হটলাইন নম্বর
বন্যা মোকাবিলায় সিসিকের হটলাইন নম্বর চালু
পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে সিলেট নগরীতে বন্যা পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছেন সিলেট সিটি করপারেশনের (সিসিক) মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। এছাড়া বন্যাকবলিতদের সহায়তায় হটলাইন নম্বর চালু করা হয়েছে।
মঙ্গলবার (১৮ জুন) রাত ৯টার দিকে সিসিকের নগর ভবনের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় সিসিক মেয়র বলেন, ‘চলমান বন্যায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে সিটি করপোরেশন কতৃর্পক্ষ। প্রধানমন্ত্রীও সিলেটের বন্যা পরিস্থিতির খোঁজ-খবর নিচ্ছেন।’
তিনি জানান, সিটি করপোরেশনের পক্ষ থেকে বন্যাকবলিত এলাকার আশ্রয়কেন্দ্রগুলোতে স্থানীয় কাউন্সিলরদের মাধ্যমে ত্রাণ সহায়তা শুরু হয়েছে। কেন্দ্রগুলোতে রান্না করা খাবারসহ ওষুধ সামগ্রী পৌঁছে দেওয়া হবে। দুর্গত এলাকায় সার্বক্ষণিক যোগাযোগ রাখছে নগর ভবন। বিদ্যুৎকেন্দ্র রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কাজ করছে।
আরও পড়ুন: বন্যায় ডুবেছে সিলেটের সব উপজেলা, ৪ লাখ মানুষ পানিবন্দি
নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়ে মেয়র বলেন, ‘বন্যায় আতঙ্কিত না হয়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান করুন। যাদের বাসার বৈদ্যুতিক লাইন পানির নিচে ডুবে গেছে, তারা স্থানীয় কাউন্সিলরকে জানিয়ে সিটি করপোরেশনের সহায়তা নিন।’
এসময় জরুরি প্রয়োজনে নগর ভবনে সরাসরি কিংবা হটলাইন নম্বরে (০১৯৫৮২৮৪৮০৭) যোগাযোগ করার জন্য অনুরোধ জানান তিনি।
তিনি জানান, দলমত নির্বিশেষে সম্মিলিতভাবে এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হবে। দুর্যোগ মোকাবিলায় সমাজের বৃত্তবান ও প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এর আগে, সন্ধ্যা ৭টায় বন্যা পরিস্থিতি নিয়ে জরুরি বিশেষ সভা করে সিটি করপোরেশন পরিষদ। সভায় বন্যা পরিস্থিতিতে করণীয়, পানিবন্দিদের দ্রুত আশ্রয়কেন্দ্রে আনার ব্যবস্থা এবং ত্রাণ সহায়তা প্রসঙ্গে আলোচনা করা হয়।
তার আগে, মঙ্গলবার বিকালে নগরীর বরইকান্দি বিদ্যুৎ উপকেন্দ্র রক্ষায় সেনাবাহিনীর একটি টিম নিয়ে বন্যাকবলিত কয়েকটি ওয়ার্ড পরিদর্শন করেন সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
আরও পড়ুন: সিলেটে ফের বন্যা, হু হু করে বাড়ছে নদ-নদীর পানি
৫৬২ দিন আগে
করোনাভাইরাস প্রতিরোধে পরামর্শ
চীন থেকে উৎপত্তি হওয়া করোনাভাইরাস (কোভিড-১৯) ইতোমধ্যে বিশ্বের ১০০টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে। প্রাণঘাতী এই ভাইরাসে মৃত্যুর পাশাপাশি প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যাও। এরইমধ্যে বাংলাদেশেও করোনাভাইরাসে আক্রান্ত তিনজন রোগী শনাক্ত হয়েছে। তবে রোগটি নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা।
২১২৫ দিন আগে
করোনাভাইরাস: যেকোনো বিষয়ে জানতে ফোন করুন হটলাইন নম্বরে
করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো বিষয়ে জানতে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) চালু করা হটলাইন নম্বরে যোগাযোগ করা যাবে।
২১২৬ দিন আগে