পেট্রাপোল বন্দর
পাঁচ দিন পর বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
টানা পাঁচ দিন বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি ও রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে বেনাপোল ও পেট্রাপোল বন্দর এলাকায় দুই দেশে প্রবেশের অপেক্ষায় হাজার হাজার পণ্য বোঝাই ট্রাক অপেক্ষা করে।
বেনপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি কামাল উদ্দিন শিমুল জানান, ১৮ থেকে ২০ মে ভারতের উত্তর ২৪ পরগনার বনগাঁতে লোকসভা নির্বাচন, ২১ মে যশোরের শার্শা উপজেলা পরিষদ নির্বাচন ও ২২ মে বৌদ্ধ পূর্ণিমার সরকারি ছুটির কারণে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ ছিল। বৃহস্পতিবার সকাল থেকে ভারত থেকে বিভিন্ন পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করতে শুরু করেছে।
আরও পড়ুন: বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৪ দিনে ফিরলেন ১৮৮২০ যাত্রী
তিনি আরও বলেন, টানা ৫ দিন বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকার কারণে দেশের অনেক শিল্প কলকারখানা, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছে। প্রতিদিন এ বন্দর দিয়ে সরকারের রাজস্ব আয় হয় প্রায় ২৫ কোটি টাকা। পাঁচ দিন বন্ধ থাকার ফলে এ বন্দর থেকে প্রায় ১২৫ কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হলো সরকার।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, টানা পাঁচ দিন ছুটির কারণে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। লোকসভা নির্বাচনের কারণে তিন দিন বেনাপোল বন্দর দিয়ে ভারতে পাসপোর্টধারী বাংলাদেশি পর্যটক ভ্রমণ নিষিদ্ধ ছিল। শুধু মেডিকেল ও ভারতীয় পাসপোর্টযাত্রীদের
যাতায়াতের অনুমতি ছিল।
শুক্রবার (১৭ মে) সন্ধ্যা ৬টা থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর শুরু হয়। বৃহস্পতিবার (২৩ মে) এ নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে। সকাল থেকে দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে।
পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম।
তিনি জানান, টানা পাচঁ দিন বন্ধ থাকার পর আজ সকাল থেকে বন্দরে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
আরও পড়ুন: ঈদে ৫ দিন বন্ধ থাকবে বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি
৫ মাস আগে
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
বাংলাদেশি ট্রাক চালকের মরদেহ ফেরতের দাবিতে বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানি বন্ধ করে দিয়েছেন বেনাপোল ট্রাক, লরি ও মোটর শ্রমিক সংগঠনের নেতারা।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) বেলা ১১টা থেকে আমদানি ও রপ্তানি বাণিজ্য বন্ধ রেখেছেন তারা।
মৃত ট্রাক চালকের মরাদেহ ফেরত না দেওয়া পর্যন্ত কোনো আমদানি ও রপ্তানি হবে না বলে জানিয়েছেন শ্রমিক নেতারা।
বেনাপোল ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শাহিন হোসেন জানান, বুধবার (১১ অক্টোবর) সকালে বাংলাদেশি ট্রাক চালক নাজমুস শাহাদাত বাবুল তার ট্রাকে ফরিদপুরের গোল্ডেন জুট মিলের পাটজাতীয় পণ্য নিয়ে ভারতের পেট্রাপোল বন্দরে যান। ট্রাকের মালামাল আনলোড না হওয়ায় তিনি রাতে বন্দরেই থেকে যান। হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সেখানে তার মৃত্যু হয়। পরে বেনাপোলের শ্রমিক নেতারা মরদেহটি ফেরত চেয়ে পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষকে অনেকবার অনুরোধ করলেও তারা ফেরত দেয়নি।
আরও পড়ুন: বেনাপোলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা জব্দ, যাত্রী আটক
বেনাপোল কাস্টমার ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্টের (সিএন্ডএফ) স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, পেট্রাপোল সিঅ্যান্ডএফের স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বিষয়টি নিয়ে আমাদের কাছে এসেছিলেন। বেনাপোলের শ্রমিক সংগঠনের নেতারা তাকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মরদেহ ফেরত না দেওয়া পর্যন্ত আমদানি ও রপ্তানি বন্ধ থাকবে।
বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রেজাউল করিম বলেন, ভারতের পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন, ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে লাশ হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ৬ স্বর্ণের বার জব্দ, যুবক আটক
১ বছর আগে
বেনাপোল ও পেট্রাপোল বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ
ভারতে পঞ্চায়েত ভোটের কারণে বেনাপোল ও পেট্রাপোল বন্দরের মধ্যে একদিনের জন্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে স্বাভাবিক থাকবে যাত্রী পারাপার।
শনিবার সকাল থেকেই স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে জানিয়েছেন বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান।
তিনি বলেন, পঞ্চায়েত ভোটের কারণে শনিবার আমদানি-রপ্তানি বন্ধ রাখার কথা জানিয়েছেন ওপারের পেট্রাপোল বর্ডার এক্সপোর্ট ইমপোর্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সমরেন্দ্র দাস।
সমরেন্দ্র দাস বলেন, ‘শনিবার পঞ্চায়েত ভোটের কারণে সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছেন। এতে বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা ভোটের কাজে নিজ নিজ এলাকায় থাকবেন। তাই আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ’
তবে পেট্রাপোল কাস্টমস ও বন্দরের কাজ বন্ধ থাকলেও বেনাপোল বন্দর ও যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব।
আরও পড়ুন: পেট্রাপোল বন্দরে আগুন লেগে পণ্যসহ ৩টি ট্রাক ভস্মীভূত
২’য় দিনের মতো পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
১ বছর আগে
পেট্রাপোল বন্দরে আগুন লেগে পণ্যসহ ৩টি ট্রাক ভস্মীভূত
বেনাপোল বন্দরের বিপরীত পাশে অবস্থিত ভারতের পেট্রাপোল বন্দরে আগুন লেগে তিনটি পণ্যবাহী ট্রাক ভস্মীভূত হয়েছে। শনিবার ভোরে আগুনে পুড়ে যাওয়া ব্লিচিং পাউডার ও তুলাবোঝাই এই ট্রাকগুলো বাংলাদেশে রপ্তানির অপেক্ষায় ছিল।
ভারতের পেট্রাপোল বন্দরের স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, ‘শনিবার ভোর রাতে পেট্রাপোল সেন্ট্রাল টার্মিনালে থাকা ব্লিচিং পাউডারের একটি ট্রাকে বৃষ্টির পানি পড়ে আগুন ধরে যায়। গাড়িতে ড্রাইভার না থাকায় ট্রাকটি আগুনে পুড়ে যায়। ট্রাকের পাশে থাকা আরও দুটি তুলার ট্রাক আগুনে পুড়ে ভস্মীভূত হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে দু’ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। বন্দর এখন স্বাভাবিক আছে।’
তিনি আরও বলেন, ‘গতমাসে বেনাপোল বন্দরে একইভাবে ব্লিচিং পাউডার বোঝাই পাঁচটি ট্রাকে আগুন ধরে ভস্মীভূত হয়েছিল। ব্লিচিং পাউডারের চালানগুলো যদি খোলা ট্রাকে না এনে কাভার্ড ভ্যানে আনা হতো, তাহলে দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যেত।’
তিনি বলেন, ‘আগুন ধরার সময় টার্মিনালে অনেক পণ্যবাহী ট্রাক ছিল। তাৎক্ষণিকভাবে সেগুলো সরিয়ে ফেলা হয়।’
বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার জানান, রাতে বেনাপোল বন্দরের ওপারে ভারতের পেট্রাপোল বন্দরে আমাদের আমদানিকৃত পণ্যবাহী ট্রাকে আগুন ধরার ঘটনা জানতে পেরেছি। ওখানে তিনটি পণ্যবাহী ট্রাক আগুন ধরে ভস্মীভূত হয়েছে। ওসব ট্রাকে আমাদের দেশের আমদানিকারকদের পণ্য ছিল। তবে স্বাভাবিক গতিতে চলছে বেনাপোল বন্দরের কার্যক্রম।
আরও পড়ুন: পেট্রাপোল বন্দরে আগুনে পুড়ল তুলাবোঝাই ১২ ট্রাক
পেট্রাপোল বন্দরে ধর্মঘট: বেনাপোলে বন্ধ আমদানি-রপ্তানি
২ বছর আগে
৬ দিন পর বেনাপোলে আমদানি-রপ্তানি শুরু
টানা ছয়দিন বন্ধের পর বৃহষ্পতিবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে।
ঈদুল ফিতরের ছুটি, সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি সব মিলিয়ে এবার ২৯ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত সরকারি ছুটি থাকায় টানা ৬ দিন বন্ধ ছিলো দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর।
বৃহষ্পতিবার সকাল থেকে দু‘দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হলেও তা চলছে ধীর গতিতে। সকাল থেকে ২ টা পর্যন্ত ৯৮ ট্রাক পণ্য বেনাপোল বন্দরে প্রবেশ করেছে।
আরও পড়ুন: বেনাপোলে যুবক আটক, ১৫ টি স্বর্ণের বার জব্দ
দু‘দেশের মধ্যে যাত্রী পারাপারের জন্য বেনাপোল আন্তজার্তিক চেকপোষ্ট স্বাভাবিক আছে।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট ষ্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ‘ ২৯ এপ্রিল থেকে ৪ মে ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে বেনাপোল বন্দর দিয়ে বন্ধ ছিল আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দর ও কাস্টমসের সকল কার্যক্রম। বৃহষ্পতিবার আমদানি-রপ্তানি সচল হলেও সকল স্টাফরা কাজে যোগ না দেয়ায় ধীর গতিতে চলছে সকল কার্যক্রম। তবে আগামী রবিবার থেকে কার্যক্রম পুরোদমে চালু হবে।’
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা জানান, ‘টানা ছুটির পর আজ একদিন অফিস খোলা রয়েছে। কাস্টমস ও বন্দরের অনেক অফিসার বৃহষ্পতিবারও ছুটি নিয়েছেন। আজ প্রথম দিনে কাস্টমস ও বন্দরের কেউ কেউ অফিস করেছেন। ছুটির আগে শুল্কায়ন করা ফাইল গুলো আজ বন্দর থেকে খালাশ হবে।’
আরও পড়ুন: বেনাপোলে ১৫ স্বর্ণের বার জব্দ, আটক ১
বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির পর সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল হয়েছে। বন্দর খোলা রেখে পণ্য লোড আনলোডসহ সকল কার্যক্রম চলছে। তবে ধীর গতিতে।
২ বছর আগে
২’য় দিনের মতো পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দরে অনিদিষ্টকালের ডাকা ধর্মঘটের দ্বিতীয় দিনের মত সমঝোতা ছাড়াই মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দু‘দেশের মধ্যে আমদানি- রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে।
ফলে পেট্রাপোল বন্দর এলাকায় বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় দাঁড়িয়ে আছে শত শত পণ্যবাহী ট্রাক। যার অধিকাংশই বাংলাদেশের শত ভাগ রপ্তানিমুখী গার্মেন্টস শিল্পের কাঁচামালসহ পচনশীল পণ্য। আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দর অভ্যন্তরে ও কাস্টমসের সকল কার্যক্রম সচলসহ দু‘দেশের মধ্যে পাসপোর্ট যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন: পেট্রাপোল বন্দরে ধর্মঘট: বেনাপোলে বন্ধ আমদানি-রপ্তানি
সোমবার (৩১ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সব পক্ষ আলোচনায় বসলেও ভারতের পেট্রাপোল বন্দর, কাস্টমস, বিএসএফ, সিএন্ডএফ এজেন্ট, ট্রাক মালিক ও শ্রমিক ইউনিয়নসহ বন্দর ব্যবহারকারীরা তাদের নিজ নিজ সিদ্ধান্তে অটল থাকায় বিষয়টি সুরাহা হয়নি।
মঙ্গলবার বিকালে আবারও বৈঠক হওয়ার কথা রয়েছে।
ভারতীয় বিএসএফ ও পেট্রাপোল ল্যান্ড পোর্ট অথরিটির হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশন, বনগাঁ গুডস ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন, বনগাঁ নব মালিক সমিতি, বনগাঁ মোটর ওনার্স অ্যাসোসিয়েশন, সীমান্ত পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনসহ একাধিক সংগঠন সোমবার (৩১ জানুয়ারি) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেয়। আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধে যোগ দেয় পেট্রাপোল সীমান্তে পরিবহনের সঙ্গে যুক্ত কয়েক হাজার শ্রমিক।
পেট্রাপোল সেন্ট্রাল পার্কিং (ল্যান্ড পোর্ট) এর নতুন ম্যানেজার কমলেশ সাইনীর খামখেয়ালি সিদ্ধান্তের কারণে অসুবিধায় পড়তে হচ্ছে পরিবহনের সঙ্গে যুক্ত কর্মীসহ বন্দর ব্যবহারকারীদের এমন অভিযোগ অনেকের।
আরও পড়ুন: তুলাবোঝাই ট্রাকে কীটনাশক, ৭ কোটি টাকার চালান আটক
সংগঠনের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, করোনার কারণে এমনিতেই তাদের আয় কমে এসেছে। নতুন ম্যানেজার তাঁদের সঙ্গে কথা না বলে নতুন নতুন আইন তৈরি করছে। শুধু তাই নয়, নতুন ল্যান্ড পোর্ট ম্যানেজারের বিরুদ্ধে পরিবহন কর্মীরা অভিযোগ এনেছেন যে, বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) কে কাজে লাগিয়ে তাঁদেরকে পোর্টের ভিতরে ঢুকতে দেয়া হচ্ছে না। এসবের প্রতিবাদে এবং শ্রমিকদের বিভিন্ন দাবিকে সামনে রেখে এই কর্মবিরতি শুরু করেছেন আটটি সংগঠনের কয়েক হাজার শ্রমিক।
বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকায় বাংলাদেশের অনেক আমদানিকারকের পণ্যচালান পেট্রাপোলে আটকা পড়েছে। সেই সঙ্গে রপ্তানির জন্য আসা শত শত ট্রাক সীমান্তে পণ্য নিয়ে দাঁড়িয়ে আছে। এসব পণ্যচালানের মধ্যে গার্মেন্টস শিল্পের অনেক কাঁচামাল রয়েছে। অনেকের শীপমেন্ট বাতিল হয়ে যাওয়ার আশংকা রয়েছে। বিষয়টি দ্রুত সমাধান হওয়া উচিত বলে তিনি মনে করেন।
বেনাপোল বন্দরের উপ পরিচালক (ট্রাফিক) মামুন তরফদার বলেন, ভারতের পেট্রাপোল বন্দরে ধর্মঘটের কারণে আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের মত বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে তারা বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা চালাচ্ছেন।
২ বছর আগে
পেট্রাপোল বন্দরে আগুনে পুড়ল তুলাবোঝাই ১২ ট্রাক
ভারতের পেট্রাপোল বন্দরে আগুন লেগে বাংলাদেশে রপ্তানির অপেক্ষায় থাকা তুলাবোঝাই ১২টি ট্রাক পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। রবিবার ভোররাতে বন্দরের জয়ন্তিপুর লক্ষ্মী ট্রাক পার্কিংয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পেট্রাপোল বন্দরের স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, ভোররাতে জয়ন্তিপুর লক্ষ্মী ট্রাক পার্কিংয়ে বাংলাদেশে রপ্তানির অপেক্ষায় থাকা তুলার ট্রাকে আগুন ধরে যায়। পরে তা পার্শ্ববর্তী আরও ১১টি তুলার ট্রাকে ছড়িয়ে পড়লে সে গুলোও পুড়ে ছাই হয়ে যায়। অন্যান্য তুলাবোঝাই ট্রাকগুলো অন্যত্র সরিয়ে নেয়া হয় বলেও জানান তিনি।
খবর পেয়ে বনগাঁ ও গোবরাডাংগা থেকে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ভারতের পেট্রাপোল বন্দরের উপপরিচালক রাকেশ কুমার জানান, আগুনে মোট ১২টি ট্রাকের তুলা পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে মোট আট কোটি রুপি ক্ষতি হয়েছে। এ ঘটনা তদন্ত করতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
বেনাপোল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান,তিনি ব্যবসায়ীদের কাছ থেকে বাংলাদেশে আমদানির অপেক্ষায় থাকা ১২টি তুলার ট্রাক আগুনে পুড়ে যাওয়ার ঘটনাটি শুনেছেন।
আরও পড়ুন: ভারতে কোভিড হাসপাতালে আগুনে ১০ জনের মৃত্যু
চট্টগ্রামে গ্যাসের লিকেজ থেকে আগুনে দগ্ধ নারীর মৃত্যু
২ বছর আগে
বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধে ভারতীয় ট্রাক চালকদের হুমকি
দীর্ঘদিন ধরে বেনাপোল বন্দরে পণ্য রক্ষণাবেক্ষণে বেহাল দশা, পণ্য খালাস, পরীক্ষণ যন্ত্র নিয়ে জটিলতা ও জায়গা সংকটসহ নানা অব্যবস্থাপনার মধ্যে দিয়ে ভারত-বাংলাদেশের বাণিজ্যক কার্যক্রম চলছে।
৪ বছর আগে
বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি
দীর্ঘ প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে এসেছে পেঁয়াজের নতুন চালান। পেঁয়াজের মূল্য বৃদ্ধি পাওয়ায় গত বছরের ২৯ সেপ্টেম্বর ভারত সরকার বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছিল।
৪ বছর আগে