদের আটক করে বিজিবি।
আটক ব্যক্তিরা হলেন-পুটখালী ইউনিয়নের ইসমাইল সর্দারের ছেলে আঁশা সর্দার (২৮) ও মৃত কালাম হোসেনের ছেলে সোহানুর রহমান বিশাল (২৭)।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ৬টি স্বর্ণের বারসহ নারী আটক
উদ্ধার হওয়া বারের মধ্যে ৪৯ বর্ডার গার্ড পরিত্যক্ত অবস্থায় দুই কেজি ১০০ গ্রাম ওজনের ১৮ পিস এবং ২১ বর্ডার গার্ডে এক কেজি ৬০ গ্রাম ওজনের একটি বার রয়েছে।
আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরে প্রায় সাড়ে আট কোটি টাকার স্বর্ণের বার জব্দ
যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, ভারতের বিপুর পরিমাণ স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে বেনাপোল পোর্ট থানার মালিপোতা সীমান্ত থেকে দুই কেজি ১০০ গ্রাম ওজনের ১৮ পিস স্বর্ণের বার উদ্ধার করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।
আরও পড়ুন: চট্টগ্রাম বিমানবন্দরে ৮০টি স্বর্ণের বারসহ নিরাপত্তারক্ষী আটক
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, বিএসবির (গোয়েন্দা) গোপন তথ্যে খবর পেয়ে বিজিবি সদস্যরা পুটখালী সীমান্তে অভিযান চালায়। পরে সোহানুর রহমান বিশাল ও আঁশা সর্দার নামে দুজনের কাছ থেকে এক কেজি ৬০ গ্রাম ওজনের এক পিস স্বর্ণের বার উদ্ধার এবং তাদের আটক করা হয়।
২ বছর আগে
শার্শায় ৮২ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার, আটক ১
যশোরের শার্শার শ্যামলাগাছি এলাকা থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় এক পাচারকারীকে আটক করা হয়েছে। এই সময় তার কাছ থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধারের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক ইসমাইল হোসেন (৩৮) বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।
আরও পড়ুন: উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বিপুল স্বর্ণেসহ মুদ্রা উদ্ধার, দম্পতি আটক
এ ব্যাপারে বেনাপোল ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার আকবার আলী জানান, বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচার হবে- এমন খবরে অভিযান চালিয়ে শ্যামলাগাছি এলাকা থেকে ইসমাইল হোসেনকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১০টি স্বর্ণের বার পাওয়া যায়।
আরও পড়ুন: যশোরে স্বর্ণের ২০ বারসহ যুবক আটক
উদ্ধারকৃত সোনার ওজন এক কেজি ১৬৫ গ্রাম। যার আনুমানিক সিজার মূল্য প্রায় ৮২ লাখ টাকা।
আটক ইসমাইল র্দীর্ঘদিন ধরে চোরচালানের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। উদ্ধারকৃত স্বর্ণের বারসহ ওই যুবককে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।
২ বছর আগে
শাহ আমানতে বিমানের সিটের নিচ থেকে ১৫০ স্বর্ণের বার উদ্ধার
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে পরিত্যাক্ত অবস্থায় ১৫০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কর্তৃপক্ষ।
৩ বছর আগে
সাতক্ষীরা সীমান্তে ১২টি স্বর্ণের বার উদ্ধার, যুবক আটক
ভারতে পাচারের সময় সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে শুক্রবার সকালে ১২পিস স্বর্ণের বার উদ্ধারসহ এক যুবককে আটক করেছে বিজিবি।
৪ বছর আগে