������������������
পাকিস্তানের উত্তরাঞ্চলে যাত্রীবাহী বাসে গুলি, নিহত ৯
পাকিস্তানের উত্তরাঞ্চলে একটি বাসে জঙ্গিদের গুলিতে দুই সেনাসহ ৯ জন নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় ২০ জন আহত হয়েছেন।
পুলিশ কর্মকর্তা আজমত শাহ জানান, শনিবার রাতে উত্তর গিলগিট বালতিস্তান অঞ্চলের কারাকোরাম হাইওয়েতে এ হামলার ঘটনা ঘটে।
আরও পড়ুন: আন্দামান সাগরে দুর্ঘটনাকবলিত রোহিঙ্গাদের উদ্ধারে আঞ্চলিক উদ্যোগের আহ্বান ইউএনএইচসিআরের
তিনি আরও বলেন, পাকিস্তানের সঙ্গে চীনের সংযোগ স্থাপনকারী মহাসড়ক এটি। এ ছাড়া এই মহাসড়কটি খাইবার পাখতুনখোয়া প্রদেশের মধ্য দিয়ে চলে গেছে। আগে পাকিস্তানি তালেবান ও অন্যান্য জঙ্গি গোষ্ঠীর উপস্থিতির কারণে সন্ত্রাসবাদের কেন্দ্রবিন্দু ছিল এই এলাকা।
বাসটি যাত্রীদের নিয়ে গিলগিট থেকে রাওয়ালপিন্ডি শহরে যাচ্ছিল। এ সময় গুলি করলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাককে ধাক্কা দেয় এবং আগুন লাগে। এতে ঘটনাস্থলেই দুই চালক নিহত হন।
কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় আলেম মুফতি শের জামানসহ অন্তত ২৬ জন আহত হয়েছেন এবং তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গিলগিট বালতিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শামস লোন এই ঘটনাকে 'সন্ত্রাসী কর্মকাণ্ড' বলে অভিহিত করেছেন।
পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার এক বিবৃতিতে এই হামলার নিন্দা জানিয়ে বলেছেন, ‘রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে গিলগিট বালতিস্তানের শান্তি বিঘ্নিত করতে দেওয়া হবে না।’
গিলগিট বালতিস্তানের মুখ্যমন্ত্রী গুলবার খান জানিয়েছেন, হামলার ঘটনা খতিয়ে দেখতে এবং এর পেছনে যারা রয়েছে তাদের ধরতে বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি। এদিকে রবিবার এক বিবৃতিতে তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি নামে পরিচিত পাকিস্তানি তালেবানের মুখপাত্র মুহাম্মদ খোরাসানি এই হামলার পেছনে তার দল জড়িত নয় বলে জানিয়েছেন।
টিটিপি একটি পৃথক গোষ্ঠী, তবে আফগান তালেবানের মিত্র। তারা গত ১৫ বছর ধরে পাকিস্তানে বিদ্রোহ চালিয়েছে।
আরও পড়ুন: ইমরান খানের পরিবর্তে পিটিআইয়ের নতুন প্রধান নির্বাচিত
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ফের নিহত ২
ইমরান খানের পরিবর্তে পিটিআইয়ের নতুন প্রধান নির্বাচিত
কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো নতুন প্রধান নির্বাচিত করা হয়েছে।
শনিবার (২ ডিসেম্বর) ইমরান খানের সুপারিশের ভিত্তিতে দলীয় প্রধান নির্বাচন করা হয়েছে।
১৯৯৬ সালে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠার পর থেকেই এর দায়িত্ব পালন করে আসছিলেন ইমরান খান।
বর্তমানে তিন বছরের কারাদণ্ড ভোগ করা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গত বুধবার তার আইনজীবী গহর খানকে দলের শীর্ষ পদে প্রার্থী হিসেবে মনোনীত করেছেন।
দলের প্রধান নির্বাচন কমিশনার নিয়াজুল্লাহ নিয়াজি নিশ্চিত করেছেন যে, গহর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং দলের অভ্যন্তরীণ নির্বাচনে ইমরান খানের স্থলাভিষিক্ত হয়েছেন।
আরও পড়ুন: ইমরান খানকে উচ্চ-নিরাপত্তা সম্পন্ন কারাগারে স্থানান্তর
পিটিআইয়ের নব নির্বাচিত দলীয় প্রধান উত্তরাঞ্চলীয় শহর পেশোয়ারে সমর্থকদের বলেন, তিনি ইমরান খানের অনুগত প্রতিনিধি হিসেবে থাকবেন।
তিনি বলেন, ‘ইমরান খানের সাজা বাতিল হলে আমি পদত্যাগ করব।’
গহর খান পাকিস্তানের সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। তার ওয়েবসাইট দেওয়া তথ্যানুসারে তিনি যুক্তরাজ্যের উলভারহ্যাম্পটন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেন এবং বর্তমানে ইমরান খানের আইনি প্রতিরক্ষা দলের অংশ।
পিটিআইয়ের এক জ্যেষ্ঠ নেতা ওমর আইয়ুব খান বলেন, সাবেক প্রধানমন্ত্রী আত্মীয়ের পরিবর্তে দলের একজন সদস্যকে তার উত্তরসূরি হিসেবে মনোনীত করে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন, যা পাকিস্তানের রাজনীতিতে প্রচলিত রীতি।
আরও পড়ুন: পাকিস্তানের ইমরান খানের বিরুদ্ধে যথাযথ বিচারিক প্রক্রিয়া মানার আহ্বান জাতিসংঘ প্রধানের
তিনি এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘তিনি অত্যন্ত উচ্চ মানদণ্ড স্থাপন করেছেন।’
গত বছর ইমরান খানকে দলীয় প্রধান হিসেবে পুনরায় নির্বাচিত করার পর গত মাসে দলীয় নির্বাচন বাতিল করে পিটিআইকে নেতা নির্বাচনের জন্য ২০ দিনের সময় বেঁধে দিয়েছিল পাকিস্তানের নির্বাচন কমিশন।
দেশটির অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ সাবেক ক্রিকেটার ইমরান খান অবৈধভাবে রাষ্ট্রীয় উপহার বিক্রির দায়ে গত আগস্টে দোষী সাব্যস্ত হন এবং তার দলের নির্বাচনে অংশ নিতে পারেননি। তিনি ২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন। সেই তখন থেকেই দুর্নীতির অভিযোগ ও রাষ্ট্রীয় গোপনীয়তা প্রকাশসহ অন্যান্য বিষয়ে আইনি লড়াইয়ে জড়িয়ে পড়েন।
ইমরান খান সমস্ত অভিযোগ অস্বীকার করে তিনি বলেছিলেন, তাকে ক্ষমতাচ্যুত করার সঙ্গে জড়িত পরবর্তী প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, মার্কিন যুক্তরাষ্ট্র ও পাকিস্তানি সামরিক বাহিনী।
আরও পড়ুন: ইমরান খানের দুর্নীতির মামলায় ৩ বছরের কারাদণ্ড স্থগিত
কপ-২৮: বিশ্বব্যাপী জলবায়ু প্রতিক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান
জাতিসংঘের (ইউএন) ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ (কপ-২৮) সম্মেলনের ২৮তম অধিবেশন শুরু হয়েছে।
বিশ্বের অন্যতম জীবাশ্ম জ্বালানি উৎপাদনকারী দেশ সংযুক্ত আরব আমিরাত এবার সম্মেলনের আয়োজক। দেশটির দুবাই শহরে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকালে শুরু হওয়া এ সম্মেলন চলবে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত।
এই বছরের জলবায়ু সম্মেলনটি বিশেষভাবে বিশ্ববাসীর মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কারণ গ্লোবাল স্টকটেকের মূল্যায়নের সময় এসে গেছে। ২০১৫ সালের প্যারিস চুক্তির লক্ষ্য অনুযায়ী এবারই প্রথম বিশ্বের সামগ্রিক অগ্রগতির দ্বিবার্ষিক মূল্যায়নই (স্টকটেক) হচ্ছে।
আনুষ্ঠানিকভাবে কপ-২৮ এর সভাপতি সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান আহমেদ আল জাবের বলেন, ‘গ্লোবাল স্টকটেকের সিদ্ধান্তের মাধ্যমে নতুন পথচলা শুরু হবে। জীবাশ্ম জ্বালানির ভবিষ্যৎ কী হবে, এটা থাকবে এবারের সম্মেলনে আলোচনার মূল বিষয়। এটি এমন একটি সিদ্ধান্ত যা কার্যকর করতে, ত্রুটিগুলো সংশোধন করতে এবং ২০৩০ পর্যন্ত পদক্ষেপ নির্ধারণ করতে সহায়তা করবে।’
আল জাবের বিশ্ব নেতাদের কাছে একটি সমাবেশের আহ্বান জানিয়েছেন।
তিনি জীবাশ্ম জ্বালানির ভবিষ্যৎ বিষয়ে বৈশ্বিক মূল্যায়নের উপর দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া এবং এজেন্ডাগুলোতে ঐকমত্যে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন: বাংলাদেশ প্রতিনিধি দল কপ-২৮ সম্মেলনে বলিষ্ঠ ভূমিকা পালন করবে: পরিবেশমন্ত্রী
তিনি বলেন, ‘এই প্রেসিডেন্সি (সবুজ) অর্থায়ন শুরু করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্বের দক্ষিণাংশের দেশগুলোর আর উন্নয়ন ও জলবায়ু কর্মকাণ্ডের মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে হবে না।’
তিনি সমাধানের জন্য সব পক্ষকে এগিয়ে আসার এবং ঐক্যমত্যে পৌঁছানোর আহ্বান জানিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনের নির্বাহী সেক্রেটারি সাইমন স্টিয়েল বলেন, ‘আমরা ছোট ছোট পদক্ষেপ নিচ্ছি। অস্থিতিশীল বিশ্ব থেকে খুব ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। তবে, বর্তমানে আমরা যে জটিল প্রভাবগুলোর (জলবায়ু পরিবর্তনের) সম্মুখীন হচ্ছি তা সমাধানের সর্বোত্তম প্রতিক্রিয়া তৈরি করার জন্য স্থিতিস্থাপকতার অভাব রয়েছে।’
তিনি দ্রুত প্রাসঙ্গিক পদক্ষেপ নেওয়ার এবং একে অপরের সঙ্গে সম্পর্ক ও সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
জীবাশ্ম জ্বালানি থেকে সবুজ জ্বালানিতে রূপান্তরের জন্য দৃঢ় আহ্বান জানানোর সময় জাতিসংঘের এই জলবায়ু কর্মকর্তা জোর দিয়ে বলেন, ‘দেশের মধ্যে এবং এক দেশের সঙ্গে অন্য দেশের সম্পর্কে ন্যায়বিচার’ নিশ্চিত করা খুব গুরুত্বপূর্ণ।
তিনি আরও সতর্ক করেছেন, ‘বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫-ডিগ্রি সীমা অতিক্রম করার আগে পৃথিবীর কার্বন নির্গমন সহ্য করার ক্ষমতা শেষ হওয়ার আগে আমাদের হাতে এখনও প্রায় ছয় বছর আছে।’
এবারের কপ-২৮ সম্মেলন পৃথিবী ও সমস্ত মানবজাতির মুখোমুখি থাকা জলবায়ু সমস্যাগুলো সমাধানের জন্য ৭০ হাজারেরও বেশি প্রতিনিধিকে স্বাগত জানাবে।
আরও পড়ুন: কপ-২৮ এর আগেই জলবায়ু ক্ষয়ক্ষতি নিরূপণের সুপারিশ সংসদীয় কমিটির
সংসদ সদস্যদের গোলটেবিল বৈঠক: কপ-২৮ এর আগে বাংলাদেশ-যুক্তরাজ্যের ককাস গঠনের প্রস্তাব
ভারতে টানেলে ৪১ শ্রমিক আটকা: খননকাজে ব্যবহৃত যন্ত্র বিকল হওয়ায় উদ্ধারকাজ বন্ধ
ভারতের উত্তরাঞ্চলে একটি ধসে পড়া টানেলে দুই সপ্তাহ ধরে আটকে থাকা ৪১ জন নির্মাণশ্রমিকের কাছে পৌঁছানোর চেষ্টা শনিবার (২৫ নভেম্বর) ফের বাধাগ্রস্ত হয়েছে।
একদিন আগে নুড়ি পাথর ও ধাতুর ধ্বংসাবশেষের মধ্যে দিয়ে খনন করার সময় ড্রিলিং মেশিনটি ভেঙে যায়। এরপর হাত দিয়ে ধ্বংসাবশেষ অপসারণের কাজ করছিলেন উদ্ধারকারীরা। কিন্তু শনিবার অভিযানটি বন্ধ করে দেওয়া হয়েছে।
উত্তরাখণ্ড রাজ্যের দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দলকে সহায়তাকারী আন্তর্জাতিক বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্স বলেছেন, কবে আবার খনন কাজ শুরু করা যাবে তা এখনো বলা যাচ্ছে না।
তিনি সাংবাদিকদের বলেন, ‘যন্ত্রটি ভেঙে গেছে। এটা আর মেরামত করা সম্ভব নয়।’
গত ১২ নভেম্বর ভূমিধসে ৪ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ টানেলের একটি অংশ প্রবেশদ্বার থেকে প্রায় ২০০ মিটার (৬৫০ ফুট) ধসে পড়ে শ্রমিকরা টানেলে আটকা পড়েছেন।
এলাকাটি পাথুরে হওয়ায় ড্রিলিং মেশিন চালানো চ্যালেঞ্জে পরিণত হয়েছে। এর আগে দুবার মেশিন ভেঙে যাওয়ায় উদ্ধারকারী দল আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করতে পারেনি।
১২ মিটার (৪০ ফুট) ধ্বংসাবশেষের প্রায় ২ মিটার (৬ দশমিক ৫ ফুট) ড্রিল করার পরে মেশিনটি বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বাস দুর্ঘটনায় নিহত ৩০
দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা দেবেন্দ্র পাটওয়াল জানান, উদ্ধারকারীরা খনন করা চ্যানেলে পাইপ ঢুকিয়েছে এবং একটি প্যাসেজওয়ে হিসেবে ব্যবহার করার জন্য ঢালাই করেছে। এখন পর্যন্ত প্রায় ৪৬ মিটার (১৫১ ফুট) পাইপ দেওয়া হয়েছে।
এদিকে, শনিবার দুর্ঘটনাস্থলে খাড়াভাবে খননের জন্য ব্যবহৃত একটি নতুন ড্রিলিং মেশিন আনা হয়েছে।
আটকে পড়া লোকদের কাছে পৌঁছানোর বিকল্প পরিকল্পনা হিসেবে খাড়াভাবে খনন করা হচ্ছে এবং উদ্ধারকারীরা পাহাড়ের চূড়ায় যাওয়ার রাস্তা তৈরি করে ফেলেছে। উদ্ধারকারী দলগুলো আটকে পড়া শ্রমিকদের কাছে পৌঁছানোর জন্য ১০৩ মিটার (৩৩৮ ফুট) গভীর পর্যন্ত খনন করতে হবে।
কর্তৃপক্ষ আটকে পড়া শ্রমিকদের ৬ ইঞ্চি (১৫-সেন্টিমিটার) পাইপের মাধ্যমে চাল ও মসুর ডাল দিয়ে তৈরি গরম খাবার সরবরাহ করেছে। এর আগে তারা একটি সংকীর্ণ পাইপের মাধ্যমে পাঠানো শুকনো খাবার খেয়ে বেঁচে ছিলেন।
একটি পৃথক পাইপের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে এবং মনোরোগ বিশেষজ্ঞসহ এক ডজনেরও বেশি চিকিৎসক দুর্ঘটনাস্থলে তাদের স্বাস্থ্য পর্যবেক্ষণ করছেন।
আটকে পড়া শ্রমিকদের বেশিরভাগই সারাদেশ থেকে আসা পরিযায়ী শ্রমিক। তাদের অনেকের পরিবার দুর্ঘটনাস্থলে এসে পৌঁছেছেন।
বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্পটি ফেডারেল সরকারের একটি ফ্ল্যাগশিপ উদ্যোগ। এটি হিমালয়ের ভঙ্গুর অবস্থাকে আরও বাড়িয়ে তুলবে, যেখানে ধ্বংসাবশেষের উপরে বেশ কয়েকটি শহর তৈরি করা হয়েছে।
বিপুল সংখ্যক তীর্থযাত্রী ও পর্যটক উত্তরাখণ্ডের অনেক হিন্দু মন্দির পরিদর্শন করে। ভবন ও রাস্তাঘাট নির্মাণ অব্যাহত থাকার কারণে বছরের পর বছর এই সংখ্যা বাড়ছে।
আরও পড়ুন: ভারতের হরিয়ানায় বিষাক্ত মদ পানে ১৯ জনের মৃত্যু
ভারতের শ্রীনগরে হাউজবোটে অগ্নিকাণ্ডে ৩ বাংলাদেশি পর্যটক নিহত
পাকিস্তানি শপিং মলে অগ্নিকাণ্ডে নিহত ১০
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর করাচিতে একটি শপিং মলে আগুন লেগে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এ অগ্নিকাণ্ডে ২০ জনেরও বেশি আহত হয়েছেন।
শনিবার (২৫ নভেম্বর) পুলিশ ও স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
বহুতল আরজে মলটি একটি বাণিজ্যিক ভবনে অবস্থিত। ভবনটিতে কল সেন্টার ও সফ্টওয়্যার প্রতিষ্ঠানও রয়েছে।
করাচির মেয়র মুর্তজা ওয়াহাব সিদ্দিকী এক্সে (পূর্বে টুইটার) বলেছেন, আগুন নেভানো হয়েছে, উদ্ধারকাজ চলছে।
আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দক্ষিণ সিন্ধু প্রদেশের রাজধানী করাচিতে প্রায়ই এই ধরনের দুর্ঘটনা ঘটে। চলতি বছরের এপ্রিলে একটি পোশাক কারখানায় আগুন লেগে চার দমকলকর্মী নিহত হয়। আগুনের লেলিহান শিখায় ভবনটি পুড়ে অবশেষে ধসে পড়ে।
২০২১ সালের আগস্টে একই শহরের একটি রাসায়নিক কারখানায় আগুন লেগে কমপক্ষে ১০ জন নিহত হয়েছিলেন।
এছাড়া একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে আটকা পড়ে ২৬০ জনের মৃত্যু হয়েছিল।
নয়া দিল্লিতে স্থায়ীভাবে বন্ধ হয়ে যাচ্ছে আফগান দূতাবাস
ভারত সরকারের চ্যালেঞ্জ এবং কূটনৈতিক সহায়তার অভাবে নয়া দিল্লিতে আফগান দূতাবাস স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে আফগান কর্তৃপক্ষ।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কাবুল সরকারকে ভারতের স্বীকৃতি না দেওয়ার কারণে দূতাবাসের কার্যক্রম ১ অক্টোবর থেকে বন্ধ করার পদক্ষেপের পর বৃহস্পতিবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। সে সময় বলা হয়, তারা আফগান নাগরিকদের জরুরি কনস্যুলার সেবা প্রদান অব্যাহত রাখবে।
দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘নয়াদিল্লিতে ইসলামিক রিপাবলিক অব আফগানিস্তানের দূতাবাসের স্বাভাবিক ধারাবাহিকতা বজায় রাখার জন্য ভারত সরকারের অবস্থান অনুকূলভাবে বিকশিত হবে এই প্রত্যাশা থেকেই পূর্ববর্তী সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।’
কিন্তু আট সপ্তাহের মধ্যে দূতাবাসটি ‘নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার জন্য তালেবান এবং ভারত সরকারের উভয়ের ক্রমাগত চাপের কারণে একটি কঠিন সিদ্ধান্ত নেয়।’
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার: তালেবান মুখপাত্র
২০২১ সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতায় আসা তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি ভারত। দুই বছর আগে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আগে কাবুল থেকে নিজেদের কর্মীদের সরিয়ে নিয়েছিল দেশটি। তখন থেকে আফগানিস্তানে কূটনৈতিক উপস্থিতি নেই ভারতের। তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা জাতিসংঘের নেতৃত্ব অনুসরণ করবে বলে জানিয়েছে ভারত।
নয়া দিল্লিতে আফগান দূতাবাসটি ভারতীয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ক্ষমতাচ্যুত আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির সরকার নিযুক্ত কর্মীদের দ্বারা পরিচালিত হত।
শুক্রবার দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, আফগান প্রজাতন্ত্রের কোনো কূটনীতিক ভারতে নেই এবং যারা দূতাবাসে কাজ করেছেন তারা নিরাপদে তৃতীয় দেশে পৌঁছেছেন।
বিবৃতিতে বলা হয়, ‘ভারতে উপস্থিত একমাত্র ব্যক্তিরা হলেন তালেবানের সঙ্গে যুক্ত কূটনীতিক,’ মিশনটি ভারত সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, 'মিশনের ভাগ্য নির্ধারণ করা এখন ভারত সরকারের ওপর নির্ভর করছে, এটি বন্ধ রাখা হবে নাকি তালেবানের 'কূটনীতিকদের' কাছে হস্তান্তরের সম্ভাবনাসহ বিকল্পগুলোও বিবেচনা করা হবে।
আরও পড়ুন: আফগানিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ৭, আহত ১৫
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা বলছে, ভারতে নিবন্ধিত প্রায় ৪০ হাজার শরণার্থীর প্রায় এক-তৃতীয়াংশই আফগান নাগরিক। যারা অন্যান্য সংস্থার নিবন্ধিতদের অন্তর্ভুক্ত নয়।
আফগান দূতাবাস জানিয়েছে, গত দুই বছরে শরণার্থী, শিক্ষার্থী এবং অন্যান্যরা দেশ ছেড়ে চলে যাওয়ায় ভারতে কমিউনিটি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ২০২১ সালের আগস্টের পর থেকে এই সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে এবং এই সময়ের মধ্যে খুব সীমিত ভিসা ইস্যু করা হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
২০২২ সালে ভারত গম, ওষুধ, কোভিড-১৯ ভ্যাকসিন এবং শীতবস্ত্র সহ আফগানিস্তানে ত্রাণ সামগ্রী পাঠিয়েছিল। যা ইতোমধ্যে যুদ্ধবিধ্বস্ত আফগান অর্থনীতিতে ঘাটতি মেটাতে সহায়তা করেছিল।
আরও পড়ুন: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে ৬.৩ মাত্রার ভূমিকম্প
কানাডার নাগরিকদের জন্য পুনরায় ই-ভিসা চালু করল ভারত
কানাডায় এক শিখ বিচ্ছিন্নতাবাদীকে হত্যার ঘটনায় কানাডার জড়িত থাকার অভিযোগ ওঠার দুই মাস পর কানাডার নাগরিকদের জন্য ইলেকট্রনিক ভিসা সেবা পুনরায় চালু করেছে ভারত।
বুধবার(২২ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।
গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে বলেন, বুধবার ইলেকট্রনিক ভিসা চালু হয়েছে।
এই পদক্ষেপটি দেশ দুটির মধ্যে উত্তেজনা কমাতে করতে পারে। পরপস্পর অভিযোগ উন্থাপন করে একে অপরের কূটনীতিকদের বহিষ্কার করেছিল। এমনকি কানাডার নাগরিকদের ভিসা নিষেধাজ্ঞা দিয়েছিল ভারত।
আরও পড়ুন: কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে কানাডার নাগরিকদের ভিসা স্থগিত করল ভারত
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গত সেপ্টেম্বরে বলেছিলেন, কানাডার পশ্চিমাঞ্চলের ভ্যাঙ্কুভারে কানাডার নাগরিক হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার 'বিশ্বাসযোগ্য অভিযোগ' রয়েছে। এরপরেই দেশ দুটির কূটনৈতিক দ্বন্দ্ব শুরু হয়।
৪৫ বছর বয়সী শিখ নেতা ও গুরু নিজ্জার গত জুনে ভ্যাঙ্কুভারের বাইরে সারেতে মুখোশধারী বন্দুকধারীদের হাতে নিহত হন।
বহু বছর ধরে ভারত বলে আসছিল যে ভারতে জন্মগ্রহণকারী কানাডিয়ান নাগরিক নিজ্জার সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত, যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করেছিলেন। তবে তার হত্যার সঙ্গে জড়িত থাকার কানাডার অভিযোগকে ‘অযৌক্তিক’ বলে প্রত্যাখ্যান করেছে ভারত।
আরও পড়ুন: ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ কানাডা: ট্রুডো
কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো সম্পর্কে নয়া দিল্লির উদ্বেগ থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে শক্তিশালী প্রতিরক্ষা ও বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে। এর আগে কানাডার বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী ও 'সন্ত্রাসীদের' আশ্রয় দেওয়ার অভিযোগ করেছিল ভারত।
কানাডার কিছু কর্মকর্তা জেনেভা কনভেনশন লঙ্ঘন করেছে ভারতের এমন সতর্কতার পর দেশ দুটির বিরোধ প্রকাশ্যে আসে। এরপরই ভারতে নিযুক্ত ৬২ জন কর্মকর্তার মধ্যে ৪১ জনকে প্রত্যাহার করে নেয় কানাডা।
গত মাসে ভারত নিষেধাজ্ঞা শিথিল করে কানাডিয়ান নাগরিকদের প্রবেশ, ব্যবসা, চিকিৎসা এবং কনফারেন্স ভিসার পরিষেবা পুনরায় চালু করেছে।
আরও পড়ুন: ভারত থেকে কানাডার ৪১ কূটনীতিককে প্রত্যাহার
চীনের উত্তরাঞ্চলে কয়লা উত্তোলন কোম্পানির ভবনে অগ্নিকাণ্ডে নিহত ২৫
চীনের উত্তরাঞ্চলীয় এক শহরে বৃহস্পতিবার কয়লা উত্তোলন কোম্পানির ভবনে অগ্নিকাণ্ডে ২৫ জন নিহত ও কয়েক ডজন আহত হয়েছেন।
দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, ভবনটি ইয়ংজু কয়লা কোম্পানির মালিকানাধীন এবং এটি উত্তর শানশি প্রদেশের লভলিয়াং শহরে অবস্থিত।
জেলা কর্মকর্তারা এক বিবৃতিতে জানিয়েছেন, উদ্ধার কাজ চলছে এবং জরুরি সেবা ঘটনাস্থলে রয়েছে। তারা ৬৩ জনকে সরিয়ে নিয়েছে, যদিও নিহত ২৫ জন সেই সংখ্যার মধ্যে ছিল কি না তা স্পষ্ট নয়।
স্থানীয় দমকল বিভাগ সিসিটিভিকে জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং উদ্ধার কাজ চলছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কয়লা উত্তোলন যেখানে হচ্ছে সেখানে নয়, বরং অফিস ও ডরমিটরিসহ একটি ভবনে আগুনের সূত্রপাত হয়েছিল বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: ১৫ ঘণ্টায় ১১ অগ্নিকাণ্ড, পুড়েছে ১২টি যানবাহন: ফায়ার সার্ভিস
ভারতের শ্রীনগরে হাউজবোটে অগ্নিকাণ্ডে ৩ বাংলাদেশি পর্যটক নিহত
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বাস দুর্ঘটনায় নিহত ৩০
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন প্রায় দুই ডজন মানুষ।
বুধবার (১৫ নভেম্বর) হিমালয়ের একটি মহাসড়ক থেকে বাসটি পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।
দেশটির বেসামরিক প্রশাসক হরবিন্দর সিং জানিয়েছেন, ৪২ আসনের বাসটি কিস্তওয়ার শহর থেকে দক্ষিণ জম্মু শহরের দিকে যাওয়ার পথে প্রায় ৬৬০ ফুট (২০০ মিটার) নিচে পাহাড়ি অঞ্চলের একটি পুরোনো রাস্তায় ছিটকে পড়ে যায়।
আরও পড়ুন: ভারতে বাস দুর্ঘটনায় নিহত ৪৫
স্থানীয়রা ও কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করে।
সিং বলেন, আহতদের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। গুরুতর আহত অন্তত ১০ জনকে জম্মুর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি।
আরও পড়ুন: ভারতে বাস দুর্ঘটনায় নিহত ১৩
ভারতে সড়ক দুর্ঘটনার হার বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। দেশটিতে দুর্ঘটনায় প্রতি বছর লাখ লাখ মানুষ নিহত ও আহত হয়। বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণেই বেশিরভাগ দুর্ঘটনা ঘটে। এ ছাড়া, সড়কের দুর্বল রক্ষণাবেক্ষণ ও পুরোনো যানবাহনও দুর্ঘটনার জন্য দায়ী।
গত বছর ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে একটি শতাব্দীর পুরোনো ঝুলন্ত ব্রিজ ভেঙে নদীতে পড়ে শত শত মানুষ পানিতে ডুবে যায়। গত এক দশকের মধ্যে দেশের সবচেয়ে ভয়াবহ ওই দুর্ঘটনায় কমপক্ষে ১৩২ জন নিহত হয়।
আরও পড়ুন: ভারতে বাস দুর্ঘটনায় ১৫ জন নিহত
ভারতের হরিয়ানায় বিষাক্ত মদ পানে ১৯ জনের মৃত্যু
উত্তর ভারতের হরিয়ানা রাজ্যে সন্দেহভাজন বিষাক্ত মদ পানে ১৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১১ নভেম্বর) দেশটির স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
স্থানীয় টিভি নিউজ চ্যানেল এনডিটিভি জানিয়েছে, ‘হরিয়ানায় সন্দেহভাজন বিষাক্ত মদ খেয়ে কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে।’
মৃতদের মধ্যে উত্তরপ্রদেশের দুই অভিবাসী শ্রমিকও রয়েছে। তারাও মদ পান করেছিল।
বুধবার হরিয়ানার রাজধানী চণ্ডিগড় থেকে প্রায় ১০৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে যমুনানগর জেলার মান্দেবাড়ি ও পাঞ্জেতা কা মাজরা নামের গ্রাম দুটি থেকে এই মৃত্যুর খবর পাওয়া গেছে।
এনডিটিভি চ্যানেলের তথ্যমতে, যমুনানগরের সারান গ্রাম এবং পার্শ্ববর্তী আম্বালা জেলার ফুসগড় গ্রাম থেকে আরও মৃত্যুর খবর পাওয়া গেছে।
আরও পড়ুন: ভারতের সিকিমে বন্যায় নিহত বেড়ে ৪৭
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে এবং সন্দেহভাজনদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত সাতজনকে আটক করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ আম্বালার একটি পরিত্যক্ত কারখানায় তৈরি ২০০ ক্রেট জাল মদ বাজেয়াপ্ত করেছে। এগুলো যমুনানগরে সরবরাহ করার জন্য রাখা হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে।
এনডিটিভি জানিয়েছে, ‘পুলিশ ১৪টি খালি ড্রাম এবং অবৈধ মদ তৈরিতে ব্যবহৃত উপকরণ জব্দ করেছে। পুলিশ বিষাক্ত মদ উৎপাদনকারীদের গ্রেপ্তারে এবং উৎপাদনের সময় খুঁজে বের করতে অনুসন্ধান চালাচ্ছে।’
ভারতে প্রায়ই নকল মদ পানে মানুষের মৃত্যুর খবর পাওয়া যায়। দেশটির বহু মানুষ এখনও সস্তায় দেশীয় মদ পান করে।
আরও পড়ুন: ভারতের হিমালয়ের উত্তর-পূর্বাঞ্চলে বন্যায় ৩১ জনের মৃত্যু
ভারতের সিকিমে আকস্মিক বন্যায় নিহত ১৪, নিখোঁজ শতাধিক