দম্পতি দগ্ধ
রূপগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দম্পতি দগ্ধ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে রাকিব হাসান (২২) ও তার স্ত্রী (২০) রুমা আক্তার দগ্ধ হয়েছেন।
উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট উত্তরপাড়া এলাকায় একটি দোতলা বাড়ির নিচতলায় রবিবার (২৩ জুন) রাত ৩টার দিকে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: সিদ্ধিরগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ ২
দগ্ধ রাকিব হাসান একজন গার্মেন্টস শ্রমিক। স্ত্রী রুমা আক্তারকে নিয়ে সাওঘাট উত্তরপাড়া এলাকায় সেলিম মিয়ার বাড়িতে ভাড়া থাকেন তিনি। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব চন্ডিবের দক্ষিণপাড়া এলাকায়।
স্থানীয়রা জানান, ঈদের ছুটি শেষে রাকিব ও তার স্ত্রী রবিবার রাত ১১টা দিকে নিজেদের ভাড়া বাসায় ফেরেন। এদিন রাত ৩টার দিকে ঘরের ভেতরে বিস্ফোরণ হলে মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এসময় তারা দুজনেই দগ্ধ হন।
রূপগঞ্জের ভুলতা পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ‘আশপাশের লোকজন এসে আগুন নিভিয়ে গুরুতর অবস্থায় রাকিব ও তার স্ত্রীকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।’
ওসি জানান, গ্যাসের লাইন লিকেজ থেকে এই বিস্ফোরণ হয়ে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ ফখর উদ্দিন বলেন, ‘এ বিষয়ে আমাদের কিছু জানা নেই। কেউ আমাদের অবগত করেনি। তবে খোঁজ নিয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আরও পড়ুন: ভাষানটেকে আগুনে একই পরিবারের ৬ জন দগ্ধ
কর্ণফুলীতে মাছ ধরার নৌকায় আগুনে দগ্ধ ৫
৪ মাস আগে
নারায়ণগঞ্জে আগুনে দম্পতি দগ্ধ
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুরে শনিবার ভোরে গ্যাসলাইন লিকেজ থেকে আগুন লেগে এক দম্পতি দগ্ধ হয়েছেন।
৪ বছর আগে