নাটোরে
বিএনপির কর্মসূচিতে হামলা: নাটোরে আ.লীগ ও যুবলীগ নেতাদের বিরুদ্ধে অভিযোগ
নাটোরে বিএনপির কর্মসূচিতে হামলার অভিযোগ এনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ পর্যায়ের নেতাসহ ২৭৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার বিকালে নাটোর সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সবুর মাহমুদ বাদী হয়ে নাটোর সদর আমলী আদালতে অভিযোগটি দায়ের করেন।
বিচারক রওশন আলম অভিযোগটি এফআইআর হিসেবে লিপিবদ্ধ করে আগামী ১৬ এপ্রিল আদালতকে অবহিত করতে নাটোর সদর থানাকে নির্দেশ দিয়েছেন বলে জানান বাদী পক্ষের আইনজীবী এড. আব্দুল কাদের।
আরও পড়ুন: মনপুরায় বিএনপির কর্মসূচিতে হামলার অভিযোগ, আহত ২৫
মামলায় গত ৩১ মার্চ ও ১ এপ্রিল কেন্দ্র ঘোষিত বিএনপির অবস্থান কর্মসূচির মঞ্চ ভাঙচুর, অগ্নিসংযোগ, দলীয় কার্যালয়ের সামনের কর্মসূচিতে হামলা, মারপিট এবং নেতাকর্মীদের আহত করার পৃথক দুটি অভিযোগ আনা হয়েছে।
এতে নাটোর জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোর্ত্তুজা আলী বাবলু, পৌর আওয়ামী লীগের সভাপতি মোস্তাক আলী মুকুল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব, জেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আড়াইশ' জনকে অভিযুক্ত করা হয়।
তবে এ ধরনের আদেশ এখনও পাননি বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ।
আদেশ পেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।
এদিকে মামলার প্রেক্ষিতে প্রধান অভিযুক্ত জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ মোত্তুজা আলী বাবলু জানান, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনগতভাবেই বিষয়টি মোকাবিলা করা হবে।
আরও পড়ুন: পিরোজপুরে বিএনপির কর্মসূচিতে হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগ
৯৯০ দিন আগে
নাটোরে ১০ হাজার মিটার জাল ও ৭০ কেজি ইলিশ জব্দ
নাটোর, ২৫ অক্টোবর (ইউএনবি)- ইলিশের প্রজনন মৌসুমে মাছ শিকারে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করায় নাটোরে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার কারেন্ট জালসহ ৭০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
১৮৮৯ দিন আগে
নাটোরে ‘হোম কোয়ারেন্টাইনে’ থাকা অনেকেই প্রকাশ্যে ঘুরছেন!
কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ না হলেও নজরদারির অভাবে নাটোরে বিদেশ ফেরত অনেকেই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন।
২১১৩ দিন আগে
নাটোরে নর্থবেঙ্গল সুগার মিলের ইক্ষু খামাড়ে আগুন
নাটোরের নর্থবেঙ্গল সুগার মিলের ইক্ষু খামাড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
২১১৪ দিন আগে