ম্যাজিস্ট্রেট
ভোলায় ম্যাজিস্ট্রেট-পুলিশের ওপর হামলা, আটক ৫৩
ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হাতে হামলার শিকার হয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানসহ আরও দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
রবিবার (২৭ অক্টোবর) বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা: আ. লীগ নেতা গ্রেপ্তার
এছাড়া লালমোহন উপজেলার মেঘনায় পৃথক অভিযানে ৫৩ জেলেকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৯ জনকে কারাদণ্ড, ৩৩ জনকে জরিমানা করা হয়। এসময় ৩৫ হাজার মিটার জাল ও ১০টি ট্রলার জব্দ করা হয়েছে।
পুলিশ ও সংশ্লিষ্টরা জানিয়েছেন, মা ইলিশ রক্ষা অভিযানে বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানসহ পুলিশের ওপর হামলা চালিয়েছে জেলেরা। এতে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) হেলাল ও একজন পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। এসময় দুটি নৌকা জব্দ করা হয়। এসময় ২৫ জন জেলে পালিয়ে গেলেও শাকিল নামে এক জেলেকে আটক করেছে পুলিশ।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছিদ্দিকুর রহমান বলেন, আটক জেলে শাকিলকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, বেশিরভাগ অপরাধী পালিয়ে যাওয়ায় মৎস কর্মকর্তা বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেছেন।
অপরদিকে মা ইলিশ রক্ষা অভিযানে লালমোহনের মেঘনা ও তেঁতুলিয়া নদী থেকে ৫২ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসন।
রবিবার (২৭ অক্টোবর) রাতে থেকে সোমবার (২৮ অক্টোবর) সকাল পর্যন্ত সর্বমোট পাঁচটি অভিযানে এদের আটক করা হয়। আটকদের মধ্যে ৯ জেলেকে কারাদণ্ড, বাকিদের জরিমানা ও মুচলেকা নিয়ে ছেড়ে দেয় ভ্রাম্যমান আদালত। বিপুল পরিমান জাল, নৌকা ও মাছ জব্দ করা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, মা ইলিশ রক্ষা অভিযানে লালমোহনের মেঘনা ও তেঁতুলিয়া নদী থেকে ৫২ জন জেলেকে আটক করা হয়। এর মধ্যে ৯ জেলেকে ৫ দিন করে বিনাশ্রমে কারাদণ্ড, ৩৩ জনকে ৫ হাজার টাকা করে সর্বমোট ১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা ও ১০ জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। এসময় ৩৫ হজার মিটার জাল, ৮টি নৌকা ও ৭০ কেজি মাছ জব্দ করা হয়।
আরও পড়ুন: ফেনীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার
৪ দিন আগে
চট্টগ্রামে ম্যাজিস্ট্রেটকে ঘুষ দেওয়ার চেষ্টা, স্বতন্ত্র প্রার্থীর সমর্থক আটক
চট্টগ্রামের সাতকানিয়ার স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোটারদের মধ্যে বিতরণের জন্য নিয়ে যাওয়া ৫ লাখ টাকা উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ম্যাজিস্ট্রেটকে ঘুষ দেওয়ার চেষ্টার অপরাধে মো. মঈনুল ইসলাম চৌধুরী নামে একজনকে আটক করে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সদরের চিববাড়ী সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী এ অভিযান পরিচালনা করেন।
আরও পড়ুন: সিলেটে লিফলেট বিতরণের সময় বিএনপির ৪ নেতা-কর্মী আটক
আটক মঈনুল ইসলাম জিজ্ঞাসাবাদে চট্টগ্রাম-১৫ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেবের ঈগল প্রতীকের পক্ষে ভোটারদের বিতরণের উদ্দেশে এসব টাকা নিচ্ছিলেন বলে জানান।
একপর্যায়ে বিষয়টি ধামাচাপা দিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ঘুষ দেওয়ার প্রস্তাব দেন তিনি। যদিও নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আটক ব্যক্তির জবানবন্দি অস্বীকার করেছেন স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেব।
আরও পড়ুন: ঢাকায় ৩০টি ককটেল ও ২৮টি পেট্রোলবোমা জব্দ, আটক ৩: র্যাব
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, মোবাইল কোর্টের টিমকে দেখে পালাচ্ছিলেন ওই ব্যক্তি। ধাওয়া করে তাকে আটক করা হয়। তার সঙ্গে থাকা একটি কালো ব্যাগ তল্লাশি করে ৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোটারদের মধ্যে টাকা বিতরণের জন্য নিচ্ছিলেন বলে জানান।
তবে স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেব বিষয়টি অস্বীকার করেছেন। ঘুষ প্রস্তাবের দায়ে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে জব্দ করা ৫ লাখ টাকা সরকারি কোষাগারে চালানের মাধ্যমে জমা করার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: সিলেটে ৭০ বস্তা ভারতীয় চিনি জব্দ, ট্রাকচালক আটক
৯ মাস আগে
কুমিল্লায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা, ম্যাজিস্ট্রেটের উপর হামলা
কুমিল্লার দেবিদ্বারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হানুল ইসলামের উপর হামলার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। এ সময় ম্যাজিস্ট্রেটের গাড়িও ভাঙচুর করা হয়েছে।
রবিবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে এই হামলার ঘটনা ঘটে।
স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদকে জরিমানা করলে তার সমর্থকরা হামলা করে বলে জানা গেছে।
ঘটনায় দেবিদ্বার থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, উপজেলার পৌরসভার ভিংলাবাড়িতে রাত ৮টার পর মাইক ব্যবহার করে নির্বাচনী সভা করছিল স্বতন্ত্র প্রার্থী (ঈগল) আবুল কালাম আজাদ ও তার সমর্থকরা। এসময় দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হানুল ইসলাম আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করেন।
আরও পড়ুন: চট্টগ্রাম-৪ আসনে সালাউদ্দিনের প্রার্থিতা বাতিল, জরিমানা
এতে সভার নেতা-কর্মীরা ক্ষিপ্ত হয়ে ম্যাজিস্ট্রেটের উপর হামলার চেষ্টা করেন ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ির সামনের কাঁচ ভেঙে ফেলেন। এ ঘটনায় সহকারী কমিশনার রায়হানুল ইসলামের অফিস সহকারী মো. আলাদ্দিন বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
এই বিষয়ে জানতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হানুল ইসলামকে একাধিক ফোন করলেও রিসিভ করেননি।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নয়ন মিয়া জানান, 'জরিমানার ঘটনায় হামলার শিকার হয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এমন অভিযোগে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’
দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা জানান, 'আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদকে জরিমানা করায় হামলার শিকার হয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম। তিনি এখন সুস্থ আছেন। মামলা দায়ের করা হয়েছে৷ দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।’
আরও পড়ুন: কুমারখালীতে পাঁচটি নির্বাচনী কার্যালয় অপসারণ, জরিমানা
১০ মাস আগে
কুষ্টিয়ায় হাসপাতালে ফেলে যাওয়া সেই নবজাতকের দায়িত্ব নিলেন এসিল্যান্ড
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে জন্মের পর ফেলে রেখে যাওয়া সেই নবজাতকের দায়িত্ব নিলেন একজন ম্যাজিস্ট্রেট। শনিবার বেলা ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শিশুটি বর্তমানে ওই হাসপাতালের নবজাতকদের বিশেষ পরিচর্যা কেন্দ্রে (স্ক্যানু)ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। অন্যদিকে, ওই ম্যাজিস্ট্রেট বর্তমানে এসিল্যান্ড হিসেবে সিলেট বিভাগে কর্মরত রয়েছেন। ১০ বছর বিবাহিত জীবনে ওই দম্পতির কোনো সন্তান হয়নি।
আরও পড়ুন: ৯৯৯ এ ফোন: চলন্ত ট্রেন থেকে গুরুতর অসুস্থ নারীকে উদ্ধার
তিনি আরও জানান, নবজাতক ওই শিশুটির দায়িত্বভার গ্রহণের জন্য কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন জেলা থেকে ১৪ জন দম্পতি আগ্রহ প্রকাশ করে আবেদন করেন। আবেদনকারীদের মধ্যে সরকারি-বেসরকারি চাকরিজীবী,ব্যবসায়ী, প্রবাসী,চিকিৎসক,প্রকৌশলীসহ বিভিন্ন পেশার মানুষ ছিলেন। আবেদনগুলো যাচাই-বাছাই ও বিশ্লেষণের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে শিশুকল্যাণ বোর্ডের সভা আহ্বান করা হয়। সভায় ১৮ জন সদস্যের প্রত্যেকেই উপস্থিত ছিলেন। আবেদনগুলোর বিশ্লেষণ শেষে শিশুটির সর্বোত্তম স্বার্থ বিবেচনায় নিয়ে শিশু আইন ২০১৩ সংশোধিত ২০১৮ (৮৬) ধারা অনুযায়ী সর্ব সম্মতিক্রমে আবেদনকারী দম্পতিদের মধ্যে একজন দম্পতির হাতে শিশুটির দায়িত্বভার অর্পণের সিদ্ধান্ত নেয়া হয়।
আরও পড়ুন: চলন্ত ট্রেনে নবজাতকের জন্ম
জেলা প্রশাসক জানান, দু-একদিনের মধ্যেই শিশুটিকে আনুষ্ঠানিকভাবে ওই দম্পতির হাতে হস্তান্তর করা হবে।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক আরিফুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) আনম আবুজর গিফারী, এনডিসি শাহেদ আরমান, কুষ্টিয়ার সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মুরাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সুনামগঞ্জে কবরস্থান থেকে নবজাতক উদ্ধার
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.এম এ মোমেন জানান, শিশুটি বর্তমানে শারীরিকভাবে সুস্থ রয়েছে।
প্রসঙ্গত গত বুধবার (৭ সেপ্টেম্বর) ভোরের দিকে রিমি (২৬) নামের এক নারী হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা গ্রহণের জন্য আসেন। সকাল ৮ টার দিকে একটি ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দেন তিনি। কিছুক্ষণ পর ওই নারীকে ওয়ার্ডে পাঠানো হলে তিনি সদ্য ভূমিষ্ট নবজাতক সন্তানকে ফেলে রেখে কৌশলে পালিয়ে যান।
২ বছর আগে
মাগুরায় ৩ ভুয়া মানবাধিকার কর্মীর কারাদণ্ড
মাগুরার শালিখায় ভুয়া মানবাধিকার কর্মী সেজে ওষুধের দোকান তল্লাশি এবং অর্থ আদায়ের চেষ্টার অভিযোগে তিনজনকে দেড় বছরের সশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার মাগুরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- শালিখা উপজোর বাকলবাড়িয়া গ্রামের শরৎচন্দ্র রায়ের মেয়ে কল্পনা রায়, সদর উপজেলার নিজনান্দুয়ালী গ্রামের কুদ্দুস আলির স্ত্রী হাসিনা বেগম এবং মালন্দ গ্রামের সুশান্ত কুমার বিশ্বাসের ছেলে উত্তম কুমার বিশ্বাস।
আরওে পড়ুন:ফেনীতে অস্ত্র মামলায় ৭ আসামির ২২ বছর কারাদণ্ড
আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১২ ডিসেম্বর দুপুর বেলা আসামিরা একটি মাইক্রোবাসে করে মাগুরার শালিখা উপজেলার সিংড়া বাজারের সরকার ফার্মেসিতে গিয়ে নিজেদের মানবাধিকার কর্মী হিসেবে পরিচয় দেন। জেলা প্রশাসকের কাছ থেকে ‘ম্যাজিস্ট্রেসি পাওয়ার’ নিয়ে অভিযানে এসেছেন বলে তারা ফার্মেসি মালিক শেখর সরকারকে জানিয়ে সেখানে তল্লাশি চালান। একই সঙ্গে নগদ অর্থ দাবি করায় বিষয়টি নিয়ে স্থানীয়দের সন্দেহ হয়।পরে ফার্মেসি মালিক পুলিশে খবর দিয়ে তাদের ধরিয়ে দেন।
ওই ঘটনার পর শেখর সরকার থানায় একটি লিখিত অভিযোগ করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সাজেদুর রহমান সংগ্রাম জানান, ‘বাদীর অভিযোগ তদন্ত এবং মামলার সাক্ষ্যপ্রমাণ শেষে বৃহস্পতিবার মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অভিযুক্ত তিনজনের প্রত্যেককে দেড় বছরের সশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।’
আরও পড়ুন:চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও বিস্ফোরক মামলায় একজনের ১৭ বছর কারাদণ্ড
ফরিদপুরে স্ত্রীর করা মামলায় পুলিশ পরিদর্শকের কারাদণ্ড
২ বছর আগে
সিলেটে ৮ কেন্দ্রে হবে ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা
সিলেটে আটটি কেন্দ্রে ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুক্রবার (২৭ মে) সকাল ১০টা থেকে এসব কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরে সিলেট জেলা প্রশাসকের হলরুমে ৪৪তম বিসিএস পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়।
আটটি কেন্দ্র হলো- সিলেট এমসি কলেজ, সরকারি মহিলা কলেজ, ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজ, সিলেট সরকারি কলেজ, সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং সরকারি আলিয়া মাদরাসা।
এ ব্যাপারে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, আটটি পরীক্ষা কেন্দ্রে আটজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করবেন ও পাশাপাশি আটজন কর্মকর্তা কাজ করবেন।
আরও পড়ুন: ৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
৪৩তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, ১৫ হাজার ২২৯ জন উত্তীর্ণ
২ বছর আগে
খুলনায় পুলিশ কনস্টেবল হত্যা: হাজতে ৪ আসামি
খুলনা জেলার কয়রায় পুলিশ কনস্টেবল মো.মফিজুল ইসলাম হত্যা মামলায় কয়রা দক্ষিণ বেদকাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছের আলী মোড়লসহ চার আসামিকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
বুধবার দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করলে তা নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক সুনান্দ বাগচী। আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এমএম মজিবুর রহমান।
মামলার অন্য আসামিরা হলেন- সাবেক ইউপি সদস্য নাছের আলী মোড়ল, মোস্তফা রিপন মোড়ল ও আ. রউফ শেখ। মামলাটির অভিযোগপত্র চূড়ান্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) খুলনা।
আরও পড়ুন: দুদকের মামলায় খুলনায় সাবেক ওসি সস্ত্রীক কারাগারে
ইতোপূর্বে সিআইডি’র দাখিলকৃত তদন্ত প্রতিবেদন সূত্রে জানা গেছে, কয়রা দক্ষিণ বেদকাশির গোলখালী গ্রামে ৯ বছর আগে আসামি ধরতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে কনস্টেবল মো. মফিকুল ইসলাম নিহত হন। এ ঘটনায় আংটিহারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো.মমিনুর রহমান বাদী হয়ে কয়রা থানায় মামলা করেন।
কয়েক দফায় তদন্ত কর্মকর্তা পরিবর্তনের পর ২০১৫ সালে সিআইডি পুলিশ পরিদর্শক সরদার মো. হায়াত আলী আদালতে একটি অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। এরপর আসামিপক্ষ উচ্চ আদালতের মাধ্যমে নিষেধাজ্ঞা জারি করলে মামলাটি স্থবির হয়ে পড়ে।
আরও পড়ুন: খুলনায় ভাইয়ের হাতে ভাই খুন!
২ বছর আগে
শার্শায় ভুয়া নারী ম্যাজিস্ট্রেট আটক
যশোরের শার্শায় এক ভুয়া নারী ম্যাজিস্ট্রেটকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে উপজেলার উলাশি বাজার এলাকা থেকে তাকে আটক করে শার্শা থানা পুলিশ।
আটক ভুয়া নারী ম্যাজিস্ট্রেট পরিচয়দানকারী সুরাইয়া আক্তার মিষ্টি (২০) সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের চারা বটতলার পুটনি গ্রামের আব্দুর রহিমের মেয়ে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ভুয়া ম্যাজিস্ট্রেট আটক
উলাশী বাজার কমিটির সভাপতি জামাল উদ্দিন পিপুল জানান, সুরাইয়া বাজারে এসে নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে দোকান পরিদর্শন শুরু করেন। তার আচরণ ও কথাবার্তায় স্থানীয়দের সন্দেহ হলে দোকান মালিকদের একজন শার্শা থানা পুলিশকে ফোন দিয়ে বিষয়টি অবহিত করেন।
খবর পেয়ে স্থানীয় থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে সুরাইয়াকে আটক করে। তার কাছ থেকে একটি ডায়েরি, একটি নোটবুক ও একটি এনজিওর দেয়া পরিচয়পত্র জব্দ করা হয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, এ ব্যাপারে শার্শা থানায় একটি মামলা হয়েছে। আজ বুধবার তাকে যশোর আদালতে সোপর্দ করা হবে।
আরও পড়ুন: সুনামগঞ্জে মাদক জব্দ, ‘ভুয়া পুলিশ’ আটক
২ বছর আগে
চুয়াডাঙ্গায় ভুয়া ম্যাজিস্ট্রেট আটক
চুয়াডাঙ্গায় নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে মিষ্টির দোকানে অভিযান চালানোর অভিযোগে লিল্টু নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারের একটি মিষ্টির দোকান থেকে তাকে আটক করে পুলিশ।
আটক লিল্টু (৫০) চুয়াডাঙ্গা পৌর এলাকার কোর্টপাড়ার মৃত নুরুল হোসেনের ছেলে।
ডিঙ্গেদহ বাজারের জিনিয়া হোটেলের মালিক আব্দুল জব্বার বলেন, প্রথমে স্থানীয় রাতুল হোটেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে অভিযুক্ত লিন্টু অভিযান চালান। ট্রেড লাইসেন্স দেখাতে ব্যর্থসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে রাতুল হোটেল মালিককে ২০০ টাকা জরিমানা করেন তিনি। পরে আমার দোকানে এসে দুটি মিষ্টি খান। তার কথাবার্তায় সন্দেহ হলে উত্তেজিত জনতা তাকে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করে।
আরও পড়ুন: মাগুরায় আটকে রেখে নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩
তিনি আরও জানান, চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত লিল্টুকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নেয়া হয় অভিযুক্তকে।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে একটি মিষ্টির দোকানে ২শ’ টাকা জরিমানা করেছেন। অপর দোকানে গেলে সন্দেহ হলে স্থানীয়রা তাকে মারধর করে পুলিশে সোপর্দ করে।
তিনি আরও বলেন, উনি মানসিক ভারসাম্যহীন কিনা যাছাই করতে চিকিৎসকের পরামর্শ নেয়া হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: সাতক্ষীরায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিকসহ গ্রেপ্তার ২
জয়পুরহাটে সেনা সদস্যকে লাঠিপেটা, ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২
২ বছর আগে
শ্রীবরদীতে হাতি হত্যা মামলায় আরও ২ আসামি কারাগারে
শেরপুরের শ্রীবরদী উপজেলায় পাহাড়ি জনপদে বন্যহাতি হত্যা মামলার আরও দুই আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে এই রায় দেন শেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
আসামিরা হলে-শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের মালাকোচা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. আমির উদ্দিন (৫২) ও মো. আব্দুর রহমানের ছেলে আশরাফুল ইসলাম (৩৫)।
এর আগে হাতি হত্যা মামলার অন্য দুই আসামি সমেজ উদ্দিন (৪৪) ও মো. শাহজালাল মিয়াকেও (৪১) কারাগারে পাঠায় আদালত।
আরও পড়ুন: হাতি হত্যা: ৪ জনের বিরুদ্ধে মামলা
রাষ্ট্রপক্ষে বন মামলার পরিচালক মো. আব্দুর রাজ্জাক জানান, হাতি হত্যা মামলার আসামি আমির উদ্দিন ও আশরাফুল ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বন আদালতের বিচারক শেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম খান তাদের জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে বিকালে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।
তিনি আরও জানান, হাতি হত্যা মামলার অন্য দুই আসামি সমেজ উদ্দিন ও শাহজালাল গত ২ জানুয়ারি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন। কিন্তু আদালত তাদেরও জামিন না-মঞ্জুর করে জেলা কারাগারে পাঠিয়েছেন।
বনবিভাগ সূত্রে জানা যায়, ৯ নভেম্বর ২০২১ তারিখে শ্রীবরদী উপজেলার গারোপাহাড়ের ববালিজুড়ি রেঞ্জের আওতাধীন মালাকোচা এলাকার সোনাঝুড়ি টিলায় বনবিভাগের জমিতে অবৈধভাবে সবজির আবাদ করা জমিতে জিআই তার দিয়ে জেনারেটরের মাধ্যমে বিদ্যুতের সংযোগ দেয় স্থানীয় কৃষকরা। রাতে হাতির দল খাবার সন্ধানে আসলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি বন্যহাতি মারা যায়। এ ঘটনায় বনবিভাগের বালিজুড়ি রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম বাদী হয়ে শ্রীবরদী থানায় প্রথমে একটি জিডি (সাধারণ ডায়েরি) করেন।
আরও পড়ুন: কক্সবাজারে হাতি হত্যায় অভিযুক্ত মারা গেলেন হাতির আক্রমণে
পরে প্রাথমিক ময়নাতদন্তে জিআই তারে জড়িয়ে বিদ্যুতায়নের ফলে হাতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলে বনবিভাগের পক্ষ থেকে হাতি হত্যার মামলা করা হয়। বালিজুড়ি রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম বাদী গত বছরের ১১ নভেম্বর বন বিভাগের পক্ষ থেকে বন আদালতে ৪ জনকে আসামি করে হাতি হত্যার মামলাটি দায়ের করেন।
আদালত মামলাটি গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে সমন জারি করলে নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে আসামিরা স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পন করে।
২ বছর আগে