বাংলাদেশ আওয়ামী লীগ
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের চেষ্টার পাশাপাশি সবারই সহযোগিতা প্রয়োজন: দীপু মনি
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি বলেছেন, দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকারের সর্বাত্মক প্রচেষ্টা রয়েছে।
তিনি বলেন, সামনে রমজান আসছে, এই রমজানে যাতে মানুষ স্বস্তির মধ্যে থাকে, সেজন্য সরকারের চেষ্টার পাশাপাশি সবারই সহযোগিতা প্রয়োজন।
আরও পড়ুন: জানুয়ারি মাসের ১ তারিখ বই উৎসব হবে: দীপু মনি
শনিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় চাঁদপুর শহরের হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসন যেমন কাজ করবে, তেমনি আমাদের যে ব্যবসায়ী সমিতি আছে তারাও যদি সঠিকভাবে কাজ করে তাহলে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা সম্ভব।
এছাড়া অন্য যেসব সমস্য আছে সেগুলো নিয়ে সরকার কাজ করছে।
তিনি বলেন, ‘আমরা ধর্ম পালনের ক্ষেত্রে ধর্মীয় পোশাকের ব্যাপারে যতটা মনযোগী, আমরা যদি ধর্মীয় আচরণের ব্যাপারে আরেকটু মনোযোগী হই, তাহলে কিন্তু এই মজুতদারি থাকে না এবং অতিরিক্ত মুনাফার বিষয়টিও থাকে না।’
তিনি আরও বলেন, বিশেষ করে রমজান মাসে। রমজান সংযমের সময়। যেন সব ক্ষেত্রে অর্থাৎ ব্যবসায়ী, ক্রেতাসহ সবাই যেন সংযম করেন।
আরও পড়ুন: বিএনপি অসহযোগের নামে মানুষ হত্যা করছে: দীপু মনি
নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের দক্ষতার ভিত্তিতে মূল্যায়ন করা হবে: দীপু মনি
৮ মাস আগে
আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
আজ ২৩ জুন, উপমহাদেশের ইতিহাসে স্বাক্ষী এবং স্বাক্ষর রাখা ঐতিহাসিক এবং অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী।মঙ্গলবার ৭২ বছর পেরিয়ে আসা দলটি বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িয়ে ওতপ্রোতভাবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দলের মাধ্যমেই দেশের মুক্তিযুদ্ধের সূচনা, পরিচালনা এবং বিজয় অর্জনের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের যাত্রা শুরু হয়।
আরও পড়ুন: জনগণের জীবন-জীবিকা নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়।দলটির প্রতিষ্ঠাকালীন নাম ছিল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। পরবর্তীতে নাম থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দেয়ার মাধ্যমেই ধর্মনিরপেক্ষ রাজনীতির যাত্রা শুরু হয় এই ভূখণ্ডে।দলটির প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী এবং সাধারণ সম্পাদক ছিলেন শামসুল হক। কারাগারে অবরুদ্ধ থাকা অবস্থাতেই ওই কমিটিতে যুগ্ম সম্পাদক নির্বাচিত হন বঙ্গবন্ধু।
আরও পড়ুন: দেশে আন্তর্জাতিক মানের ভ্যাকসিন ইনস্টিটিউট তৈরি করা হবে: প্রধানমন্ত্রী
পরবর্তীতে দলে ভাঙন, বিভিন্ন ঐতিহাসিক আন্দোলন এবং মুক্তিসংগ্রামের পরিচালনার মাধ্যমে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ আওয়ামী লীগ। ১৯৭৫ সালে জাতির জনককে স্বপরিবারে হত্যার মাধ্যমে সামরিক সরকার ক্ষমতা দখল করে নিলে কিছুটা নিভৃতেই চলে যায় আওয়ামী লীগ।
তবে ১৯৮১ সালে বঙ্গবন্ধু তনয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তনের পর আওয়ামী লীগের হাল ধরলে, দীর্ঘ-লড়াই সংগ্রামের পর সুদীর্ঘ ২০ বছর পর দলকে ক্ষমতায় নিয়ে আসেন।
১৯৯৬ সালের ঠিক এই দিনেই (২৩ জুন) দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিন প্রথমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন শেখ হাসিনা।
আরও পড়ুন: মহামারি পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারে প্রধানমন্ত্রীর ছয় পরামর্শ
আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো অন্যান্য বছর উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করলেও, এবছর করোনা মহামরির কারণে আয়োজন বেশ সীমিত।
আরও পড়ুন: আওয়ামী লীগ, বিএনপি মানুষকে হতাশ করেছে: জিএম কাদের
আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।স্বাধীনতার স্থপতির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।
৩ বছর আগে
আ’লীগ সভাপতিমণ্ডলীর বৈঠক রবিবার
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যরা রবিবার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন।
৪ বছর আগে