টেস্ট স্কোয়াড
শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে টাইগাররা
২১ সদস্যের বাংলাদেশ টেস্ট স্কোয়াড দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য সোমবার (১২ এপ্রিল) শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে। বাংলাদেশ বিমানের একটি চার্টার্ড ফ্লাইটে বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে রওনা হয়।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট খেলার জন্য পূর্বেই ২১ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশের দলের তিন তারকা - বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান এবং অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ থাকছেন না এই সফরে।
আরও পড়ুন: করোনার টিকার দ্বিতীয় ডোজ নিলেন অধিকাংশ ক্রিকেটার
উল্লেখ্য, কলকাতা নাইট রাইডার্সের হয়ে সাকিব এবং রাজস্থান রয়্যালসের হয়ে মুস্তাফিজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশগ্রহণের কারণে এই সফরে থাকছেন না।
দেশ ত্যাগের পূর্বে রবিবার সন্ধ্যায় সফরকারী দলের প্রধান খালেদ মাহমুদ সুজন বলেন, শ্রীলঙ্কাকে হারানোর সক্ষমতা বাংলাদেশ ক্রিকেট দলের আছে। এছাড়া, শ্রীলঙ্কা-বাংলাদেশের উইকেট এবং আবহাওয়ার মধ্যে যথেষ্ট সাদৃশ্য থাকাকেও জয়ের সম্ভাবনা হিসেবে দেখছেন সুজন।
আরও পড়ুন:শ্রীলঙ্কা সফর: নতুন ৩ মুখ নিয়ে প্রাথমিক টেস্ট দল ঘোষণা
সুজনের কথায় তাল মিলিয়েই টেস্ট দলের ক্যাপ্টেন মুমিনুল হক রবিবার জানান, সাকিব এবং মুস্তাফিজকে ছাড়াও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচ দুটি জেতার আত্মবিশ্বাস আছে বাংলাদেশ দলের। মিরপুর হোম অব ক্রিকেট শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রস্তুতি পর্ব শেষ করে এভাবেই নিজেদের আত্মবিশ্বাসের কথা জানান দেন টেস্ট অধিনায়ক।
সোমবার বিকালেই শ্রীলঙ্কা পৌঁছাবার পর বাংলাদেশ দলকে তিন দিনের রুম কোয়ারেন্টাইনে থাকার জন্য নিয়ে যাওয়া হবে নেগেম্বোতে। বুধবার (১৪ এপ্রিল) টাইগারদের কোয়ারেন্টাইন শেষে হবে।
করোনাভাইরাসের সংক্রমণ রোধের লক্ষ্যে ১৭ এবং ১৮ এপ্রিল নিজেদের মধ্যেই প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। প্রস্তুতি ম্যাচের পরেই ঘোষণা করা হবে মূল টেস্ট দল।
আরও পড়ুন:সাকিব-মুস্তাফিজ ছাড়াও শ্রীলঙ্কায় জিততে পারি: মুমিনুল
২১ এপ্রিল প্রথম টেস্ট ও ২৯ এপ্রিল সিরিজের শেষ টেস্টে লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশের ২১ সদস্যের প্রাথমিক স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল খান, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলি রাব্বি, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম, শহীদুল ইসলাম ও নুরুল হাসান সোহান।
আসন্ন টেস্ট দুটিতে অভিষেক হতে যাওয়া তিনজন পেসার হলেন- শহীদুল ইসলাম, শরিফুল ইসলাম এবং মুকিদুল ইসলাম মুগ্ধ।
৩ বছর আগে
মুস্তাফিজকে ছাড়াই টেস্ট স্কোয়াড ঘোষণা
ঢাকা, ৩০ আগস্ট (ইউএনবি)- আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে শুক্রবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৫ বছর আগে