������������������������
সেলিব্রিটি ক্রিকেট লিগ স্থগিত, হামলাকারীদের বিরুদ্ধে মামলা
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চলমান সেলিব্রিটি ক্রিকেট লিগ চলাকালীন দুই দলের মধ্যে হাতাহাতি হয়। দল দু’টির অধিনায়ক দীপঙ্কর দীপন ও মোস্তফা কামাল রাজ।
জানা যায়, দীপঙ্কর দীপনের দলের চিত্রনায়ক জয় চৌধুরী জানান, মোস্তফা কামাল রাজের দল থেকে শুরুতে আক্রমণ করা হয়। এমনকি তারা নাকি বাইরে থেকে লোকজন নিয়ে আসে। এ নিয়ে শনিবার (৩০ সেপেম্বর) সন্ধ্যায় মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করেন দীপঙ্কর দীপন।
সংবাদ সম্মেলনে দীপঙ্কর দীপন বলেন, ‘গতকালকে (২৯ সেপ্টেম্বর) যে অপ্রীতিকর ঘটনা ঘটে গেল তা অত্যন্ত দুঃখজনক। এখানে সবাই ছিলেন, দেখেছেন আমরা মারামারিতে জড়াইনি। হঠাৎ দেখি চার-পাঁচ জন এসে আমাদের হামলা করেছে। কিছু মানুষ মারতে এসেছিল, বাকি সবাই ঠেকিয়েছে। তারা সাপোর্টার জার্সি পরিহিত ছিল। আমাদের একজন প্লেয়ার মনোজকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল।’
আরও পড়ুন: বস্তি থেকে ছেলে নিয়ে আসছে খেলাতে: শিমুল
এই নির্মাতা আরও বলেন, ‘আমার সহকারীকে মাটিতে ফেলে মারা হয়েছে। আমরা বিস্মিত হয়ে গেছি! এরা কারা? কোত্থেকে এলো? ঘটনার পরই কর্তৃপক্ষের কাছে আমরা দাবি জানিয়েছি, এটার সুরাহা না করলে আমরা মাঠ ত্যাগ করব না। তারা আমদের কাছে এক দিন সময় চেয়েছেন। তাদের ধন্যবাদ, এর মধ্যেই ব্যবস্থা নিয়েছেন।’
মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপনের দলের মধ্যকার মারামারির ঘটনায় স্থগিত হয়ে গেল সেলিব্রেটি ক্রিকেট লিগ। একই সঙ্গে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করেছে আয়োজকরা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রযোজক আরশাদ আদনান। তিনি বলেন, ‘এই ঘটনার পেছনে দীপন বা রাজ কেউ দায়ী নয়। মাঠে থাকা ক্যামেরা ও বিভিন্ন চ্যানেলের ফুটেজ বিশ্লেষণ করে দোষীদের শনাক্ত করা গেছে। তাদের বিরুদ্ধে মামলা করেছেন আয়োজকরা।’
আরও পড়ুন: সেলিব্রিটি ক্রিকেট লিগে মারামারির ঘটনা
অন্যদিকে নিজের দলের আচরণের জন্য ক্ষমা চেয়েছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তিনি বলেন, ‘আমি ক্ষমাপ্রার্থী। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য আমি লজ্জিত। আমার দল থেকে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থাও নেওয়া হয়েছে। যেহেতু আমরা একই পরিবারের সদস্য, তাই আমরাই বিষয়টি সমাধান করেছি।’
উল্লেখ্য, শুক্রবার (২৯ সেপ্টেম্বর) টস জিতে ব্যাটিংয়ে নামে মোস্তফা কামাল রাজের দল। নির্ধারিত ছয় ওভারে ১১৯ রান সংগ্রহ করে তারা। দীপঙ্কর দীপনের টিম বিরাট রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সমানুপাতিক হারেই রান তুলছিল। তবে শেষ পর্যন্ত ৭ রানে হেরে যায় তারা। দলটি নির্ধারিত ৬ ওভারে ১১২ রান করে। ম্যাচ শেষেই ঘটে মারামারির ঘটনা।
আরও পড়ুন: ৮ দল নিয়ে শুরু হয়েছে ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ’
বস্তি থেকে ছেলে নিয়ে আসছে খেলাতে: শিমুল
সেলিব্রেটি ক্রিকেট লিগে অপ্রীতিকর ঘটনা নিয়ে লজ্জা প্রকাশ করেছেন অনেক তারকা। দেশের শোবিজ অঙ্গনের তারকাদের নিয়ে এই আয়োজনে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টার ম্যাচে মারামারির ঘটনা ঘটে।
এমনকি কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
আরও পড়ুন: পুনর্মিলনে: প্রতিটি চরিত্র গল্পের প্রাণ
এখানে তারকাদের চেয়ে বাইরের খেলোয়ার বেশি রয়েছে বলে অভিযোগ করেন অভিনেতা মনির খান শিমুল।
গণমাধ্যমে তিনি বলেন, ‘আমরা বলেছিলাম এই সেলিব্রেটি ক্রিকেট লিগ আর সেলিব্রেটিদের নাই। এত তারকা আসলে কোথায়। ৩-৪টা দল হলে হয়তো হতো। বস্তি থেকে ছেলে নিয়ে আসছে খেলাতে।’
শিমুল আরও বলেন, ‘আমি এই পরিস্থিতির কারণে আইনের ব্যবস্থা নেব। এখানে হত্যাচেষ্টা হয়েছে।’
মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চলমান সেলিব্রিটি ক্রিকেট লিগ চলাকালীন দুই দলের মধ্যে হাতাহাতি হয়।
দল দুটির অধিনায়ক ছিলেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপন।
দীপঙ্কর দীপনের দলের চিত্রনায়ক জয় চৌধুরী জানান, মোস্তফা কামাল রাজের দল থেকে শুরুতে আক্রমণ করা হয়। এমনকি তারা নাকি বাইরে থেকে লোকজন নিয়ে আসে।
আরও পড়ুন: সেলিব্রিটি ক্রিকেট লিগে মারামারির ঘটনা
৮ দল নিয়ে শুরু হয়েছে ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ’
সেলিব্রিটি ক্রিকেট লিগে মারামারির ঘটনা
আসন্ন ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসাহ দিতে আয়োজন করা হয় ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ’। যেখানে দেশের শোবিজ অঙ্গনের তারকারা অংশ নেন।
আয়োজন ঠিকভাবে চলে আসলেও শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টার ম্যাচে অপ্রীতিকর ঘটনা ঘটে।
আরও পড়ুন: অ্যাডিলেড ও পার্থে সোলসের জমাজমাট কনসার্ট
অভিযোগ উঠেছে- মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চলমান সেলিব্রিটি ক্রিকেট লিগ চলাকালীন দুই দলের মধ্যে হাতাহাতি হয়েছে।
দল দু’টির অধিনায়ক ছিলেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপন। প্রথম দিকে শুধু হাতাহাতিতে সীমাবদ্ধ থাকলেও পরবর্তীতে তা মারামারিতে রূপ নেয়।
চিত্রনায়িকা রাজ রিপা গণমাধ্যমে জানান, নির্মাতা মোস্তফা কামাল রাজ ও অভিনেতা শরিফুল রাজ অপর পক্ষের খেলোয়ারদের গায়ে হাত তোলেন।
দীপঙ্কর দীপনের দলের চিত্রনায়ক জয় চৌধুরী জানান, মোস্তফা কামাল রাজের দল থেকে শুরুতে আক্রমণ করা হয়। এমনকি তারা নাকি বাইরে থেকে লোকজন নিয়ে এসেছেন।
গতকাল এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামে মোস্তফা কামাল রাজের দল। নির্ধারিত ৬ ওভারে তাদের সংগ্রহ ১১৯ রান।
পরে দীপঙ্কর দীপনের দল ব্যাট করতে নামে। তবে শেষ পর্যন্ত ৭ রানে হেরে যায় তারা। তারা নির্ধারিত ৬ ওভারে সংগ্রহ করেন ১১২ রান।
আরও পড়ুন: ৮ দল নিয়ে শুরু হয়েছে ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ’
‘সরি, একজন খেলোয়ার তামিম ইকবাল’
৮ দল নিয়ে শুরু হয়েছে ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ’
কিছুদিন পরই ভারতে বসবে ‘ক্রিকেট বিশ্বকাপ’। সেই উন্মাদনায় পুরো বিশ্বের মতো মাতবে বাংলাদেশের দর্শক। আন্তর্জাতিক এই আসরে বাংলাদেশ ক্রিকেট দলকে আরও উৎসাহী করতে এক হয়েছেন দেশের শোবিজ তারকারা। ব্যাট ও বল হাতে মাঠে নেমেছেন তারা।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) শুরু হয়েছে শোবিক তারকাদের নিয়ে আয়োজিত ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ’।
মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সকাল থেকে চলছে এ খেলা। তবে এর আগে বেশ কয়েকদিন প্রতিটি দল মাঠে নামার আগে অনুশীলন করেছেন নিয়মিত।
ক্রিকেট নিয়ে এই আয়োজনে রয়েছে মোট ৮ দল। অধিনায়কসহ প্রতি দলের সদস্য ১৬ জন। আর তাদের মধ্যে মাঠে নামবেন ৮ জন। যেখানে দু’জন নারী তারকাকে রাখা হয়েছে।
আরও পড়ুন: পুনর্মিলনে: প্রতিটি চরিত্র গল্পের প্রাণ
আজ চলছে গ্রুপ পর্বের খেলা। ৩০ সেপ্টেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে আসরটির সমাপ্তি ঘটবে।
‘উই ওয়ান্ট দ্য ওয়ার্ল্ড কাপ’ স্লোগানে শুরু হওয়া এই আয়োজনের ৮ দলের অধিনায়ক হিসেবে থাকছেন গিয়াসউদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপংকর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী।
এছাড়া প্রতিটি দলকে গাইড করতে রয়েছেন জাতীয় দলের কয়েকজন সাবেক ক্রিকেটার। তারা হলেন- মোহাম্মদ আশরাফুল, রাজিন সালেহ, মেহরাব হোসেন অপি, আফতাব আহমেদ প্রমুখ।
আরও পড়ুন: অ্যাডিলেড ও পার্থে সোলসের জমাজমাট কনসার্ট
দলগুলোর হয়ে মাঠে নামবেন চঞ্চল চৌধুরী, আফরান নিশো, তমা মির্জা, অপু বিশ্বাস, সিয়াম আহমেদ, শ্যামল মাওলা, মৌসুমী হামিদ, ইরফান সাজ্জাদ, সামিয়া অথৈ, পিন্টু ঘোষ, জাকিয়া বারী মম, মন্দিরা চক্রবর্তী।
আরও আছেন- তৌসিফ মাহবুব, মেহজাবীন চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, তাসনিয়া ফারিণ, নাসির উদ্দিন খান, আরফিন রুমি, ইরেশ যাকের, রাশেদ মামুন অপু, পরীমণি, ববি হক, সাইমন সাদিক, প্রার্থনা ফারদিন দীঘি, টয়া, জিয়াউল রোশান, সুনেরাহ বিনতে কামাল প্রমুখ।
আরও পড়ুন: ‘সরি, একজন খেলোয়ার তামিম ইকবাল’
‘সরি, একজন খেলোয়ার তামিম ইকবাল’
আসন্ন ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলে নেওয়া হয়নি তামিম ইকবালকে। এ নিয়ে নানান প্রশ্ন উঠেছে সাধারণ মানুষদের মাঝে। শুধু তাই নয়, চলচ্চিত্র তারকা ওমর সানি তার ফেসবুক প্রোফাইলে প্রতিবাদ জানিয়েছেন।
ওমর সানি লিখেছেন, 'আপনারা যারা নির্বাচক, আপনাদের খেলা আমি দেখেছি। স্টেডিয়ামে বসে বলুন আর টিভির পর্দায় বলুন। ভীষণ পুরুষত্ব ফুটে উঠতো। আজকে এমন কি হলো, কাপুরুষের মতো ঘোষণা করতে হবে তামিম ইকবাল বাংলাদেশ দলেই নেই!'
আরও পড়ুন: ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে বাদ পড়েছেন তামিম: প্রধান নির্বাচক
এই অভিনেতা আরও লেখেন, 'মানলাম একজন সুপারস্টারের কথায় এই সিদ্ধান্ত নিয়েছেন, আপনাদের জায়গায় যদি আমার মতো রাষ্ট্রের প্রজা থাকতো তাহলে বলতাম- আমি পদত্যাগ করলাম। সরি, একজন খেলোয়ার তামিম ইকবাল।'
উল্লেখ্য, তামিম ইকবালকে বাদ দেওয়ার কারণ হিসেবে দাবি করা হচ্ছে- ফিটনেস ইস্যুর কারণেই তামিমকে স্কোয়াডে নেওয়া হয়নি।
আরও পড়ুন: টাইগারদের বিশ্বকাপ দলে নেই তামিম, ফিরল রিয়াদ
বাংলাদেশ বনাম নিউ জিল্যান্ড ওয়ানডে সিরিজ: ফাইনাল ম্যাচে তামিম ও লিটন বিশ্রামে থাকতে পারেন
অ্যাডিলেড ও পার্থে সোলসের জমাজমাট কনসার্ট
দেশের ঐতিহ্যবাহী ব্যান্ডদল সোলস ৫০ বছর পূর্তি উপলক্ষে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে কনসার্টে অংশ নিয়েছে। এরই ধারাবাহিকায় অ্যাডিলেড ও পার্থে দুটি কনসার্টে গান পরিবেশন করে সোলস।
গত ২৩ সেপ্টেম্বর সোলস লাইভ ইন অ্যাডিলেড কনসার্টের আয়োজন করেছিল আড্ডা।
এদিন উডভিলে টাউন হলে সোলস প্রায় দুই ঘন্টা গান শুনিয়ে দর্শকদের মুগ্ধ করে। এর পরদিনই পার্থ শহরের-কারটিন থিয়েটারে প্রয়াসের আয়োজনে সোলস লাইভ ইন পার্থ কনসার্টে গান পরিবেশন করেন ব্যান্ডটি। এদিন সোলস দর্শকের পছন্দের গান গেয়ে শোনান। এই দুটি কনসার্টের মধ্যে দিয়ে সোলসের অস্ট্রেলিয়া সফর শেষ হলো।
সুবর্ণজয়ন্তীতে সোলসের অস্ট্রেলিয়া সফর প্রসঙ্গে ব্যান্ডটির প্রধান পার্থ বড়ুয়া বলেন, ‘দুটি শহরে একদিনের ব্যবধানে অনুষ্ঠান করেছি। সত্যি বলতে কী? আমরা শ্রোতাদের গান শোনাতেই এই পরিশ্রম করছি। দর্শকরাও আমাদের দারুণভাবে অনুপ্রাণিত করেছে। এবারের অস্ট্রেলিয়া সফরে সোলস ছয়টি কনসার্টে অংশ নিয়েছে। প্রতিটি অনুষ্ঠানে দর্শকরা সোলসের গানগুলো উপভোগ করেছে।’
আরও পড়ুন: ৫০ বছর পূর্তিতে সোলসের পঞ্চম গান ‘হাওয়াই মিঠাই’
একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী জিন্নাত বরকতুল্লাহ মারা গেছেন
বাংলাদেশি নৃত্যশিল্পী ও অভিনেত্রী জিন্নাত বরকতুল্লাহ বুধবার বিকালে মারা গেছেন। বিভিন্ন স্বাস্থ্য জটিলতায় জিন্নাত বিকাল ৪টা ৪৫ মিনিটে তার ধানমন্ডির বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছে তার মেয়ে ও অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ।
প্রখ্যাত নৃত্যশিল্পী এই বছরের মার্চ মাসে ফুসফুসের সংক্রমণ এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং পাঁচ দিন নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) ছিলেন।
এর আগে ২০২০ সালে কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ার পর তিনি বেশ কয়েকটি জটিলতায় ভুগছিলেন। যার মধ্যে তিনটি ব্রেন স্ট্রোক, স্লিপ অ্যাপনিয়া, উচ্চ ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ ছিল।
আরও পড়ুন: মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে আনা যৌন নির্যাতনের মামলার শুনানি শুরু আপিল বিভাগে
তার স্বামী ও বাংলাদেশ টেলিভিশনের প্রখ্যাত প্রযোজক মো. বরকতুল্লাহ ২০২০ সালে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যান।
বর্ণাঢ্য কর্মজীবনে জিন্নাত বরকতুল্লাহ ২০০২ সাল থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে (বিএসএ) প্রযোজনা বিভাগের পাশাপাশি নৃত্য ও সংগীত বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি পারফর্মিং আর্ট একাডেমিতে যোগ দেন এবং বুলবুল ললিতকলা একাডেমি থেকে ছয় বছরের ডিপ্লোমাও অর্জন করেন।
আরও পড়ুন: পরিচালক সোহানুর রহমান সোহান মারা গেছেন
একজন দক্ষ নৃত্যশিল্পী হিসেবে তিনি কত্থক, ভারতনাট্যম, মণিপুরি ও লোকনৃত্যের ফর্ম্যাটে প্রশিক্ষণ নিয়েছেন। ১৯৮০ সালে বিটিভি নাটক ‘মারিয়া আমার মারিয়া’ দিয়ে আত্মপ্রকাশের পর তিনি বিভিন্ন টেলিভিশন চ্যানেলের জন্য ৮০টিরও বেশি নাটকে অভিনয় করেন।
নৃত্য ও অভিনয়ের ক্ষেত্রে তার অবদানের জন্য তিনি ইউনেস্কো পুরস্কার, নাট্যসভা পুরস্কার, বাচসাস পুরস্কার এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কারসহ মর্যাদাপূর্ণ পুরস্কার লাভ করেন।
নৃত্যে অসামান্য অবদানের জন্য জিন্নাত বরকতুল্লাহকে ২০২২ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক দিয়ে সম্মানিত করা হয়।
আরও পড়ুন: ‘ঘুড্ডি’ পরিচালক সৈয়দ সালাহউদ্দিন জাকি মারা গেছেন
পরী ও রাজের বিবাহবিচ্ছেদ!
তারকা দম্পতি পরীমণি ও শরীফুল রাজের বিচ্ছেদের গুঞ্জন উঠেছে। ২ তারকার ঘনিষ্ঠ সূত্রে খবরটি উঠে এসেছে গণমাধ্যমে।
জানা যায়, রবিবার (১৭ সেপ্টেম্বর) বিবাহবিচ্ছেদ হয় তাদের।
তবে এই বিচ্ছেদের ইঙ্গিত পরীমণি তার ভেরিফায়েড ফেসবুক পেজে উল্লেখ করেছেন, ‘কালকের (১৭ সেপ্টেম্বর) দিনটা আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি দিন! একটি… (সইয়ের ইমোজি)। আল্লাহ ভরসা।’
তবে এ নিয়ে এখন পর্যন্ত পরী বা রাজ কারো পক্ষ থেকে এ নিয়ে সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন পরী-রাজ। এরপর ২০২২ সালের জানুয়ারিতে পারিবারিকভাবে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই তারকা দম্পতি।
আরও পড়ুন: রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম: পরীমণি
প্রথম বিবাহবার্ষিকীতে পরী ও রাজের কথা
ইউরোপিয়ান চলচ্চিত্র উৎসব ২০২৩-এর পর্দা উঠছে
তরুণ ইউরোপিয়ান ও বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতাদের প্রতিভা প্রদর্শন করে রবিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ইউরোপীয় চলচ্চিত্র উৎসব।
‘এ সেলিব্রেশন অব ইউরোপিয়ান অ্যান্ড বাংলাদেশি ইয়ং সিনেমা’- ট্যাগলাইন নিয়ে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আয়োজিত এই উৎসবের প্রধান সহযোগী হিসেবে দৈনিক প্রথম আলো পত্রিকা।
রবিবার সন্ধ্যায় ঢাকায় ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির পরিচালনায় একটি চমকপ্রদ আলোচনা পর্বের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।
আরও পড়ুন: আর পারছি না রাষ্ট্র: ওমর সানি
'চলচ্চিত্রে তারুণ্য'- শীর্ষক আলোচনায় অংশ নেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক ও কবি সাজ্জাদ শরীফ, প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিজ্যুয়াল নৃবিজ্ঞান ক্লাবের সাবেক সভাপতি ও চলচ্চিত্র কর্মী সিমিন ইবনাত ধরিত্রী।
প্যানেল আলোচনায় সাজ্জাদ শরীফ বলেন, ‘আমাদের চলচ্চিত্র শিল্পের জন্য এমন একটি আনন্দময় সময়ে এই উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে এবং আমাদের তরুণ চলচ্চিত্র নির্মাতারা সমাজের অজানা অভিজ্ঞতা উপস্থাপন করে নতুন ভাষার সন্ধান করছেন। তারা আমাদের সিনেমার বাধাগুলো পরিবর্তন করার জন্য উন্মুখ। এই ধরনের উৎসব আমাদের গাইড করতে এবং সাহায্য করতে পারে।’
চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘আমি যখনই আমাদের নতুন প্রজন্মের লোকদের জিজ্ঞেস করি, তাদের অধিকাংশই বলে যে তারা দেশ ছেড়ে চলে যেতে চায়। আমাদের এমন একটি পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে দেশে তারা তাদের প্রতিভা দিয়ে উন্নতি করতে পারে। যদি আমাদের সিনেমা আমাদের গল্প বলতে না পারে বা আমাদের জীবন এবং আমাদের নিজস্ব প্রেক্ষাপটের সঙ্গে অনুরণিত না হতে পারে, তবে এই সমস্যাটি আমাদের মাঝে থেকেই যাবে এবং আমাদের নতুন প্রজন্মের চলচ্চিত্র নির্মাতাদের গাইড করার জন্য আমাদের বিশ্বব্যাপী চলচ্চিত্র প্রশিক্ষক-সহযোগীদের সমর্থন প্রয়োজন।’
সাইমন ইবনাত ধরিত্রী বলেন, তরুণদের জীবনে সিনেমার প্রভাব খুবই প্রবল এবং সিনেমা দর্শকদের বিনোদনের পাশাপাশি বুদ্ধিবৃত্তিক চর্চা ও সামাজিক সচেতনতার ক্ষেত্রেও কার্যকর হতে পারে।
উদ্বোধনী প্যানেল আলোচনার পর ডাচ চলচ্চিত্র ‘ম্যালি ক্যান ফ্লাই’ প্রদর্শনের মাধ্যমে উৎসবের চলচ্চিত্র প্রদর্শন শুরু হয়।
এরপর প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এই চলচ্চিত্র উৎসব আয়োজনের জন্য বাংলাদেশে ইইউ দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি, গোয়েথে-ইনস্টিটিউট বাংলাদেশ, অ্যালায়েন্স ফ্রাঙ্কেস ডি ঢাকা এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশসহ সহযোগী আয়োজকদের ধন্যবাদ জানান।
এর আগে উৎসব কর্তৃপক্ষ সৃজনশীল কাজের মাধ্যমে ইউরোপ ও বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যকে সমৃদ্ধ করতে তরুণ চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে একটি 'মাস্টারক্লাস' আয়োজন করেছিল।
গত শুক্র ও শনিবার পরিচালক সৈয়দা নিগার বানু, চিত্রগ্রাহক অপু রোজারিও এবং চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী এবং পিপলু আর খান ঢাকার ব্রিটিশ কাউন্সিলে মাস্টারক্লাস পরিচালনা করেন।
রবিবার উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসব প্রশিক্ষককে সম্মাননা দের ঢাকায় ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।
উৎসবের অংশ হিসেবে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং চলচ্চিত্র নির্মাতাদের তিনটি বিভাগে সম্মানিত করা হয়। তরুণ পরিচালক মোস্তফা মনোয়ার তার ‘যাত্রী’ ছবির জন্য সেরা গল্পের পুরস্কার পেয়েছেন এবং ‘আশ্লেষা’ ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন আকিব মাহমুদ।
উৎসবে মেহেদী হাসান জোসেফের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পোস্টার’ সেরা চলচ্চিত্রের মর্যাদা পায় এবং চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এবং চরকি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রেদোয়ান রনি।
২৩শে সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশের বিভিন্ন স্থানে চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। যার মধ্যে রয়েছে অ্যালায়েন্স ফ্রাঙ্কেস ডি ঢাকা, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আধুনিক ভাষা ইনস্টিটিউট, ডাচ ক্লাব, খুলনা বিশ্ববিদ্যালয়, রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এবং ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে।
আরও পড়ুন: নেটফ্লিক্সে বাঁধনের ‘খুফিয়া’ আসছে ৫ অক্টোবর
বিরতির পর ফিরছেন পরীমণি
আর পারছি না রাষ্ট্র: ওমর সানি
দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন দেশের সাধারণ মানুষ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবার হতাশা প্রকাশ করলেন চিত্রনায়ক ওমর সানি।
এই তারকা তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন, 'সাধারণ মানুষ কী খাবে—বলে দেন সরকার। খাবারের লিস্ট দিয়ে দেন আমরা কী খাব। আর পারছি না রাষ্ট্র।'
অনেকদিন অভিনয়ের বাইরে রয়েছেন ওমর সানি। এই সময়ে রেস্টুরেন্ট ব্যবসা নিয়ে ব্যস্ত আছেন তিনি।
আর সেই কারণে বাজারের নিয়মিত খোঁজ রাখছেন এই তারকা। সেই উপলব্ধি থেকে তার ফেসবুক পোস্ট।
আরও পড়ুন: অনুমতি ছাড়াই মাইকেল হাত ধরে আমাকে সরাতে গেছেন: সায়ন্তিকা
পরিচালক সোহানুর রহমান সোহান মারা গেছেন
অনেকেই বলবেন নেত্রী সিনেমার গল্প 'জাওয়ান' থেকে নেওয়া: বর্ষা