ছাত্রদল নেতা গ্রেপ্তার
ফরিদপুরে হত্যা মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার
ফরিদপুরের সালথায় ব্যবসায়ী ইয়ার আলী হত্যা মামলার প্রধান আসামি ছাত্রদল নেতা মো. হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (২ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের কথা জানায় র্যাব-১০ ফরিদপুর।
গ্রেপ্তার হাফিজুর রহমান (৩৫) সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের গোপালিয়া গ্রামের সাহিদ মাতুব্বরের ছেলে এবং উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় শুক্রবার (১ নভেম্বর) গভীর রাতে ফরিদপুর শহরের ভাঙ্গা রাস্তার মোড় থেকে সালথার ইয়ার আলী হত্যা মামলার প্রধান আসামি হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল।
আরও পড়ুন: যশোরে ১৯ ধরনের অস্ত্র জব্দ, গ্রেপ্তার ২
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাফিজুর হত্যাকাণ্ডে সম্পৃক্ততার কথা স্বীকার করলে তাকে সালথা থানায় হস্তান্তর করা হয়।
জানা গেছে, জমিজমা নিয়ে বিরোধের জেরে গত ১১ আগস্ট রাত ১০টায় নিজ দোকান থেকে বাড়ি ফেরার পথে সালথার গোপালীয়া গ্রামের ব্যবসায়ী মো. ইয়ার আলীর ওপর হামলা চালায় হাফিজুর রহমান ও তার সহযোগীরা।
পরে গুরুতর আহত অবস্থায় ইয়ার আলীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তার আশঙ্কাজনক অবস্থা দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান।
পরবর্তীতে ঢামেক চিকিৎসাধীন অবস্থায় গত ৩ সেপ্টেম্বর ইয়ার আলী মারা যান। এ ঘটনায় ইয়ার আলীর ছেলে রাসেল শেখ বাদী হয়ে হাফিজুর রহমানকে প্রধান আসামি করে সালথা থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলায় আরও ১৫ জনকে আসামি করা হয়েছে। মামলার পর থেকে হাফিজুর আত্মগোপনে চলে যান।
শনিবার বিকেলে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, ‘ব্যবসায়ী ইয়ার আলী হত্যা মামলার প্রধান আসামি হাফিজুরকে গ্রেপ্তারের পর শনিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
আরও পড়ুন: ফাঁদ পেতে বন্যহাতির হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার শহীদুল কারাগারে
১ মাস আগে
গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিসংযোগের ঘটনায় ছাত্রদল নেতা গ্রেপ্তার
গাজীপুরে গার্মেন্টস ফ্যাক্টরিসহ বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের নেতৃত্ব দেওয়ার অভিযোগে ছাত্রদল নেতা রিপন হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ বিষয়ে আজ মঙ্গলবার (৭ নভেম্বর) গাজীপুর মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ের হলরুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মহানগর পুলিশ কমিশনার মো. মাহবুব আলম বলেন, ‘বিভিন্ন ফুটেজ ও স্থিরচিত্র পর্যালোচনা করে দেখা গেছে, জেলার সফিপুর ও কোনাবাড়ীর একাধিক পোশাক কারখানায় কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিপন হোসেনের নেতৃত্বে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়।’
আরও পড়ুন: গ্রেপ্তারদের কাছ থেকে 'চাঞ্চল্যকর' তথ্য পাওয়ার দাবি সিটিটিসি’র
তিনি আরও বলেন, ‘গার্মেন্টস শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিকে পুঁজি করে দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য তার নেতৃত্বে এসব অপরাধ করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করা হয়।’
পুলিশের এই কর্মকর্তা বলেন, পুলিশের চৌকস টিম অনুসন্ধান করে গতকাল তাকে ঢাকার হাজারীবাগ এলাকা থেকে গ্রেপ্তার করেছে। তাকে আদালতে পাঠিয়ে আরো বিস্তারিত তথ্য উদঘাটন করতে ১০দিনের রিমান্ডের আবেদন করা হবে।
আরও পড়ুন: বিরোধী দলের নেতাদের গ্রেপ্তার করায় উদ্বিগ্ন ইইউ
১ বছর আগে
আইনমন্ত্রীর করোনা আক্রান্তের গুজব, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার গুজব ছড়ানোর অভিযোগে সাজ্জাদ হোসেন বাবর নামে সাবেক এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪ বছর আগে
বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য, ছাত্রদল নেতা গ্রেপ্তার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর ছবি দেয়া ও বিরূপ মন্তব্য করায় ভোলায় ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪ বছর আগে