টিভি
ওয়েব ফিল্মে জুটি নিশো ও মেহজাবীন
আবারও নতুন ওয়েবফিল্ম নিয়ে আসছেন জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন।
‘নীল জলের কাব্য’ শিরোনামে ওয়েবফিল্মটিতে জুটি বেঁধেছেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।
এটি মুক্তি পাবে ১৬ নভেম্বর বিকেল ৩টায় আই স্ক্রিনের পর্দায়। এ উপলক্ষে বুধবার (১৫ নভেম্বর) সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সেখানে উপস্থিত ছিলেন- সিনেমাটির সংশ্লিষ্ট অনেকে।
আরও পড়ুন: কারার ওই লৌহ কপাট বিতর্ক: অবশেষে ক্ষমা চাইলো টিম ‘পিপ্পা’
‘নীল জলের কাব্য’ সিনেমার গল্পে দেখা যাবে- নানির কাছে কক্সবাজারের গল্প শুনে সমুদ্র দেখার স্বপ্ন জাগে মেহজাবীনের। অনেকবার সমুদ্র দেখার বায়না করলেও মেয়ে বলে পরিবার থেকে অনুমতি পান না তিনি।
আফরান নিশোর সঙ্গে বিয়ের পর তিনি জানান, তাকে সমুদ্রে নিয়ে যেতে হবে। ইচ্ছা থাকলেও বাধা হয়ে দাঁড়ায় তাদের অর্থনৈতিক সমস্যা। টাকা জমানোর পরিকল্পনা করলেও আসতে থাকে একের পর এক বাধা।
এভাবে এগিয়ে যায় সিনেমার ঘটনা।
সেখানে সবার উদ্দেশে শিহাব শাহীন বলেন, ‘এই ওয়েব ফিল্মের যখন শুটিং করি তখনও ওটিটি প্লাটফর্মের জনপ্রিয়তা আসেনি। পরে যখন ওটিটিতে মুক্তি দেওয়ার পরিকল্পনা করি তখন ওয়েব ফিল্মের রূপ দেওয়া হয়।
শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে মেহজাবীন বলেন, ‘কোভিডের কারণে চারবার শুটিং বাতিল করতে হয়। মাঝে আমি নিজেও অসুস্থ হয়ে পড়েছিলাম। পরে আইস্ক্রিনের উদ্যোগে এটি নির্মাণ সম্পন্ন করতে পেরেছি। এটি এখন প্রচারের অপেক্ষায়, এজন্য ভালো লাগছে।’ প্রচারের পর দর্শকদের মতামতের অপেক্ষায় আছি।’
নিশো বলেন, ‘দীর্ঘদিনের ইচ্ছের গল্প এটি। তবে গল্পে নানা ঘটনা যুক্ত হবে। শুটিংয়ের মাঝে করোনা, এরপর কয়েক দফায় শুটিং শেষ করতে পেরেছি, কথা বলতে গিয়ে অনেক স্মৃতি মনে পড়ছে। যাই হোক অবশেষে এটি মুক্তি পাচ্ছে আশা করব দর্শকদের ভালো লাগবে।’
আরও পড়ুন: কড়ক সিং: জয়ার প্রথম হিন্দি সিনেমা আসছে ওটিটির পর্দায়
বিজয়ীদের হাতে উঠল জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২
এমন কাজের কোনো অভিজ্ঞতা ছিল না: সাদিয়া আয়মান
এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান টিভি ও ওটিটির পর্দায় প্রশংসিত হয়েছেন। এবার তাকে দেখা যাবে চরকির অরিজিনাল সিরিজে।
রহস্য-রোমাঞ্চে ভরপুর মো. আবিদ মল্লিক পরিচালিত ‘প্রচলিত’ শিরোনামে সিরিজটিতে থাকছে মোট পাঁচটি পর্ব। প্রতি বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে একটি করে পর্ব।
রিংটোন, বিলাই, বেওয়ারিশ এরইমধ্যে মুক্তি পেয়েছে।
জানা গেছে, চতুর্থ গল্প 'কলিংবেল’ মুক্তি পাবে বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাত ৮টায়।
‘কলিংবেল’এ আরও অভিনয় করেছেন আয়োজিদ হক জোয়ার্দার, শাহানা রহমান সুমিসহ আরও অনেকে।
কাজের অভিজ্ঞতা জানিয়ে সাদিয়া আয়মান গণমাধ্যমে বলেন, ‘কলিংবেলের গল্প শুনেই ভালো লেগেছিল তাই কাজটি করেছি। এর আগে এমন কাজের কোনো অভিজ্ঞতা ছিল না। গল্পটা একটু ভিন্ন। গল্পের শুরুতে রোমান্টিক কিছু মোমেন্ট ছিল আবার ভয়েরও কিছু দৃশ্য ছিল। সব মিলিয়ে গল্পের গ্রাফটা আমার খুব ভালো লেগেছে।’
তিনি আরও বলেন, ‘কাজের আগে নিজের মতো করে কিছুটা প্রস্তুতি নিয়েছিলাম। আমার চরিত্রের মধ্যে একটু ডিটেকটিভ ভাবের দরকার ছিল। সেটার জন্য শার্লক হোমস ও কিছু ডিটেকটিভ সিরিজ দেখেছিলাম। আমার লুকটাও বেশ ভিন্ন ছিল। আমি চাই গল্পটা দেখুক সবাই। আশা করি, সবার ভালো লাগবে।’
চলতি বছরের জুলাই-আগস্টে সিরিজটির শুটিং হয়েছে ঢাকা, মানিকগঞ্জ ও সাভারের বিভিন্ন লোকেশনে। সিরিজটির সিনেমাটোগ্রাফি করেছেন রাজু রাজ। মিউজিক ও ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন খৈয়াম সানু সন্ধি। সম্পাদনার কাজটি করেছেন সবুজ শেখ। কালার গ্রেডিং-এ ছিলেন আশরাফুল আলম ও সাউন্ড ডিজাইন করেছেন রিপন নাথ।
হুমায়রা হিমুর মৃত্যু: ঢাকার বংশাল থেকে একজনকে আটক করেছে র্যাব
জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমুর মৃত্যুর ঘটনায় রাজধানীর বংশাল এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব সদর দপ্তরের (মিডিয়া উইং) সহকারী পুলিশ সুপার (এএসপি) ইমরান খান জানান, আটক ব্যক্তির নাম মোহাম্মদ জিয়াউদ্দিন ওরফে রুফি।
তিনি বলেন, আটকের বিষয়ে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।
বৃহস্পতিবার টেলিভিশন শিল্পের অন্যতম খ্যাতিমান মুখ হুমায়রা হিমু নিজ বাসভবনে মারা গেছেন। বিকালে তাকে উত্তরায় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: অভিনেত্রী হিমু আর নেই
অভিনেত্রী হিমু আর নেই
জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু মারা গেছেন। অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকালে এই তারকা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা যায়, উত্তরার নিজ বাসায় আত্মহত্যা করেছেন হিমু। উত্তরার বাংলাদেশ মেডিক্যালে তার লাশ রাখা হয়েছে।
আরও পড়ুন: ঢাকায় আসবেন জিৎ
আহসান হাবিব নাসিম জানান, এই অভিনেত্রীর প্রেমিক নিখোঁজ রয়েছেন এবং তার ফোন বন্ধ। আর এটি আত্মহত্যা নাকি খুন তা এখনই বলা যাচ্ছে না।
তিনি আরও বলেন, হিমুকে উত্তরার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হিমুর মোবাইল ফোনসহ নিখোঁজ রয়েছেন তার প্রেমিক।
উল্লেখ্য, ২০০৬ সালে টেলিভিশন নাটক ‘ছায়াবীথি’তে অভিনয়ের মধ্যে দিয়ে ক্যারিয়ার শুরু করেন হিমু। এরপর ‘বাড়ি বাড়ি সারি সারি’, ‘হাউজফুল’, ‘গুলশান এভিনিউ’সহ অনেক জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন এই অভিনেত্রী।
আরও পড়ুন: ‘বিউটি সার্কাস’ টিমের প্রতি কৃতজ্ঞ: জয়া আহসান
ঈদুল আজহার বাংলাদেশি সিনেমা ২০২৩: ওটিটি ও হলে মুক্তি পাচ্ছে যে সিনেমাগুলো
ঈদ মানেই বড় পর্দাজুড়ে চমকপ্রদ আয়োজনের শুভ মহরত। প্রতিবারের মত এবারো নিত্য-নতুন সব ঈদুল আজহার বাংলাদেশী সিনেমা ২০২৩ কে ভরিয়ে তুলবে বিনোদনের আলোকসজ্জায়।
সেই প্রত্যাশাতেই সিনেমাপ্রেমীদের উৎসুক দৃষ্টি ঘুরে বেড়াচ্ছে উড়াল সড়কের স্তম্ভ থেকে সামাজিক মাধ্যমগুলোর নিউজফিডে। এই উদ্দীপনা শুধু হলে মুক্তি পাওয়া সিনেমাগুলোর জন্য নয়!
বাংলাদেশের ঘরোয়া চলচ্চিত্রের অন্ধ ভক্তগণ এখন ওটিটি (ওভার-দ্যা-টপ) ওয়েব ফিল্মের সঙ্গেও অভ্যস্ত হয়ে উঠেছে। বাংলা চলচ্চিত্রের এই শুভাকাঙ্ক্ষিদের কথা মাথায় রেখেই আসন্ন ঈদে ওটিটি ও হলে মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমাগুলো নিয়ে সাজানো হয়েছে এই ফিচারটি।
চলুন দেখে নেয়া যাক- কোন সিনেমাগুলো ইতোমধ্যেই সমূহ উত্তেজনার খোরাক যোগাচ্ছে।
ঈদুল আজহা ২০২৩ এর সেরা বাংলা ১০ সিনেমা
প্রিয়তমা
গত ১০ মে সিনেমাটির ফার্স্ট লুক মুক্তি পাওয়ার পর থেকেই হৈচৈ শুরু হয়ে গেছে শাকিবিয়ানদের মধ্যে। পেছনে টান করে বাঁধা লম্বা চুলের শাকিব খানের নতুন অবতারটির খুব একটা সময় লাগেনি সামাজিক মাধ্যমে ভাইরাল হতে।
বৃষ্টির মধ্যে জ্বলন্ত সিগারেট ঠোটে চেপে অজানা বিষন্নতার দিকে চাহনীটা চমকে দিয়েছে লাখো ভক্তকে। পরিচালক হিমেল আশরাফ দাবী করেছেন শাকিবের এই স্বতঃস্ফূর্ত ভঙ্গিমাটি প্রথমবারের মত বের হয়ে এসেছে প্রিয়তমায়।
ফারুক হোসেনের সঙ্গে সিনেমার চিত্রনাট্য ও সংলাপ নির্মাণে স্বয়ং পরিচালকও অংশ নিয়েছেন। ছবিটির প্রযোজনা করেছেন ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান। শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে কলকাতার তারকা ইধিকা পালকে।
সুড়ঙ্গ
সিনেমার টিজার প্রকাশের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। বড় পর্দায় নিশোর অভিষেকটা রাজকীয় হতে যাচ্ছে এই থ্রিলার ঘরানার ছবিটির মাধ্যমে। সত্য ঘটনার ওপর নির্মিত চলচ্চিত্রটির নির্মাতা পরান-খ্যাত রায়হান রাফি।
আরও পড়ুন: ৩০ হলে দেখা যাবে ‘সুড়ঙ্গ’
২০১৪ সালের কিশোরগঞ্জের একটি ব্যাংকের নিচ থেকে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়ে ১৬ কোটি ৪০ লাখ টাকা চুরি করে সোহেল। গোটা ২ বছর ধরে সুড়ঙ্গ করলেও চুরির মাত্র ২ দিনের মধ্যেই সে ধরা পড়ে পুলিশের হাতে। সমালোচক ও ভক্তদের অনেকেই এই ঘটনার সঙ্গে ‘সুড়ঙ্গ’-এর কাহিনীর সাদৃশ্য করছেন।
নিশোর বিপরীতে মূল ভূমিকায় দেখা যাবে তমা মির্জাকে। এছাড়াও আছেন মোস্তফা মনোয়ার ও শহীদুজ্জামান সেলিম।
এবারের কোরবানি ঈদে ওটিটি প্ল্যাটফর্ম চরকি এবং স্থানীয় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
প্রহেলিকা
প্রথিতযশা নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী এবার পূর্ণদৈর্ঘ্য ছবি উপহার দিতে চলেছেন। ইতোমধ্যেই ‘মেঘের নৌকা’ শিরোনামে ‘প্রহেলিকা’-এর একটি গান বেশ জনপ্রিয়তা পেয়েছে।
পান্থ শাহরিয়ারের গল্প, সংলাপ ও চিত্রনাট্যের মোড়কে দর্শকরা রোমান্সের পাশাপাশি এখানে খুঁজে পাবেন রহস্য। দীর্ঘ বিরতির পর এর মধ্য দিয়ে আবার সিনেমায় ফিরছেন প্রখ্যাত অভিনেতা মাহফুজ আহমেদ।
তার বিপরীতে দেখা যাবে এ সময়ের বড় পর্দার আলোচিত তারকা শবনম বুবলীকে।
জামাল হোসেন প্রযোজিত চলচ্চিত্রটিতে আরও আছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ও এ কে আজাদ সেতু।
আরও পড়ুন: ঈদ আনন্দ বাড়িয়ে দেবে ক্যাসিনো: নিরব
নিকষ
নাটক ও সিনেমা উভয় জগতে সমানভাবে নিজের স্বাক্ষর রাখা তাসনিয়া ফারিণ আবারো আসতে চলেছেন দারুণ চমক নিয়ে। হঠাৎ একদিন ফেসবুক লাইভে এসে হারিয়ে যাওয়া বোনকে খুঁজে দেওয়ার জন্য দর্শকদের কাছে আকুতি-মিনতি করেন ফারিণ।
এটা যে ‘নিকষ’-এর প্রোমো ছিলো তা বুঝতে বেশ বেগ পেতে হয়েছিলো নেটিজেনদের।
স্কুলে পড়া ছোট বোন লিজা হঠাৎ একদিন লাপাত্তা হয়ে যায়। তাই বোনের খোঁজে হন্যে হয়ে দিগ্বিদিক ছোটাছোটি শুরু করে দেয় টাইপিস্টের চাকরি করা বড় বোন সুলতানা।
এই গল্প নিয়েই এগোতে থাকে সিনেমা।
কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মেজবাহ উদ্দীন সুমন। থ্রিলার ঘরানার এই ওয়েব ফিল্ম নির্মাণের মাধ্যমে ওটিটিতে যাত্রা শুরু করলেন রুবেল হাসান।
ছোট বোনের চরিত্রে অভিনয় করেছেন মাহিমা সুলতানা। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মীর নওফেল আশরাফী, জয়রাজ, রাকিব হোসাইন ইভন, খালেকুজ্জামান, ইসরাত জাহান হৃদিকা, সাবিহা জামানসহ আরও অনেকে।
এম আর নাইন
ধুর্ধর্ষ গুপ্তচর মাসুদ রানার ওপর সিনেমা বানানো নিয়ে অনেক আগে থেকেই তোড়জোড় ছিলো জাজ মাল্টিমিডিয়ার। অবশেষে কাজী আনোয়ার হোসেনের ১৯৬৬ সালের উপন্যাস ধংস পাহাড়ের স্বত্ত্ব নেওয়ার মাধ্যমে তা এবার সম্ভব হতে যাচ্ছে। শিরোনাম ‘এম আর নাইন: ডু অর ডাই’।
জাজ মাল্টিমিডিয়া এবং অ্যাভেল এন্টারটেইনমেন্টের ব্যানারে ছবিটির পরিচালনা করেছেন আসিফ আকবর। মাসুদ রানা চরিত্রে দেখা যাবে এবিএম সুমনকে।
ছবিটি বাংলা ও ইংরেজি দুই ভাষায় মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। দেশিয় প্রেক্ষাগৃহসহ টলিউডেও মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্রটি। চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবের পর, প্রিমিয়ার এন্টারটেইনমেন্ট বিশ্বব্যাপী ছবিটির পরিবেশনের কাজ করছে।
ছবিটির বিভিন্ন চরিত্রে দেখা যাবে তারিক আনাম খান, জেসিয়া ইসলাম, ইরফান সাজ্জাদ, সৈয়দা তিথি ওমনি, আনিসুর রহমান মিলন, শহিদুল আলম সাচ্চুসহ আরও অনেককে।
আরও পড়ুন: দুই চ্যানেলে ড. মাহফুজুর রহমানের একক সঙ্গীতানুষ্ঠান
দুই চ্যানেলে ড. মাহফুজুর রহমানের একক সঙ্গীতানুষ্ঠান
প্রতি বছরের মতো এ বছর ঈদেও একক সঙ্গীতানুষ্ঠান নিয়ে দর্শকদের মাঝে হাজির হচ্ছেন কণ্ঠশিল্পী ড. মাহফুজুর রহমান। এবারে একসঙ্গে দুই চ্যানেলে একক সঙ্গীতানুষ্ঠান নিয়ে আসছেন তিনি।
এটিএন বাংলার পাশাপাশি সংবাদ ভিত্তিক চ্যানেল এটিএন নিউজেও দেখা যাবে এই শিল্পীকে।
আরও পড়ুন: আনকাট ছাড়পত্র পেল শাকিব খানের 'প্রিয়তমা'
২০১৬ সাল থেকে ধারাবাহিকভাবে এটিএন বাংলায় প্রচার হচ্ছে তার গাওয়া গান নিয়ে একক সঙ্গীতানুষ্ঠান। এ ধারাবাহিকতায় এবারের ঈদেও তার গাওয়া একগুচ্ছ গান নিয়ে এটিএন বাংলায় ঈদের দিন রাত সাড়ে ১০টায় প্রচার হবে একক সঙ্গীতানুষ্ঠান ‘তুমি আমার অন্তরে’।
এবারের অনুষ্ঠানে রয়েছে মোট ১১টি গান। অ্যালবামের গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ এবং ড. মাহফুজুর রহমান।
অ্যালবামে রয়েছে- ভেঙ্গে চুরে ছারখার, তোমার হাঁসি ভালোবাসি, মনটা শুধু তোমার, চুপি চুপি কাছে এসে, তোমায় খুঁজে বেড়ায়, ঐ আকাশ নীলে দুই জন এবং রিমিক্স দাইমা-৩ শিরোনামের গান।
আরও পড়ুন: ঈদ-উল-আজহার বাংলা নাটক ২০২৩: যে নাটকগুলো দর্শকনন্দিত হওয়ার অপেক্ষায়
এছাড়াও অনুষ্ঠানে থাকছে জনপ্রিয় চারটি গজল।
এগুলো হলো- আকেলা না জানা, কাভিতো তুমকো, মুঝে তুম নাজারসে ও চুপকে চুপকে।
ঈদ-উল-আজহার বাংলা নাটক ২০২৩: যে নাটকগুলো দর্শকনন্দিত হওয়ার অপেক্ষায়
সমূহ প্রত্যাশা নিয়ে দরজায় কড়া নাড়ছে কোরবানির ঈদ আয়োজন। বিভিন্ন দৈর্ঘ্যের বিনোদনের সারিতে ঈদ ধামাকা নিয়ে শামিল হয়েছেন ছোট পর্দার কলাকুশলীরাও। আর তারই মোড়ক উন্মোচনের নিমিত্তে এই ঈদ-উল-আজহার নাটক ২০২৩ এর কড়চা।
প্রিয় তারকার খবর জানতে নাট্যপ্রেমীদের নিয়মিত আনাগোনা চলছে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। আর মুক্তির আগে একাধিক কিস্তিতে ট্রেলার প্রকাশ করে সেই পালে হাওয়া দিচ্ছেন নাট্য নির্মাতারা।
রোমান্টিক-কমেডির সয়লাবে নাট্যপাড়া প্লাবিত হয়ে গেলেও জনরাটির প্রতি দর্শকদের আগ্রহে এতটুকু ঘাটতি পড়েনি। তাই চলুন দেখে নেয়া যাক কোন নাটকগুলো এবারের কোরবানি ঈদে দর্শকনন্দিত হওয়ার অপেক্ষায় রয়েছে।
ঈদ-উল-আজহা ২০২৩ এর সেরা ১০ নাটক
গিফটেড
স্বপ্নে একটি মেয়েকে ভয়ে ছুটে পালাতে দেখছেন তাসনিয়া ফারিণ। কিন্তু একবার দু’বার না; টানা কয়েকটা দিন ধরেই স্বপ্নটা ভীষণ পীড়া দিচ্ছে তাকে। মেয়েটা কি তিনি নিজেই! এটা কি অতীতের কোনো ঘটনা না কি কোনো অনাকাঙ্ক্ষিত ভবিষ্যতের আভাস! এমনি রহস্য ফুটেজে ভরপুর গিফটেড নাটকের ট্রেলার।
আরও পড়ুন: আনকাট ছাড়পত্র পেল শাকিব খানের 'প্রিয়তমা'
নিজের লেখনী দিয়ে ইতোমধ্যেই নিজের একটি আলাদা ভক্তশ্রেণি তৈরি করেছেন প্রীতি দত্ত। তারই লেখা ও পরিচালনায় এবার জুটিবদ্ধ হয়েছেন এ সময়ের প্রিয় জুটি তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিণ। ঈদের ৪র্থ দিন সন্ধ্যা ৭টায় নাটকটি প্রচারিত হবে আরটিভির পর্দায়। এছাড়া আরটিভি ড্রামা ইউটিউব চ্যানেলেও নাটকটি উপভোগ করতে পারবেন দর্শকরা।
সারপ্রাইজ
বিয়ের পরে যদি জানা যায় যে বিয়ে করা বউ আসলে প্রেমিকার যমজ বোন, তাহলে তা মাথায় আকাশ ভেঙে পড়াই শামিল। এমনি মজার প্রেক্ষাপট নিয়ে গল্প লিখেছেন সোহাইল রহমান ও জয়নাল আবেদীন। আর সেই গল্পকে নাট্যরূপ দিয়েছেন মো. মাসরিকুল আলম।
হতভাগ্য সেই বরের ভূমিকায় অভিনয় করেছেন ছোট পর্দার সেরা নায়ক জিয়াউল ফারুক অপূর্ব। কাহিনীর প্রয়োজনে দ্বৈত ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সাবিলা নূরকে। শুরু থেকে শেষ পুরোটা হাস্যরসে ভরপুর ভাবলে ভুল হবে। আবার একদম গম্ভীরও নয় চিত্রনাট্যটি। এই দারুণ অভিজ্ঞতার স্বাদ পেতে দর্শকদের চোখ রাখতে হবে আরটিভির পর্দায়।
লাস্ট নাইট
একই সঙ্গে কমেডি, থ্রিলার ও রহস্য’র মেলবন্ধনের জন্য ইতোমধ্যেই সুপরিচিতি লাভ করেছেন রাকেশ বসু। এবার তার গল্পে দেখা যাবে এক ফটোগ্রাফার তার স্টুডিওতে আসা এক মেয়ের প্রেমে পড়ে গেছে। অল্প-স্বল্প প্রণয় খুনসুটি নিয়ে গল্পটা যখন ক্লাইমেক্সে পৌঁছাবে ঠিক তখনি উন্মোচিত হয় ফটোগ্রাফারের গোপন পরিচয়। পুরোটা সময় কি তবে সব অভিনয়ই ছিল! নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য।
আরও পড়ুন: চলচ্চিত্রে এবার যারা সরকারি অনুদান পেলেন
ফটোগ্রাফারের চরিত্রে ক্যামেরা হাতে দেখা যাবে জিয়াউল ফারুক অপূর্বকে। আর তার বিপরীতে থাকছেন উদীয়মান তারকা তানজিম সাইয়ারা তটিনী। ফটোগ্রাফারের আসল পরিচয় জানতে হলে চোখ রাখতে হবে এনটিভির পর্দায়।
নিউলি ম্যারিড
এ সময়ের ব্যস্ততম জুটি মুশফিক ফারহান ও কেয়া পায়েল এবার দর্শকদের সামনে আসতে চলেছেন সদ্য বিবাহিত যুগল হিসেবে। ব্যাচেলরের ছন্নছাড়া অবস্থা থেকে দাম্পত্য জীবনে স্থানান্তরটা প্রতিটি নব দম্পতির জন্য এক বিরাট ধাক্কা। আর সেই ধাক্কাটাই কীভাবে সামাল দিচ্ছেন তারই এক রম্য পরিবেশনা এই নাটকটি।
অবিবাহিত জীবনের স্বাধীনতায় হস্তক্ষেপ এবং দায়-দায়িত্বের আকস্মিক ঘাড়ে চেপে বসাটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু সেগুলো মেনে নেওয়াটা কতটুকু ঐচ্ছিক তা বেশ হাস্যরস দিয়ে পরিবেশন করেছেন পরিচালক মেহেদী হাসান হৃদয়। এই নিউলি ম্যারিডের হ্যাপি কাপল হওয়ার জার্নিটা দেখতে হলে চোখ রাখতে হবে আরটিভির পর্দায়।
ফিফটি ফিফটি
প্রথম দেখাতেই মেয়েটার প্রেমে পড়ে গেছে আদনান। সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে বিয়ে যদি করতে হয় তবে তাকেই করবে। কিন্তু মেয়েটার এক অদ্ভূত সমস্যা আছে, যা বেশ বিব্রতকর পরিস্থিতে ফেলে দিল আদনানসহ তার পরিবারকে। আর সেটা হচ্ছে এই এক মেয়ের মধ্যে একাধিক মানুষের উপস্থিতি বিদ্যমান। অন্যান্য উপস্থিতিগুলোর কোনোটি বেশ মারমুখো; কোনোটি বা ভয়াবহ ছলনাময়ী।
আরও পড়ুন: সব সীমারেখার ওপরে মানুষের বন্ধুত্ব: রাজ
এই চরিত্রে এই প্রথমবারের মতো অভিনয় করতে দেখা যাবে তানজিন তিশাকে। আদনান চরিত্রে থাকবেন তৌসিফ মাহবুব। প্রেক্ষাপটটা থ্রিলিং মনে হলেও পুরো চিত্রনাট্যে কমেডির মশলা মিশিয়েছেন পরিচালক ইমরাউল রাফাত। নাটকটি দেখানো হবে দীপ্ত টিভিতে।
চঞ্চল-বাপ্পার হাতে টেলিসিনে অ্যাওয়ার্ড ২০২৩
ভারতের টেলিসিনে অ্যাওয়ার্ডসের ২০তম আসর কলকাতা নজরুল মঞ্চ বসেছিল রবিবার (৪ জুন)। কলকাতার একাধিক তারকার পাশাপাশি এবারের পুরস্কার উঠে বাংলাদেশের শিল্পীদের হাতেও। সেই তালিকায় রয়েছেন জনপ্রিয় গায়ক বাপ্পা মজুমদার।
পুরস্কারটি পেয়ে বেশ উচ্ছ্বসিত বাপ্পা। এ নিয়ে তিনি ফেসবুক প্রোফাইলের পোস্টে লেখেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আপনাদের সবার ভালোবাসায়, বাংলা মিউজিকে বিশেষ অবদানের জন্য আমি ২০ তম টেলিসিনে অ্যাওয়ার্ডস ২০২৩ প্রাপ্ত হয়েছি।
রবিবার (৪ জুন) কোলকাতা নজরুল মঞ্চে এক অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে আমাকে এই সম্মানে ভূষিত করা হয়েছে।’
সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা জানিয়ে বাপ্পা আরও লেখেন, ‘আমি কৃতজ্ঞতা জানাই, জুরি বোর্ড এবং এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত সকলের প্রতি। সেই সঙ্গে আমার সকল শ্রোতা ও শুভানুধ্যায়ীদের জন্য রইলো প্রাণঢালা ভালোবাসা। সবাই ভালো থাকবেন, বাংলা গানের সঙ্গে থাকবেন।’এদিকে, শুধু বাপ্পা মজুমদারই নয়। টেলিসিনে অ্যাওয়ার্ডসের এবারের আসরে সেরা অভিনেতার পুরস্কার উঠে চঞ্চল চৌধুরীর হাতে। অন্যদিকে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন বাংলাদেশের গুণী অভিনেতা আফজাল হোসেন।
আরও পড়ুন: মুচলেকা দিয়ে জামিন পেলেন কণ্ঠশিল্পী নোবেল
জায়েদ খানের সদস্যপদ স্থগিত করেছে চলচ্চিত্র শিল্পী সমিতি
হামদ-নাত প্রতিযোগিতার শীর্ষ ১০ জনের নাম ঘোষণা ও পুরস্কার প্রদান
হামদ ও নাত প্রতিযোগিতা 'সুরের সাথে নূরের পথে’-এর শীর্ষ ১০ জন প্রতিযোগীর নাম ঘোষণা করেছে টফি। এটি বাংলাদেশের কোনো ওটিটি প্ল্যাটফর্মে আয়োজিত প্রথম হামদ ও নাত প্রতিযোগিতা। বাংলালিংক-এর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শীর্ষ অংশগ্রহণকারীদেরকে পুরস্কৃত করা হয়।
পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজিত এই প্রতিযোগিতায় হাজার হাজার টফি কনটেন্ট ক্রিয়েটর এক মিনিটের হামদ ও নাত ভিডিও জমা দেওয়ার মাধ্যমে অংশগ্রহণ করে।
ভিডিওতে ভিউ সংখ্যার ওপর ভিত্তি করে টফি সেরা ১০ জন অংশগ্রহণকারীকে বেঁছে নেয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার অর্জন করেছে যথাক্রমে টাঙ্গাইলের মো. মোহসিন হোসাইন, সৈয়দপুরের মো. আখতারুল আলম শাহ ও ফেনীর মো. নাজমুল হোসাইন।
টফি-এর ডিজিটাল সার্ভিসেস ডিরেক্টর আবদুল মুকিত আহমেদ বলেন, 'বাংলাদেশের প্রথম ইউজিসি প্ল্যাটফর্ম হিসেবে টফি দেশের কনটেন্ট ক্রিয়েটরদেরকে তাদের বৈচিত্র্যময় প্রতিভা বিকাশে উৎসাহিত করতে চায়।'
তিনি আরও বলেন, 'এই উদ্দেশ্য নিয়েই অভিনব হামদ ও নাত প্রতিযোগিতা চালু করা হয়েছে। আমরা শীর্ষ অংশগ্রহণকারীদের অভিনন্দন জানাই এবং আশা করি তারা আমাদের প্ল্যাটফর্মে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে তাদের যাত্রা সফলভাবে চালিয়ে যাবে।'
আরও পড়ুন: সংগীতশিল্পী নোবেল গ্রেপ্তার
সব সীমারেখার ওপরে মানুষের বন্ধুত্ব: রাজ
বাংলাদেশের ওয়েবফিল্মে শ্রীলেখা মিত্র
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্রের ভক্ত এ দেশেও অনেক। ওপার বাংলার প্রিয় তারকার অভিনয় এবার দেখা যাবে বাংলাদেশের ওয়েবফিল্মে।
রাশেদ রাহা পরিচালিত ‘কলকাতা ডায়েরিজ’ ওয়েবফিল্মটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খায়রুল বাশার নির্ঝর।
ওয়েবফিল্মটির খবর ইউএনবিকে নিশ্চিত করেছেন খায়রুল বাশার নির্ঝর। বাংলাদেশের কোন প্ল্যাটফর্মে ‘কলকাতা ডায়েরিজ’ দেখা যাবে সেটি এখনও চূড়ান্ত হয়নি। তবে শিগগিরই সেটি জানা যাবে।
আরও পড়ুন: রবীন্দ্রনাথের ছোটগল্প অবলম্বনে ‘হৈমন্তীর ইতিকথা’ দিয়ে বড়পর্দায় অভিষেক ঐশিকা ঐশির
‘কলকাতা ডায়েরিজ’-এর মূল চরিত্রে অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র। কিছুদিন আগেই কলকাতার বিভিন্ন জায়গায় ওয়েবফিল্মটির শুটিং হয়। বর্তমানে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।
সম্পর্কের গল্প নিয়ে নির্মিত ওয়েবফিল্মটি। গল্পে মূল চরিত্র অনামিকা সাহা (শ্রীলেখা মিত্র) নির্ঝঞ্ঝাট স্বাধীন জীবনযাপন করা একজন। সংসার জীবনে ইতি টানলেও নিজের জীবনকে উদ্যমের সঙ্গে এগিয়ে নিয়ে গেছেন।
একটি প্রসাধনী সংস্থার কর্ণধার তিনি। তাই ব্যবসা নিয়েই তার ব্যস্ততা। তার প্রতিষ্ঠানে নতুন চাকরিতে আসা অল্প বয়সী মেয়ে শর্মি। যার সঙ্গে অনামিকার বন্ধুত্ব গড়ে উঠে। এর মধ্যে গল্পে যোগ হয় বাংলাদেশ থেকে কলকাতায় যাওয়া এক ছেলে পিকে’র চরিত্র। এখান থেকে গল্প নতুন দিকে মোড় নেয়।
‘কলকাতা ডায়েরিজ’-এ আরও অভিনয় করেছন দর্শনা বণিক, সিফাত আমিন, শান্তিলাল মুখোপাধ্যায়, অরিজিৎ গুহ প্রমুখ।
আরও পড়ুন: ন্যানসির জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরির অভিযোগ
বান্নাহ’র মিষ্টি প্রেমের গল্পে শ্রাবণ্য-আরশ