অনন্ত জলিল
ওটিটিতে ঝড় তুলছে দিন-দ্য ডে!
ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে এসেছে অনন্ত জলিল ও বর্ষা অভিনীত চলচ্চিত্র দিন-দ্য ডে। ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত অ্যাকশনধর্মী এই ছবি গত ২৩ নভেম্বর রিলিজ পায়।
রিলিজের পর পরই সিনেমাটি দর্শক মহলে দারুণ সাড়া ফেলে দিয়েছে। মাত্র ৩ দিনে দুর্দান্ত ভিউজ পেয়েছে মুভিটি।
এই সিনেমায় নায়ক অনন্ত জলিলকে একজন আন্তর্জাতিক সংস্থার পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যায়। নানা সন্ত্রাসগোষ্ঠী দমনে অভিযানে অংশ নেন তিনি।
সেই সূত্র ধরে তিনি আফগানিস্তানে একটি মিশনে যান। সেখানে মুখোমুখি হোন দুর্ধর্ষ টেরোরিস্ট আবু খালিদের সঙ্গে। জড়িয়ে পড়েন জীবন-মৃত্যুর এক কঠিন লড়াইয়ে!
সিনেমাটি নির্মাণ করেছেন ইরানি পরিচালক মোর্তেজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও সিনেমাটির শুটিং হয়েছে ইরান, তুরস্ক ও আফগানিস্তানে।
আরও পড়ুন: নতুন সিনেমার লুক প্রকাশ করলেন অনন্ত জলিল
এত কম সময়ে এত ভিউ পাওয়ায় দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ কর্তৃপক্ষ।
তারা বলেন, ‘দিন-দ্য ডে’র মাত্র তিন দিনে এত জনপ্রিয় হয়ে যাওয়া ওটিটিতে একটা বড় ব্যাপার। অনন্ত জলিলের এটি অন্যতম বিগ বাজেটের মুভি। মুভিটি আনার জন্য দর্শক অনেকদিন ধরেই আমাদের স্যোশাল মিডিয়াতে অনুরোধ করছিলেন। মুভিটি আনতে পেরে এবং এত ভালো সাড়া পেয়ে আমরা সত্যিই খুব আনন্দিত ও কৃতজ্ঞ! আমরা আশা রাখি, সামনের দিনগুলোতেও দর্শক আমাদের এভাবেই ভালোবেসে যাবেন!’
উল্লেখ্য, দিন-দ্য ডে সিনেমাটি ২০২২ সালের ঈদুল আজহায় বাংলাদেশসহ বিশ্বের ৪০টি দেশে পাঁচটি ভাষায় মুক্তি পায়। তবে মুক্তির পর সিনেমাটিকে নিয়ে নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিলেন অনন্ত জলিল।
আরও পড়ুন: ‘দিন: দ্য ডে’ এর বাজেট নিয়ে বিতর্ক, যা বললেন অনন্ত জলিল
অনন্ত জলিলের বিরুদ্ধে মামলা করবেন ‘দিন: দ্য ডে’র পরিচালক
১১ মাস আগে
আগামী বছর আসবে ‘কিল হিম ২’
চলতি বছর রোজার ঈদে মুক্তি পেয়েছিল অনন্ত জলিল অভিনীত ‘কিল হিম’।
যেটির পরিচালক মোহাম্মদ ইকবাল। মুক্তির পর থেকেই বেশ আলোচনায় ছিল সিনেমাটি। এবার ঘোষণা এল আগামী বছর আসবে সিনেমাটির সিক্যুয়াল ‘কিল হিম ২’।
খবরটি গণমাধ্যমে জানিয়েছেন পরিচালক মোহাম্মদ ইকবাল।
আরও পড়ুন: নতুন সিনেমায় আরিফিন শুভ
তিনি বলেন, ‘সিনেমাটির সফলতা থেকেই সিক্যুয়ালের পরিকল্পনা করা। মনে হয়েছে এটির পরবর্তী গল্পটিও দর্শক গ্রহণ করবে। এরইমধ্যে গল্প লেখার কাজ শেষ। এ নিয়ে অনন্ত ভাইয়ের সঙ্গে কথাও হয়েছে। আগামী বছর কোরবানি ঈদে পরিকল্পনা রয়েছে। আগামী বছরের শুরুর দিকে শুটিং শুরু করব।’
ইকবাল আরও জানান, দেশের পাশাপাশি বিদেশেও সিনেমাটির শুটিং হবে।
অন্যদিকে, ইকবাল ব্যস্ত আছেন তার পরবর্তী সিনেমা ‘ডেডবডি’ নিয়ে। এতে শ্যামল মাওলার সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার চিত্রনায়িকা অন্বেষা।
এ ছাড়া আরও রয়েছেন- ওমর সানী, রোশান, রাশেদ মামুন অপু, মিষ্টি জাহানসহ আরও অনেকে।
আরও পড়ুন: নতুন চমক নিয়ে ‘দ্য মার্ভেলস’ আসছে বাংলাদেশে
সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি: তিশা-ফারুকীর জীবনের প্রতিচ্ছবি?
১ বছর আগে
নতুন সিনেমার লুক প্রকাশ করলেন অনন্ত জলিল
অভিনয়ের পাশাপাশি নিজের সিনেমা প্রযোজনাও করেন অনন্ত জলিল। তবে এবার ঘটছে ভিন্ন ঘটনা। প্রথমবার নিজের প্রযোজনার বাইরের সিনেমায় চিত্রনায়ক হিসেবে দেখা যাবে তাকে। তবে তার বিপরীতে বরাবরের মতো দেখা যাবে চিত্রনায়িকা আফিয়াত নুসরাত বর্ষাকে।
‘কিল হিম’ শিরোনামে নতুন সিনেমাটির শুটিংয়ে এরইমধ্যে অংশ নিয়েছেন অনন্ত জলিল। তার ভেরিফাইড ফেসবুক পেজে সিনেমার লুকের একটি ভিডিও প্রকাশন করেন তিনি। ‘সুনান মুভিজ’র ব্যানারে সিনেমাটি নির্মাণ করছেন প্রযোজক ও পরিচালক এম. ডি ইকবাল।
জানা যায়, ‘কিল হিম’-এর জন্য বডি বিল্ডিং থেকে শুরু করে মার্শাল আর্ট প্র্যাকটিস করেছেন অনন্ত জলিল। এতে আরও অভিনয় করবেন মিশা সওদাগর, রুবেল, কলকাতার রাহুল দেবসহ অনেকেই।
আরও পড়ুন: ঈদুল ফিতরে আসছে দেশের প্রথম সাইবার থ্রিলার ‘অন্তর্জাল’
ছাড়পত্র পেল ‘আদিম’, এখন মুক্তির অপেক্ষা
অনম বিশ্বাসের সিনেমায় শুভর বিপরীতে ফারিয়া
১ বছর আগে
‘দিন: দ্য ডে’ এর বাজেট নিয়ে বিতর্ক, যা বললেন অনন্ত জলিল
কোরবানি ঈদে মুক্তি পাওয়া অনন্ত জলিল অভিনীত 'দিন: দ্য ডে' নিয়ে বিতর্কের জল সিনেমার বাজেট নিয়ে মিথ্যাচারে এসেছে পৌঁছেছে। কিছুদিন আগেই বাংলাদেশ-ইরানের যৌথ প্রয়োজনায় সিনেমাটির পরিচালক ও মূল প্রযোজক মুর্তজা অতাশ জমজম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে বিষয়টি সামনে আনেন।
জানা যায়, সিনেমার বাজেট শত কোটি নয়। ব্যয় হয়েছে প্রায় ৪ কোটি টাকা। এছাড়াও মুর্তজা শর্ত নিয়ে বেশ কয়েকটি অভিযোগ আনেন। তবে তা সবই অস্বীকার করেছেন অনন্ত জলিল। এই চিত্রনায়ক ও প্রযোজক বিষয়টি নিয়ে তার ফেসবুক পেজে বিস্তারিত জানান।
এবার অনন্ত জলিল দিলেন ভিডিও বার্তা। যেটি শনিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেন।
ভিডিও বার্তায় অনন্ত জলিল বলেন, ‘সিনেমাটির শুটিং শুরু হয় ২০১৯ সালে। শেষ হয় ২০২০ সালের মধ্যে। আপনারা আমার ইন্টারভিউগুলো দেখতে পারেন। টেলিভিশন, নিউজ পেপার, সোশ্যাল মিডিয়াতেও মুভিটির রিলিজের আগমুহূর্ত পর্যন্ত ও রিলিজের পরে ইন্টারভিউতে দেখাতে পারবেন যে, আমি বলেছি-এ মুভিটির ইনভেস্টার শুধুই আমি? আমি সবসময় বলে এসেছি, শুধুমাত্র বাংলাদেশের শুটিংয়ের ইনভেস্টার আমি।’
তিনি বলেন, ২০২১ সালে ২৭ ফেব্রুয়ারি লা-মেরিডিয়ান হোটেলে ‘দিন: দ্য ডে’ ও ‘নেত্রী দ্য লিডার’ মুভির একটি অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে মিস্টার মুর্তজা, ইরানের অভিনেত্রীরা উপস্থিত ছিলেন। সেসময় মুর্তজা আমাকে বলেন, শুটিংয়ের জন্য তিনি যে বাজেট নির্ধারণ করেছিলেন, তার চেয়ে অনেক বেশি অর্থ শুটিংয়ে খরচ করেন। মুর্তজার বলা অ্যামাউন্টটাই অনুষ্ঠানে আমি বলি। আমার ইন্টারভিউগুলোতেও একই কথা বলি। তিনি মুভির যে বাজেটের কথা বলেছিলেন।’
পড়ুন: দিন- দ্য ডে: ৪ কোটির সিনেমা ১২০ কোটি বলে প্রচার
অনন্ত জলিল আরও বলেন, ‘মুর্তজা তুলে ধরেছেন, আমার ৪-৫ লাখ ডলার তাকে শুটিং খরচের জন্য দেয়ার কথা। অ্যাগ্রিমেন্ট অনুযায়ী সম্পূর্ণ টাকা দেইনি। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, অ্যাগ্রিমেন্ট অনুযায়ী বাংলাদেশের শুটিংয়ে সমস্ত খরচ আমার দেয়ার কথা। সে অনুযায়ী বাংলাদেশের শুটিংয়ের সমস্ত খরচ আমি বহন করি। সেখানে এক কোটি টাকা লাগলো বা চার কোটি টাকা লাগলো সেটা তো মুর্তজার দেখার বিষয় না।’
চুক্তিপত্র অনুযায়ী সব খরচ দিয়েছেন দাবি করে অনন্ত জলিল বলেন, ‘বাংলাদেশের শুটিং খরচ ছাড়া বিদেশের কোনো শুটিং খরচই আমার দেয়ার কথা না। আমাদের ট্রাভেলিং কস্ট ছাড়া, এয়ার টিকিট ছাড়া সেখানে আমি তাকে ডলার দেব এটার প্রশ্ন উঠবেই বা কেন? তাহলে মুর্তজা এতগুলো দেশে যে শুটিং করলো, তাতে তো তার কোনো টাকাই খরচ হয়নি। তিনি যে অ্যামাউন্ট বলেছেন, আমার দেয়ার কথা সেটাই। তাহলে তিনি কীভাবে বলেন তার পোস্টে যে, আমি তাকে অ্যাগ্রিমেন্ট (চুক্তি) অনুযায়ী টাকা দেইনি। আপনারা তো ফলাও করে প্রচার করছেন মুভির বাজেট চার কোটি। তাহলে তো মুর্তজার শুটিংয়ে কোনো টাকাই খরচ করেননি’
অনন্ত জলিল আরও বলেন, ‘ইরানে মুভি রিলিজে সময় ডলবি সার্টিফিকেট প্রয়োজন হয় না। তাদের পোস্ট প্রোডাকশন এমনিতেই বেশ উন্নত। মুভি রিলিজের আগ পর্যন্ত আমার ও মুর্তজার সঙ্গে কখনই কোনো খারাপ সম্পর্ক ছিল না। আমি আশা করি, আগামীতেও থাকবে না। যাদের স্বার্থের জন্য তিনি এটা করেছেন, তাদের মুখোশ একদিন ঠিকই মিস্টার মুর্তজা প্রকাশ করবেন বলে আমি বিশ্বাস করি।’
পড়ুন: অনন্ত জলিলের বিরুদ্ধে মামলা করবেন ‘দিন: দ্য ডে’র পরিচালক
২ বছর আগে
অনন্ত জলিলের বিরুদ্ধে মামলা করবেন ‘দিন: দ্য ডে’র পরিচালক
গত কোরবানি ঈদে মুক্তি পায় বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনার সিনেমা ‘দিন: দ্য ডে’। এটি নির্মাণ করেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। আর কেন্দ্রিয় চরিত্রে দেখা যায় অনন্ত জলিলকে। সিনেমাটি মুক্তির পর বিতর্কের জল গড়িয়েছে অনেক দূর। এবার তা মামলা পর্যন্ত পৌঁছালো।চুক্তি ও শর্ত ভঙ্গ করার দায়ে অনন্ত জলিলের বিরুদ্ধে মামলা করবেন বলে ইনস্টাগ্রামে জানান পরিচালক ও সিনেমাটির মূল প্রযোজক মুর্তজা অতাশ জমজম। তিনি পোস্টে লেখেন, সিনেমাটির নাম হওয়ার কথা ছিল ‘ডে (রোজ)’। কিন্তু অনন্ত আমার সঙ্গে কোনো আলোচনা ছাড়াই নিজের মতো নাম ঠিক করেছেন। তাছাড়া আমি ছিলাম সিনেমাটির মূল প্রযোজক। কিন্তু অনন্ত নামকরণ থেকে শুরু করে কোনো কিছুই আমার সঙ্গে পরিকল্পনা করে কিংবা সম্মতি নিয়ে করেননি।অনন্ত জলিলের দায়িত্বহীনতার কথা উল্লেখ করে মুর্তজা লেখেন, ‘তিনি আমাদের মধ্যকার চুক্তি ও শর্ত ভেঙেছেন। প্রতিশ্রুতি অনুযায়ী যে বিষয়গুলোতে আমরা একমত হয়েছিলাম, অনন্ত সেগুলোর একটিরও দায়ভার নেননি। তার কারণে সিনেমাটির অর্ধেকই নষ্ট হয়েছে।’মুর্তজা আরো লেখেন, বাংলাদেশি জনগণকে সম্মান জানিয়ে আমি একটি শান্তিপূর্ণ ও সহজ সমাধানের কথা অনন্তকে বলেছিলাম। কিন্তু তিনি তা মানেননি। এ কারণেই আমি তেহরানের আদালতে তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিই। একজন আন্তর্জাতিক আইনজীবীর মাধ্যমে আমি বাংলাদেশের আদালতেও যাবো।পরিচালক তার দীর্ঘ পোস্টে আরো উল্লেখ করেন, শিগগিরই তিনি সিনেমাটির সকল চুক্তিপত্র ও অফিশিয়াল কাগজ প্রকাশ করবেন।
আরও পড়ুন: অ্যামাজন প্রাইমে বাংলাদেশের সিনেমা
শোক দিবসের বিশেষ নাটক ‘একজন কফিলুদ্দিন’
২ বছর আগে
বন্যার্তদের সহযোগিতায় অনন্ত জলিল
পাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণের কারণে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি এখন আরও ভয়াবহ। সরকারের পাশাপাশি অনেকে ব্যক্তিগত উদ্যোগে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াচ্ছেন। সম্প্রতি এক ভিডিও বার্তায় বন্যাকবলিত এলাকার মানুষদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন অভিনেতা-প্রযোজক অনন্ত জলিল।অনন্ত জলিল তার ভিডিওতে বলেন, ‘সিলেটের বন্যার ভয়াবহতার কারণে এবার আমি সিদ্ধান্ত নিয়েছি, ১০-১২টা গরু কোরবানি না দিয়ে শুধুমাত্র ১টা বা দুইটি গরু কোরবানি দেবো। এই কোরবানির যত টাকা আছে তা দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়াবো। শুধু কোরবানির টাকাই না, আমার ব্যবসার টাকা এবং আমি যে মুভি (দিন: দ্য ডে) মুক্তি দিচ্ছি, সেটা থেকেও যে টাকা আসবে- সবকিছু দিয়েই সিলেটের বন্যার্তদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ।’তিনি আরও বলেন, ‘যখন যেখানে দুর্যোগ হয় আমি পাশে দাঁড়াই। আমাদের যাদের অর্থ-কড়ি আছে, আমরা কেউ টাকা কবরে নিয়ে যেতে পারব না। আমরা যেটা আয় করি সেটা মানুষের কাজে খরচ করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। কারণ আপনি-আমি একদিন পৃথিবীতে থাকব না।’যতটুকু সম্ভব বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে অনন্ত জলিল আরও বলেন, ‘আমরা নিজেরা ভোগ না করে, যদি মানুষের কল্যাণে টাকা খরচ করতে পারি, তাহলে আল্লাহ্ আমাদের এই দান কবুল করবেন। মরার পর আমাদের পাশে মানুষের দোয়া ছাড়া আর কিছুই থাকবে না। যে যতটুকু পারেন মানুষের পাশে দাঁড়ান। সবাই মিলে একটু একটু করলেও তাদের অনেক সহায়তা হবে। ’
আরও পড়ুন: বন্যার্তদের সাহায্যের আহ্বান তারকাদের
জায়েদ খান সত্যিই আম্মুকে ডিস্টার্ব করেন: মৌসুমীর ছেলে ফারদিন
২ বছর আগে
কান চলচ্চিত্র উৎসবে অনন্ত-বর্ষা
বিশ্ব চলচ্চিত্র জগতে অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন ‘কান চলচ্চিত্র উৎসব’। যার ৭৫তম আসর বসবে ১৭ মে (মঙ্গলবার)। প্রতিবারের আয়োজনেই বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশের তারকা বা সিনেমার অংশগ্রহণ থাকে এই আসরে। সেই ধারাবাহিকতায় এবার এই চলচ্চিত্র উৎসবে থাকবেন চিত্রনায়ক অনন্ত জলিল ও চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা।
কান চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের খবর অনন্ত জলিল নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্টের মাধ্যমে সবাইকে জানান।
তিনি ভিডিওতে বলেন, ‘আমরা কান উৎসবে যাচ্ছি। দোয়া করবেন আমাদের জন্য। সেখানে আমরা ‘দিন- দ্য ডে’ ও ‘নেত্রী -দ্যা লিডার’ সিনেমার ট্রেলার প্রদর্শন করব। এছাড়া বিভিন্ন দেশের প্রযোজক ও সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ হবে। আমাদের ‘দিন -দ্য ডে’ সিনেমা কোরবানির ঈদে মুক্তি পাবে।’
ভিডিওতে বর্ষা বলেন, ‘এবারের কান উৎসবে আমরা দুজনই যাচ্ছি। ‘দিন- দ্য ডে’ নিয়ে আমাদের অনেক আশা। অনেককিছু করতে চাই সিনেমাটি নিয়ে। সবাই দোয়া করবেন।’
কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসর চলবে ২৮ মে পর্যন্ত। এবারের আসরের উদ্বোধনী সিনেমা মিশেল আজানাভিসুস পরিচালিত ‘ফাইনাল কাট’।
আরও পড়ুন: ‘শান’ দেখতে তারার মেলা
শুরুতে ভয় লাগছিল, এখন আনন্দ হচ্ছে: পূজা চেরি
২ বছর আগে
ধর্ষণের জন্য পোশাককে দায়ি করে তোপের মুখে সংশোধনী দিলেন অনন্ত জলিল
ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদের মধ্যে ধর্ষণের জন্য নারীর পোশাককে দায়ি করে সমালোচনার মুখে পড়ে তা ‘সংশোধন’ করে নিয়েছেন চিত্রনায়ক অনন্ত জলিল।
৪ বছর আগে
ধর্ষণের জন্য নারীদের পোশাককে দায়ী করলেন অনন্ত জলিল
নারী ও মেয়েদের ওপর ধর্ষণ এবং সহিংসতার ক্রমবর্ধমান ঘটনার বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভের মধ্যে, 'অযাচিত যৌন হয়রানিকে’ আমন্ত্রণ জানানোর জন্য নারীদের খোলামেলা পোশাককে দায়ী করেছেন অভিনেতা অনন্ত জলিল।
৪ বছর আগে
হিরো আলম ও সেফুদাকে ক্ষমা করে দিলাম: অনন্ত জলিল
হিরো আলম ও সেফুদা নামে পরিচিতি পওয়া বিতর্কিত সেফাতুল্লাহকে ক্ষমা করে দেয়ার কথা জানিয়েছেন চলচ্চিত্র অভিনেতা অনন্ত জলিল।
৪ বছর আগে