মানহানির মামলা
রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলায় রায় ঝাড়খণ্ড হাইকোর্টে বহাল
ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলায় রায় মঙ্গলবার বহাল রেখেছেন দেশটির ঝাড়খণ্ড হাইকোর্ট।
বিচারপতি অম্বুজনাথের আদালতে যুক্তিতর্ক শেষে উভয়পক্ষকে আলোচনার সারসংক্ষেপ দাখিলের নির্দেশও দিয়েছেন আদালত।
ভারতীয় গণমাধ্যম এএনআই এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৮ সালে ঝাড়খন্ডের চাইবাসায় কংগ্রেসের এক সমাবেশে বিজেপি নেতা অমিত শাহের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে মানহানির মামলা করেন স্থানীয় এক বিজেপি নেতা।
আরও পড়ুন: এবার কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করবেন রাহুল গান্ধী
২০১৮ সালে কংগ্রেসের এক সভায় রাহুল গান্ধী বলেছিলেন, ‘একজন খুনের আসামি কেবল বিজেপিতেই দলের সভাপতি হতে পারেন। কংগ্রেসে এটা সম্ভব নয়।’
নিম্ন আদালত এই বিষয়ে রাহুল গান্ধীকে নোটিশ জারি করেছিলেন। নিম্ন আদালতের জারি করা নোটিশ বাতিল করার জন্য হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছিল।
রাহুল গান্ধীর পক্ষে আইনজীবী পীযূষ চিত্রেশ ও দীপঙ্কর রাই মামলাটি উপস্থাপন করেন।
১২ মে আদালত 'জোরপূর্বক ব্যবস্থা না নেওয়ার' আদেশের মেয়াদ ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছিল।
আরও পড়ুন: রাহুল গান্ধীর জামিন মঞ্জুর, সাজা স্থগিত
১ বছর আগে
মানহানির মামলা থেকে খালাস পেলেন ইউএনবি’র চট্টগ্রাম প্রতিনিধি
মানহানির একটি মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন সংবাদ সংস্থা ইউএনবি’র চট্টগ্রাম প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল পাঠক ডট নিউজ সম্পাদক সাইফুল ইসলাম শিল্পীসহ চারজন।
শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার এক গৃহবধূর পক্ষে পাঠক ডট নিউজসহ অন্যান্য সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের জেরে সীতাকুণ্ডের নূরুল আলমের করা মানহানির মামলা রবিবার (২৭ নভেম্বর) দুপুরে খারিজ করে দিয়ে মামলা থেকে চারজনকে আব্যাহতি দেন চট্টগ্রাম বিচারিক হাকিম আদালত ১ম এর বিচারক বেগম জিহান সানজিদা।
আরও পড়ুন: ময়মনসিংহে হত্যা মামলায় বাবা-ছেলের যাবজ্জীবন
সাংবাদিকদের পক্ষে মামলা পরিচালনাকারী মানবাধিকার নেতা অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান বলেন, মামলাটি মূলত সাংবাদিকদের হয়রানি করার উদ্দেশ্যে দায়ের করা হয়েছিল। যে অভিযোগে মামলা করা হয়েছে সে মোতাবেক আইনের ধারা অনুসরণ করা হয়নি। আমরা বিজ্ঞ আদালতে তা বুঝাতে সক্ষম হয়েছি। আদালত আমাদের আবেদন আমলে নিয়ে মামলাটি খালাস করে দেন।
তিনি আরও বলেন, সংবাদপত্র ও সাংবাদিকদের বিরুদ্ধে মামলা বা আইনী ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রেস কাউন্সিল রয়েছে। মানুষ প্রেস কাউন্সিলে অভিযোগ না করে শুধুমাত্র হয়রানি করার জন্য সিভিল আদালতে মামলা করে। এটি একটি খারাপ নজির।
খালাস পাওয়া অন্যরা হলেন- ‘উইমেন ভয়েস বিডি ডট কম এর সম্পাদক সৈয়দা সাজিয়া আরফিন ও সাংবাদিক সৈয়দা ফাতেমাতুজ জোহরা ও নির্যাতিতা গৃহবধূ ফারজানা আক্তার।
সাংবাদিকদের পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন, অ্যাডভোকেট এ, এম জিয়া হাবীব আহসান, অ্যাডভোকেট এ এই এম জসিম উদ্দিন, অ্যাডভোকেট এম হাসান আলী, অ্যাডভোকেট মো. বদরুল হাসান, অ্যাডভোকেট জিয়া উদ্দিন আরমানসহ অসংখ্য আইনজীবী।
আরও পড়ুন: ফটো সাংবাদিক শহিদুল আলমের মামলার তদন্ত চলবে: আপিল বিভাগ
পাবনায় বিএনপির ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
১ বছর আগে
বিচারকদের প্রতি কোনো অভিযোগ নেই: অ্যাম্বার হার্ড
জনি ডেপ ও অ্যাম্বার হার্ডের আলোচিত মানহানির মামলার ঘটনায় রায়-পরবর্তী সাক্ষাত্কারে অ্যাম্বার বলেছেন, রায় নিয়ে বিচারকদের প্রতি তার কোনো অভিযোগ নেই।
এনবিসি-তে সোমবার প্রচারিত একটি সাক্ষাত্কারে তিনি বলেন,‘আমি তাদের দোষ দিই না। আমি আসলে বুঝতে পেরেছি। তিনি একজন জনপ্রিয় চরিত্র, সবাই ভাবে তারা তাকে চেনে এবং তিনি একজন দুর্দান্ত অভিনেতা।’
মঙ্গল ও বুধবার জনি ডেপের সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের আরও সাক্ষাত্কার প্রচার করার পরিকল্পনা রয়েছে এনবিসির। সাক্ষাত্কারটি রায়ের প্রায় দুই সপ্তাহ পরে প্রচারিত হচ্ছে।
হার্ড বলেছেন, ‘কেউ আমার সম্পর্কে কী ভাবছে বা আমার গোপনীয়তায় এবং বন্ধ দরজার পিছনে যা ঘটেছে সে সম্পর্কে কী রায় দিতে চায় তা আমি পরোয়া করি না।’
আরও পড়ুন: মানহানির মামলায় জনি ডেপের জয়, অ্যাম্বারকে ১০ মিলিয়ন ডলার জরিমানা
হার্ড সাক্ষাত্কারে বলেন, আপনারা বলতে পারেন না যে সোশ্যাল মিডিয়াতে বিষয়টির সঠিক উপস্থাপনা হয়েছে।
সম্প্রতি ডেপের মানহানির অভিযোগে করা মামলায় হার্ডকে ২০ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ করা হয়েছে।
২০১৮ সালে ওয়াশিংটন পোস্টে এক নিবন্ধে পারিবারিক সহিংসতার শিকার মন্তব্য করেন হার্ড। তার প্রেক্ষিতে হার্ডের বিরুদ্ধে পাঁচ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা করেছিলেন ডেপ।
আরও পড়ুন: মাদক মামলায় খালাস পেলেন শাহরুখপুত্র আরিয়ান
২ বছর আগে
নড়াইলে তারেক রহমানের ২ বছরের কারাদণ্ড
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কুরুচি ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেয়ার অভিযোগে নড়াইলে দায়ের করা মানহানির মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়াম্যান তারেক রহমানকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
৩ বছর আগে
তাপসকে নিয়ে বক্তব্য: খোকনের বিরুদ্ধে মামলার বিষয়ে আদেশ ১৯ জানুয়ারি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে মানহানির বক্তব্য দেয়ার অভিযোগে সাবেক মেয়র সাঈদ খোকনের নামে দুটি মামলার আদেশ দেয়ার জন্য আগামী ১৯ জানুয়ারি দিন নির্ধারণ করেছে আদালত।
৩ বছর আগে
বিজিবির ১০০ কোটি টাকার মানহানির মামলায় এনজিও কর্মীর বিরুদ্ধে সমন
কক্সবাজারে বিজিবি সদস্যদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকারী এক এনজিও কর্মীর বিরুদ্ধে বিজিবির দায়েরকৃত ১০০ কোটি টাকার মানহানি মামলার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ।
৩ বছর আগে
মানহানির মামলায় খালেদা জিয়ার স্থায়ী জামিন আদেশ প্রত্যাহার
মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় নড়াইলে দায়ের হওয়া মানহানির মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার স্থায়ী জামিন আদেশ প্রত্যাহার করা হয়েছে।
৪ বছর আগে