ফেসবুকে
সাঈদীর মৃত্যুতে ফেসবুকে পোস্ট: নওগাঁয় ছাত্রলীগের ১৪ নেতাকে অব্যাহতি
মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু করাদণ্ড পাওয়া দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় ১৪ নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে নওগাঁ জেলা ছাত্রলীগ।
সোমবার (২১ আগস্ট) রাত ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী।
আরও পড়ুন: রাঙ্গাকে বিরোধী দলীয় চীফ হুইপ থেকে অব্যাহতি
এর আগে সন্ধ্যায় নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী ও সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে লিপ্ত হওয়ার অভিযোগে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।
অব্যাহতি দেওয়া ছাত্রলীগ নেতারা হলেন- নওগাঁর আত্রাই উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম ও মাহথির মোহাম্মদ তুফান, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ ফারুক (বাচ্চু), রায়হান সোবহান (রাসেল), শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, ত্রাণ ও দূযোর্গ বিষয়ক সম্পাদক আইজাক শামীম, সদস্য মিজানুর রহমান এবং শাহাগোলা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি সাব্বির সরদার।
এছাড়াও নওগাঁ সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুমিনুল ইসলাম সাগর, মহাদেবপুর উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক রাজিব মণ্ডল, ধামইরহাট উপজেলা ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক সাজু আহম্মেদ, রাণীনগর উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক হাবিব হাসান, নওগাঁ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সদস্য রামিম রেজা আকাশ এবং নওগাঁ সদর উপজেলা বর্ষাইল ইউনিয়ন এর ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আপন হোসেন।
এ বিষয়ে নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে ফেসবুকে পোস্ট করেন তারা।
তিনি আরও বলেন, ছাত্রলীগের ওই নেতারা সংগঠনের নীতি ও আদর্শের পরিপন্থী কাজ করেছেন। সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।
এছাড়াও স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় নির্বাহী সংসদের কাছে সুপারিশ করা হয়েছে।
আরও পড়ুন: মুনিয়াকে ধর্ষণ-হত্যা: আনভীরসহ ৮ জনকে অব্যাহতির সুপারিশ
পেটে গজ রেখে সেলাই: শেবাচিমের চিকিৎসককে 'অব্যাহতি'
৮৭৬ দিন আগে
ফেসবুকে প্রেম, ভারতীয় তরুণী সিলেটে
প্রেমের টানে সিলেটের জৈন্তাপুরে এসে আটক হলেন নাইকো দাস (১৯) নামে এক ভারতীয় তরুণী। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) উপজেলার গোয়াবাড়ী মুজিবনগর এলাকা থেকে ওই তরুণীকে আটক করে বিজিবি। তাকে বিএসএফ’র কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আটক নাইকো দাস ভারতের মেঘালয় রাজ্যের ডাউকী নতুন বস্তি গ্রামের গোপাল দাসের মেয়ে।
আরও পড়ুন: ফেসবুকে প্রেম: ব্রাজিল থেকে তরুণী সিলেটে
নাইকো জানান, ফেসবুকে বাংলাদেশের সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট উজানীনগর গ্রামের আলা উদ্দিনের ছেলে আলমাস উদ্দীনের (২৫) সঙ্গে পরিচয় হয় তার। এ পরিচয়ের সূত্র ধরে এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বাংলাদেশি ওই যুবকের পরামর্শে তিনি বাংলাদেশে আসেন।
নাম প্রকাশে অনিচ্ছুক জৈন্তাপুর রাজবাড়ী ক্যাম্পের কমান্ডার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নাইকো দাস নামে ভারতীয় এক তরুণীকে আটক করা হয়েছে।
ভারতীয় এসপিটিলা বিএসএফ ক্যাম্পের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: যশোরে ভারত-বাংলাদেশের ৯০ শিল্পীর শিল্পকর্ম স্থান পেয়েছে আন্তর্জাতিক প্রদর্শনীতে
১০৬৯ দিন আগে
ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, মানিকগঞ্জে নারী গ্রেপ্তার
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি করার অভিযোগে জেলার সাটুরিয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে বৃহস্পতিবার রাতে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২০৪৯ দিন আগে
ফেসবুকে করোনা নিয়ে গুজব, চট্টগ্রামে আটক ১
ফেসবুকে করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউড়ি এলাকা থেকে মঙ্গলবার রাতে একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
২১২৯ দিন আগে