মন
এতো এতো মেসেজ দেখে মন ভরে গেল: তিশা
‘অটোবায়োগ্রাফি’ নিয়ে বেশ কয়েকদিন দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছিলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
সিনেমাটি বেশ প্রশংসিত হয়েছে সেখানে। এদিকে দেশেও তার অভিনীত ‘মুজিব: একটি দেশের রূপকার’ প্রশংসা কুড়াচ্ছে।
রবিবার (১৫ অক্টোবর) দক্ষিণ কোরিয়া থেকে দেশে ফিরেছেন তিশা। আর ফিরেই ‘মুজিব: একটি দেশের রূপকার’ নিয়ে সবার ভালোবাসায় মুগ্ধ এই তারকা।
আরও পড়ুন: সবাই দেখার অপেক্ষায় 'মুজিব: একটি জাতির রূপকার’
আর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অনুভূতি শেয়ার করেন তিনি।
তিশার তার পোস্টে লেখেন, ‘মাত্র দেশে আসলাম! ফোন অন করে সবার এতো এতো মেসেজ দেখে মন ভরে গেল। আমার অভিনয় যদি আপনাদের এতোটুকুও ইমোশনাল করে থাকে তাহলে আমি কৃতজ্ঞ। ছবিটা করার সময় অনেক পরিশ্রম করতে হয়েছে সবাইকে! আমরা এই পরিশ্রমটা করি আপনাদের কাছ থেকে এই প্রতিক্রিয়া পাওয়ার জন্য!’
সবাইকে সিনেমাটি দেখার আহ্বান জানিয়ে তিশা আরও লেখেন, ‘শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমা ‘মুজিব’ চলছে আপনার কাছের হলে! সবাইকে দেখার আমন্ত্রণ! লাভ ইউ অল!’
তিশার পোস্টে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার আরিফিন শুভর সঙ্গে একটি ছবি দেখা যায়।
উল্লেখ্য, ‘মুজিব: একটি দেশের রূপকার’ সিনেমায় বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা।
আরও পড়ুন: লেডি সিংহাম হয়ে সামনে এলেন দীপিকা
‘মুজিব: একটি জাতির রূপকার’ দেখে কাঁদলেন তারকারা
১ বছর আগে
মানসিক চাপ কমানোর উপায়
অল্পবয়সী বা প্রাপ্তবয়স্ক, মানসিক চাপ এখন কমবেশি সকলের জীবনকেই গ্রাস করছে। পড়াশোনা, কাজ, পরিবার, কাছের মানুষের সাথে সম্পর্কের রসায়ন, সমাজের প্রত্যাশা এমন হাজারো কারণ থেকে যেকেউই মানসিক চাপে পড়তে পারে।
৪ বছর আগে