চালককে হত্যা
নাটোরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
নাটোরের বাগাতিপাড়ায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে উপজেলার চকগোয়াশ দেবনগর খ্রিস্টান পাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত মাহফুজ (১৮) উপজেলার চকগোয়াশ গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। সে তকিনগর আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম খান বলেন, মাহফুজ বুধবার সন্ধ্যায় বাবার অটোরিকশা নিয়ে ভাড়ার জন্য বেরিয়ে যায়। সকালে একই উপজেলার দেবনগর খ্রিস্টান পাড়া এলাকার একটি আম বাগানে তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।
ওসি আরও বলেন, যাত্রীবেশে দুবৃত্তরা তাকে হত্যা করে অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে গেছে বলে পুলিশ প্রাথমিক ধারণা করছে।
১ বছর আগে
ইউপি সদস্যের ছেলের গায়ে ইজিবাইকের ঘষা, ‘থাপ্পড় দিয়ে’ চালককে হত্যা!
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শরীরে ইজিবাইকের ঘষা লাগায় ‘এক থাপ্পড়’ মেরে চালককে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে। রবিবার সকালে উপজেলার সরিষা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত সোহেল মিয়া (১৯) সরিষা ইউনিয়নের গুইলাকান্দা গ্রামের আবু সাঈদের ছেলে। তিনি ব্যাটারিচালিত ইজিবাইক চালাতেন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় প্রধান শিক্ষককে আওয়ামী লীগ নেতার চড়-থাপ্পড়!
অভিযুক্ত ময়নাল মিয়া উপজেলার নিজসরিষা গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) আবুল হাসেমের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার বেলা ১১ টার দিকে সরিষা ইউনিয়ন পরিষদ এলাকায় সোহেলের যাত্রীবাহী ইজিবাইকটির সঙ্গে স্থানীয় নিজসরিষা গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) আবুল হাসেমের ছেলে ময়নাল মিয়ার শরীরে ঘষা লাগে। শরীরে সামান্য ঘষা লাগায় ইজিবাইক চালক সোহেলকে থামিয়ে থাপ্পর দিলে এতে জ্ঞান হরিয়ে ফেলে সোহেল। পরে তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আঠারবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি ইজিবাইকের ঘষা লাগায় থাপ্পর দিলে মৃত্যু হয় ইজিবাইক চালকের।
তিনি আরও বলেন, লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা ও থানায় মামলার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: ভাড়া নিয়ে তর্ক: ভ্যানচালকের থাপ্পড়ে বৃদ্ধ যাত্রীর মৃত্যু
লালমনিরহাটে যুবকের থাপ্পড়ে বৃদ্ধের মৃত্যু
১ বছর আগে
রাজশাহীতে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই
রাজশাহীর পুঠিয়ায় চালককে জবাই করে ব্যাটারিচালিত ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ সময় ভ্যানে থাকা সবজি বিক্রেতা যাত্রীর হাত-পা বেঁধে জমির মধ্যে ফেলে দেওয়া হয়।
রবিবার ভোরে উপজেলার জিউপাড়া ইউনিয়নে ঢাকা-রাজশাহী মহাসড়কের গাঁওপাড়া বাজারের পাশে এ ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালক কুদ্দুস আলী কালু (৩৫) কালু চারঘাট উপজেলার নন্দনগাছি এলাকার আব্দুল ওহেদ আলীর ছেলে এবং সবজি বিক্রেতা আব্দুল আওয়াল (৫৫) পুঠিয়া সদরের কান্দ্রা গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: ছেলের আত্মহত্যা চেষ্টা, ৯৯৯-এ বাবার ফোনে উদ্ধার
এ দিকে অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) রাজিবুল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন, সিআইডি, পিবিআইসহ বিভিন্ন সংস্থার তদন্তকারী দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সবজি বিক্রেতা আব্দুল আওয়াল বলেন, ‘আমি পুঠিয়া রাজবাড়ি বাজারে সবজির ব্যবসা করি। আর প্রতিদিন ভোরে বিভিন্ন বাজার থেকে সবজি কিনে আনি। ভ্যানচালক কালুকে নিয়ে ভোরে নাটোর তেবাড়িয়া হাঁটে যাচ্ছিলাম। পথে গাঁওপাড়া বাজারের কাছে পৌঁছালে তিনজন অপরিচিত লোক আমাদের গতিরোধ করে।’
তিনি আরও বলেন, এ সময় দুর্বৃত্তরা আমাদের দুজনকে ধারালো অস্ত্র দেখিয়ে সড়কের পাশের একটি ফাঁকা জমিতে নিয়ে যায়। এরপর কালুর কাছে ভ্যানের চাবি চাইলে তিনি দূরে চাবি ছুড়ে ফেলে দেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে কালুর চোখ, হাত-পা বেঁধে ফেলে। এরপর ছুরি দিয়ে তাকে জবাই করে। তারা আমার কাছে থাকা চার হাজার ৫০০ টাকা নিয়ে নেয়। এ সময় আমি কান্নাকাটি শুরু করলে তারা আমার হাত-পা বেঁধে রেখে চলে যায়।
ওসি ফারুক হোসেন বলেন, ঘটনাটি লোমহর্ষক। ক্রাইম সিনে ছুরি পড়ে থাকতে দেখা গেছে। আলামত উদ্ধারে সিআইডিকে ডাকা হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, অভিযুক্তদের শনাক্তে সবজি বিক্রেতাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: কুমিল্লায় আ.লীগ নেতা এনামুল হক হত্যা মামলায় আরও ২ আসামি গ্রেপ্তার
১ বছর আগে
সিরাজগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ১
সিরাজগঞ্জের তাড়াশে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার কান্তা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নিহত ইসমাইল হোসেন (১৪) নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজিপুর গ্রামের আনিসুর রহমানের ছেলে। এবং গ্রেপ্তার আব্দুল্লাহ (২২) একই উপজেলার শ্রীপুর দিয়ারপাড়ার গ্রামের মৃত আব্দুল আউয়ালের ছেলে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ফরিদপুরে ভারতীয় নাগরিক আটক
তিনি জানান, ইসমাইল শনিবার সকালে অটোরিকশায় আব্দুল্লাহকে ভাড়া নিয়ে তাড়াশের উদ্দেশে রওনা হয়। ওইদিন দুপুরের দিকে তাড়াশ-কুন্দইল আঞ্চলিক সড়কের দিঘি নামক স্থানে পৌঁছালে তাকে শ্বাসরোধ করে হত্যা করে এবং তার লাশ ধানখেতে ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় আব্দুল্লাহ।
তিনি আর জানান, ওইদিন সন্ধ্যার দিকে অটোরিকশাটি কান্তা বাজারে বিক্রি করতে গেলে স্থানীয়দের সন্দেহ হয় এবং চোর সন্দেহে তাকে গণপিটুনি দিয়ে মাধাইনগর ইউপি চেয়ারম্যানের কাছে নিয়ে যায়। পুলিশ ওইদিন মধ্যরাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এরপর জিজ্ঞাসাবাদে সে ইসমাইলকে হত্যার কথা স্বীকার করে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে ধানখেত থেকে ইসমাইলের লাশ ও অটোরিকশাটি উদ্ধার করা হয়।
ওসি বলেন, রবিবার সকালে তার লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
আরও পড়ুন: ঢাকা বিমানবন্দরে ৮২ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
চাঁদপুরে মেঘনায় জাটকা ধরায় ২৫ জেলে আটক, ১৯ জনকে কারাদণ্ড
১ বছর আগে
চালককে হত্যার পর ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা, খুলনায় আটক ২
খুলনায় চালক হত্যার পর ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা করেছিল দুর্বৃত্তরা। এঘটনায় দুজনকে আটক করা হলেও তদন্তের সার্থে তাদের নাম ওপরিচয় জানায়নি পুলিশ।
শুক্রবার রাতের কোনো এক সময় হত্যার এই ঘটনা ঘটে। শনিবার সকাল ৯টার দিকে খুলনা মহানগরীর ১৮নং ওয়ার্ডের আলী ক্লাবের উল্টো দিকের দারুস সালাম মসজিদের পাশে কচুরিপানার ডোবা থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: নাটোরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই
নিহত নয়ন (১৭) খুলনার বাটিয়াঘাটা উপজেলার বাসিন্দা।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, বটিয়াঘাটার ইজিবাইক চালক নয়নকে হত্যা পর ইজিবাইক নিয়ে পালিয়ে যাচ্ছিল দুর্বৃত্তরা। পথে আমাদের টহল পুলিশ ইজিবাইকসহ দুজনকে আটক করে। আরও তথ্য বের করার জন্য আটক ব্যক্তিদের নাম পরিচয় গোপন রাখা হয়েছে।
২ বছর আগে
নাটোরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই
নাটোরের লালপুরে চালককে হত্যা করে নতুন কেনা অটোভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার রাতে উপজেলার ঘাটচিলান এলাকার একটি আখ খেত থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত অটোভ্যানচালক মিলন হোসেন (৩০) বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গা এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: সিঁধ কেটে ঘরে ঢুকে চালককে হত্যা, অটোরিকশা ছিনতাই
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান জানান, মহিষভাঙ্গা এলাকার ভ্যান চালক মিলন হোসেন কয়েকদিন আগে একটি নতুন ভ্যান ক্রয় করেন। শনিবার বিকালে ভাড়া খাটার জন্য ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ করলে পুলিশ অনুসন্ধান শুরু করে। একপর্যায়ে রবিবার রাতে লালপুর উপজেলার ঘাটচিলান এলাকায় রাস্তার পাশের আখ ক্ষেতে মিলনের লাশের সন্ধান পায় পুলিশ।
আরও পড়ুন: বগুড়ায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
ভ্যান ছিনিয়ে নেয়ার জন্যই মিলনকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন ওসি মোনোয়ারুজ্জামান।
পরে সিআইডির ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে।
২ বছর আগে
বগুড়ায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
শহরের কামারগাড়ি এলাকায় রেল লাইনের পাশে শুক্রবার রাতে এক চালককে হত্যা করে দুর্বৃত্তরা তার অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে।
৪ বছর আগে