খুলনা
কুষ্টিয়ার স্বেচ্ছাসেবক দলের নেতার বাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ
কুষ্টিয়ার ভেড়ামারায় এক স্বেচ্ছাসেবক দলনেতার বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ সময় ওই নেতার ছোট ভাইয়ের ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে হামলাকারীরা ককটেল ফাঁটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে চলে যায়।
শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর গ্রামে অবস্থিত ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব লাল চাঁদের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে দুর্বৃত্তরা অস্ত্রশস্ত্র নিয়ে লাল চাঁদের বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা লাল চাঁদের ভাই যুবদলকর্মী সুবেল আহম্মেদের বসত ঘরে আগুন লাগিয়ে দেয়। এরপর তারা নেতার বাড়ির দিকে লক্ষ্য করে ককটেল ফাঁটিয়ে চলে যায়। ঘটনার পরপরই গ্রামবাসী ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। এ ঘটনার পর থেকে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
সুবেল আহম্মেদ অভিযোগ করে বলেন, ‘রাজনীতিকেন্দ্রিক প্রতিপক্ষের লোকজন এই হামলা চালিয়েছে। তারা ভাঙচুর করে আমার ঘরে আগুন ধরিয়ে দিয়েছে। এ ছাড়া গুলি ছুড়েছে, বোমাও ফাঁটিয়েছে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ভেতর এই একটা ইউনিয়ন, যেখানে পাঁচ আগস্টের পরেও আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে। তাদের সঙ্গে কিছু বিএনপির লোকজন যোগ দিয়ে এই হামলা চালিয়েছে। ইউপি চেয়ারম্যান সোহেল রানা পবন, কুচিয়ামোড়া এলাকার রতন হাজী ও আলমগীরের নেতৃত্বেই এই ঘটনা ঘটেছে বলে তিনি অভিযোগ করেন।’
এ বিষয়ে জানার জন্য বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোহেল রানা পবনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে বন্ধ পাওয়া যায়।
কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসেন বলেন, ‘একটি ঘরে আগুন দেওয়া হয়েছিল। ঘরটি পুড়ে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এ ছাড়া ঘটনাস্থল থেকে দুইটি ককটেল উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিক কাউকে চিনতে না পারলেও ভুক্তভোগী পরিবার অনেকের নাম বলেছেন। সেটা নিয়েও তদন্ত করছে পুলিশ। তবে গুলির কোনো ঘটনা ঘটেনি।’
আরও পড়ুন: মেহেরপুরে পিস্তল, ককটেলসহ বিএনপি নেতা আটক
১৭০ দিন আগে
গাছে ঝুলন্ত অবস্থায় অটোচালকের লাশ, কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়ক অবরোধ
কুষ্টিয়ার মোল্লাতেঘরিয়া এলাকায় মহাসড়কের পাশের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় রফিকুল ইসলাম (৪৫) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মা হালিমা খাতুনের দাবি, তার ছেলেকে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের হোমিও কলেজ-সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রফিকুল কুষ্টিয়া শহরতলীর মোল্লাপাড়া আদর্শপাড়া এলাকার দবির উদ্দিনের ছেলে। তিনি স্ত্রী-সন্তান নিয়ে শহরের আদর্শপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
এদিকে, হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী সকাল থেকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। এ সময় সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। বেলা ১২টার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এরপর বিক্ষুব্ধ এলাকাবাসী মোল্লাতেঘরিয়া থেকে শহরের থানা মোড় পর্যন্ত অভ্যন্তরীণ রাস্তা অবরোধ করে লাশ নিয়ে বিক্ষোভ শুরু করেন।
নিহতের মা হালিমা খাতুন বলেন, ‘গতকাল রাত ৯টার পর থেকে রফিকুলের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। সারা রাত অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি। সকালে জানতে পারি, ওর লাশ গাছের সঙ্গে ঝুলছে। আমার ছেলেকে হত্যা করে অটো ছিনতাই করা হয়েছে।’
রফিকুলের ছেলে নিলয় বলেন, ‘প্রতিদিনের মতো সকালে বাবা ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হন। এরপর রাতে ফোন করেও কোনো সাড়া পাওয়া যায়নি। কুমারখালী থানাসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। সকালে জানতে পারি, বাবার লাশ গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।’
তিনি বলেন, ‘ধারণা করছি, বাবাকে হত্যা করে দুর্বৃত্তরা অটো ছিনিয়ে নিয়ে গেছে।’
আরও পড়ুন: বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে জালে জড়িয়ে প্রাণ হারালেন বৃদ্ধ
নিহতের সহকর্মী পারভেজ তপু জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় আজানের সময় রফিকুলের সঙ্গে তার দেখা হয়েছিল। কিস্তির টাকা পরিশোধ করে হাসিমুখে চলে যান তিনি। তার মতে, রফিকুল একজন ভালো মানুষ ছিলেন, কারও সঙ্গে তার কোনো বিরোধ ছিল না।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে অটোটি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সার্বিক বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান ওসি।
১৭১ দিন আগে
সাপ্তাহিক ছুটির দিনেও খোলা রয়েছে বেনাপোল কাস্টমস হাউস
শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকলেও বেনাপোল কাস্টমস হাউস খোলা রয়েছে। তবে কাস্টমস হাউস খোলা থাকলেও ব্যবসায়ীদের উপস্থিতি তুলনামূলক কম।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশনা অনুযায়ী, বেনাপোল কাস্টমস হাউস শুক্র ও শনিবারও খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত কমিশনার এইচ এম শরিফুল ইসলাম।
গত বৃহস্পতিবার (১০ জুলাই) এনবিআরের প্রথম সচিব (কাস্টমস নীতি) মো. রইচ উদ্দীনের সই করা এক অফিস আদেশে জানানো হয়, অ্যাসিকুডা ওয়ার্ল্ড সিস্টেমের ধীরগতির কারণে গত কয়েকদিন দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে বিঘ্ন ঘটে এবং রাজস্ব আদায় ব্যাহত হয়। এ পরিস্থিতি মোকাবিলায় ১১ ও ১২ জুলাই (শুক্র ও শনিবার) কাস্টমস কার্যক্রম চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন কবীর তরফদার জানান, আজ শুক্রবার বন্দর খোলা রয়েছে। কেউ বন্দর থেকে আমদানিসহ মালামাল খালাস নিতে চাইলে দেওয়া হবে। এ ছাড়া আমদানি করা ভারতীয় পণ্যবাহী ট্রাক থেকে পণ্য আনলোডও করা হবে।
আরও পড়ুন: বেনাপোল কাস্টমস হাউসে চলছে কর্মকর্তাদের ৫ ঘণ্টা কলম বিরতি
অতিরিক্ত কমিশনার শরিফুল ইসলাম জানান, অ্যাসিকুডা ওয়ার্ল্ড সিস্টেমের ধীরগতির কারণে গত কয়েকদিন রাজস্ব আদায় ব্যহত হয়েছে। এ ছাড়া আমদানি-রপ্তানি পণ্য চালান ছাড় প্রক্রিয়া কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। সেই ক্ষতি পোষাতে এখন সাপ্তাহিক ছুটির দিনেও কাস্টমস হাউস রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৭১ দিন আগে
ঋণের কিস্তি পরিশোধ না করায় বিআরডিবি অফিসে তালাবদ্ধ নারী
চুয়াডাঙ্গার জীবননগরে ঋণের টাকা সম্পূর্ণ পরিশোধ না করতে পারায় এক অসুস্থ নারীকে (৪৭) অফিস কক্ষে তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) এক মাঠ কর্মকর্তার বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় জীবননগর উপজেলা বিআরডিবি কার্যালয়ে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, এক বছর দুই মাস আগে বিআরডিবি থেকে তিন লাখ টাকা ঋণ নিয়েছিলেন ওই নারী। কিস্তির মেয়াদ শেষ হওয়ার চার মাস পরও তারা পুরো টাকা পরিশোধ করতে পারেননি। এ নিয়ে গতকাল সন্ধ্যা ৬টার দিকে তাকে অফিসে ডেকে তালাবদ্ধ করে রাখা হয়।
গতকাল সন্ধ্যায় ভুক্তভোগীর ছোট ছেলে কাঁদতে কাঁদতে বলেন, ‘আমার মা অসুস্থ। অনেক কষ্টে আজ ১০ হাজার টাকা নিয়ে অফিসে এসেছিলাম। কিন্তু পুরো টাকা না দিতে পারায় তারা আমার মাকে অফিসের বারান্দায় তালা লাগিয়ে আটকে রেখেছে।’
আরও পড়ুন: লালমনিরহাটে শ্রেণিকক্ষ থেকে ‘ঋণগ্রস্ত’ স্কুল কর্মচারীর মরদেহ উদ্ধার
১৭১ দিন আগে
এসএসসি: যশোর বোর্ডে পাসের হার ৭৩.৬৯ শতাংশ, কমেছে জিপিএ-৫
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডে পাসের হার ৭৩ দশমিক ৬৯ শতাংশ এবং জিপিএ ফাইভ পেয়েছে ১৫ হাজার ৪১০ জন শিক্ষার্থী। বিগত বছরগুলোর তুলনায় পাসের হার ও জিপিএ-৫ সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় যশোর শিক্ষা বোর্ড কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী, এ বছর যশোর বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৭৩ দশমিক ৬৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৪১০ জন শিক্ষার্থী। অথচ, গত বছর এই বোর্ডে পাসের হার ছিল ৯২ দশমিক ৩৩ শতাংশ, আর ২০ হাজার ৭৬১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল।
গতবছরের তুলনায় এবার পাসের হার ১৮ দশমিক ৬৪ শতাংশ কমেছে এবং জিপিএ-৫’র সংখ্যা কমেছে ৫ হাজার ৩৪১টি।
গত বছরের দেশসেরা ফলাফল করা যশোর বোর্ড এবার সেই অবস্থান ধরে রাখতে পারেনি। বোর্ডের আওতাধীন ১০টি জেলার মধ্যে যশোর জেলা এবার পাসের হারে এগিয়ে রয়েছে বলে জানানো হয়েছে।
যশোর বোর্ডের অধীনে থাকা ৩৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৭৫টি স্কুলের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। তবে দুইটি স্কুলে একজন শিক্ষার্থীও পাস করেনি।
আরও পড়ুন: সর্বোচ্চ পাসের হার রাজশাহী বোর্ডে, সর্বনিম্ন বরিশালে
ফলাফলের বিষয়ে যশোর বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোসাম্মাৎ আসমা বেগম বলেন, এ বছরের ফলাফলে আমরা সন্তুষ্ট। কারণ শতভাগ পাসের আইওয়াস এবার নেই। যারা পাস করেছে, তারা পরীক্ষা দিয়ে নিজ যোগ্যতায় পাস করেছে।
তিনি আরও জানান, ফলাফল আরও ভালো করার লক্ষ্যে বোর্ডের চলমান নানা উদ্যোগ অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে যশোর বোর্ডকে আবারও সেরা অবস্থানে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক এস. এম. মাহাবুবুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রকসহ বোর্ডের অন্যান্য কর্মকর্তারা।
১৭২ দিন আগে
যশোরে স্টিলের বাক্সে মিলল গৃহবধূর লাশ, স্বামী আটক
যশোরের বাঘারপাড়ায় নিজ ঘরের স্টিলের বাক্স থেকে সুচিত্রা দেবনাথ (৫৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী তপন দেবনাথকে আটক করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের ঘোষনগর গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বুধবার সকাল ৬টার দিকে সুচিত্রা দেবনাথকে শেষবারের মতো জীবিত অবস্থায় দেখা যায়। এরপর সকাল সাড়ে ৬টার দিকে স্বামী তপন দেবনাথ যশোর শহরের উদ্দেশে রওনা হন। পরে দুপুর ১২টার দিকে বাড়ি ফিরে এসে তিনি স্ত্রীকে খুঁজে না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে নিজ ঘরের টিনের দোচালা ঘরের ভেতরে থাকা কাপড় রাখার স্টিলের বাক্স খুলে তিনি দেখতে পান, ভেতরে লেপ ও কাপড়ের নিচে স্ত্রীর নিথর দেহ রাখা। পরে তিনিই থানায় খবর দেন।
এই দম্পতির মধ্যে কলহ লেগেই থাকত বলে জানান প্রতিবেশীরা।
আরও পড়ুন: চট্টগ্রামে গৃহবধূর খণ্ডিত লাশ উদ্ধার, স্বামী পলাতক
পুলিশ ভাষ্যমতে, ধারালো অস্ত্র দিয়ে সুচিত্রার মাথা ও মুখে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। হত্যার পর লাশ বাক্সে রেখে লেপ ও কাপড় দিয়ে ঢেকে রাখা হয়।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইজুর রহমান বলে, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ‘দম্পতির মধ্যে দ্বন্দ্ব ছিল। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, স্বামীই স্ত্রীকে হত্যা করে পরবর্তীতে নিখোঁজের নাটক সাজিয়েছেন। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
১৭২ দিন আগে
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু, রেললাইন অবরোধ
চুয়াডাঙ্গা সদর উপজেলার আমিরপুর রেলগেটে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (৮ জুলাই) বিকাল অনুমানিক ৪টার দিকে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলসহ ওই যুবক ট্রেনের নিচে পড়ে যান। ট্রেনের ইঞ্জিনে আটকে মোটরসাইকেলটি প্রায় ১ কিলোমিটার দূরে নিয়ে যায়।
এদিকে, তাৎক্ষণিকভাবে রেলগেটে গেটম্যানের দাবিতে দুর্ঘটনাকবলিত লাইনটি অবরোধ করেন স্থানীয়রা। সেই লাইনে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি প্রায় এক ঘণ্টা আটকে থাকে রেললাইন অবরোধের কারণে। এতে খুলনাগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন: দিনাজপুরে কয়েক ঘণ্টার ব্যবধানে ট্রেনে কাটা পড়ে দুজন নিহত
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাড়ির উপপরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘রুপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এখানে রেলগেটে গেটম্যানের দাবিতে কয়েকশ মানুষ ট্রেন অবরোধ করেছেন। তাৎক্ষণিকভাবে গ্যাটম্যানের দাবি করেছে। নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
১৭৪ দিন আগে
নড়াইলের শত শত পরিবারকে নিঃস্ব করা অনলাইন প্রতারক চক্র অবশেষে পুলিশের জালে
নিজেদের রাজকীয় জীবনযাপন আর মাদকের অর্থ যোগাতে অনলাইনে প্রতারণায় নামেন তারা। লোভনীয় প্রতারণার জাল ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে করেন শত শত পরিবারকে নিঃস্ব। অবশেষে ধরা পড়লেন নড়াইল জেলা ডিবি পুলিশের হাতে। কেবল বিলাসী জীবনই না, তাদের রয়েছে অনলাইন গেমিং প্ল্যাটফর্মও।
সোমবার (৭ জুলাই) কালিয়া উপজেলার রঘুনাথপুর ও যাদবপুরে আটঘণ্টা অভিযান চালিয়ে এই প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় প্রতারণার কাজে ব্যবহার করা ৬টি মোবাইল ফোন ও সিম জব্দ করা হয়েছে।
গ্রেফতার হওয়া আসামিরা হলেন, উপজেলার রঘুনাথপুর গ্রামের শুকুর আলী মুন্সির ছেলে মুসাব্বির মুন্সি ছিপাতুল্যা (২৮), যাদবপুর গ্রামের শেখ বাহার উদ্দিনের দুই ছেলে নাজমুল হুসাইন (৩১) ও বাপ্পি হাসান অভি (২৭) এবং একই গ্রামের আফসার মীনার ছেলে রনি মীনা (৪১)।
ডিবি জানায়, অনলাইনে চমকপ্রদসব বিজ্ঞাপনের পরতে পরতে বুনে রাখা হয় প্রতারণার জাল। আর সেই জালে পা দিলেই নিঃস্ব হয় মানুষ। এমনই অনলাইন প্রতারক চক্রের সুচতুর সদস্যদের ধরতে অভিযানে নামে তারা।
দুটি মামলার সূত্র ধরে সোমবার দিনের আলো ফুটে ওঠার আগেই কালিয়া উপজেলার রঘুনাথপুরে হানা দেয় পুলিশ। তথ্য-প্রমাণের ভিত্তিতে গ্রেফতার করা হয় মুসাব্বির মুন্সি ছিপাতুল্যাকে।
‘পরের গন্তব্য ছিল পার্শ্ববর্তী গ্রাম যাদবপুরে। নবনির্মিত একতলা ভবনে তখনও গভীর ঘুমে আচ্ছন্ন দুই ভাই নাজমুল হুসাইন ও বাপ্পি হাসান অভি। পুলিশের উপস্থিতি টের পেয়ে সব প্রমাণ সরিয়ে ফেলার ব্যর্থ চেষ্টা করেন তাদের স্ত্রীরা। প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন, সিমসহ গ্রেফতার করা হয় দুই ভাইকে। একই এলাকা থেকে রনি মীনা নামে আরও এক অনলাইন প্রতারককে গ্রেফতার করা হয়,’ জানিয়েছে ডিবি।
গ্রেফতার ব্যক্তিরা জানান, অতিরিক্ত টাকা উপার্জনের আশায় অনলাইন প্রতারণাকে পেশা হিসেবে বেছে নিয়েছে কালিয়া উপজেলার যাদবপুর, রঘুনাথপুর, চাঁদপুর, মহিষখোলাসহ আশপাশের অন্তত ১০ গ্রামের হাজারো পরিবার।
তারা আরও জানান, প্রতারণা করে হাতিয়ে নেয়া অর্থ পারিবারিক প্রয়োজন মেটানোর পাশাপাশি নিজেদের বিলাসী জীবন, মাদক ও অনলাইন গেমিং প্ল্যাটফর্মে খরচ করেন তারা।
প্রতারণার শিকার মাদারীপুরের নয়ন ঠিকাদার বলেন, ‘মোবাইল ফোনের বিজ্ঞাপন দেখে প্রথমে ৩০০ টাকা দিই। পরে তাদের ফাঁদে পড়ে ৩ হাজার টাকার ফোনের জন্য ২১ হাজার টাকা দিছি। আমার অসুস্থ মায়ের চিকিৎসার জন্য জমানো টাকা ছিল ওটা। কান্নাকাটি করছি, অনেকবার কল দিছি তাদের; আমার ফোন, টাকা–কোনোটাই দেইনি তারা।’
আরেক ভুক্তভোগী আহাদ বলেন, ‘একটা মোটরসাইকেলের জন্য কয়েক দফায় ১ লাখ ৯৫ হাজার টাকা তাদের দিছি। গাড়ি দেয়ার কথা বলে আমাকে এক মাস ধরে হয়রানি করছে। বাংলাদেশের আইনের বাইরেও যদি কোনো বিচার থাকে–প্রতারক চক্রের যেন কঠোর শাস্তি হয়।’
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আশরাফুল ইসলাম বলেন, ‘জেলা পুলিশের অভিযানে অনলাইন প্রতারক চক্রের চার সদস্যকে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ ও প্রতারণা সংক্রান্ত মামলায় গ্রেফতার করা হয়েছে।’
তিনি আরও বলেন, প্রতারক চক্রের সদস্যরা প্রথমে ফেসবুক পেজে লোভনীয় বিজ্ঞাপন দেয়। পরে পেজগুলো বুস্টিংয়ের মাধ্যমে বেশি মানুষের কাছে তাদের বিজ্ঞাপন পৌঁছে দেয়। আর দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোম্পানির এজেন্টদের মাধ্যমে চড়া দামে অন্যের নামে রেজিস্ট্রেশন করা সিম কিনে সেগুলো দিয়ে ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করে লেনদেন করে।
নিয়মিত অভিযানের মাধ্যমে এসব অনলাইন প্রতারক চক্র নির্মূলের আশ্বাসের পাশাপাশি অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে সাধারণ মানুষকে আরও বেশি সতর্ক হওয়ার পরামর্শ দেন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বিকাশ প্রতারক চক্রের দুই যুবক আটক
১৭৪ দিন আগে
তিন মাস পর বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিল বিএসএফ
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক ওয়াসিম আকরামের (২৮) লাশ অবশেষে দেশে ফিরেছে। মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের দীর্ঘ প্রচেষ্টায় লাশটি দেশে ফেরায় সন্তোষ জানিয়েছেন নিহতের স্বজনরা।
শনিবার (৫ জুলাই) বিকালে নিহতের স্বজন ও পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নিহত ওয়াসিম আকরাম মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের রমজান আলীর ছেলে।
বিজিবি জানান, চলতি বছরের ১১ এপ্রিল ইছামতী নদীর ভারতীয় অংশে গুলিবিদ্ধ যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে বাঘাডাঙ্গা গ্রামের রমজান আলী ঘটনাস্থলের বাংলাদেশ অংশে দাঁড়িয়ে লাশটি তার ছেলে ওয়াসিম আকরামের বলে দাবি করে। ওই সময় বিএসএফ লাশ উদ্ধার করে ভারতীয় পুলিশের কাছে সোপর্দ করে।
আরও পড়ুন: মৌলভীবাজার সীমান্তে ৪৮ জনকে পুশ-ইন বিএসএফের
পরে লাশ ফিরে পেতে বিজিবির কাছে লিখিত আবেদন করে ওয়াসিমের বাবা রমজান আলী। আবেদনের পরিপ্রেক্ষিতে মহেশপুর ৫৮ বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়। ধারাবাহিক যোগাযোগের ফলে ভারতীয় পুলিশ ও বিএসএফ বাংলাদেশি ওই যুবকের লাশ ফেরত দেওয়ার উদ্যোগ নেয়।
পরে শনিবার বেলা সাড়ে ১২টার দিকে ৬০ নম্বর মেইন সীমান্ত পিলারের কাছে বিজিবি ও বিএসএফ ও দুই দেশের পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে নিহতের লাশটি বাবা রমজান আলী এবং তার বড় ভাই মেহেদী হাসান কাছে হস্তান্তর করা হয়।
পরে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে বাঘাডাঙ্গা গ্রামে ওয়াসিম আকরামের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
১৭৬ দিন আগে
যশোরে লটারির মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ
যশোরে প্রথমবারের মতো লটারির মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ দিয়েছে জেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তর।
যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ অমিতাক্ষরে বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে আয়োজিত লটারি অনুষ্ঠানের মাধ্যমে এই ডিলার নিয়োগ দেওয়া হয়।
নিয়োগ প্রাপ্ত ডিলাররা হলেন— ১ নম্বর ওয়ার্ডে কামরুল হাসান টুটুল, ২ নম্বর ওয়ার্ডে শেখ আলী আকবর, ৩ নম্বর ওয়ার্ডে ঘোপ সেন্ট্রাল রোডের রাজুর মোড়ের বাবর আলী, ৪ নম্বর ওয়ার্ডে সালমা, ৫ নম্বর ওয়ার্ডে হাসেম আলী, ৬ নম্বর ওয়ার্ডে ইয়াসিন আলী, ৯ নম্বর ওয়ার্ডে এটিএম মঈনুল ইসলাম ও বিসিক শিল্প নগরীতে ইফতিয়ার রহমান।
এ ছাড়া ৬ নম্বর ওয়ার্ডের পিটিআই রোড এলাকা, ৭ নম্বর ওয়ার্ডের টিবি ক্লিনিক এলাকা এবং ৮ নম্বর ওয়ার্ড এলাকার উপস্থিত ব্যক্তিবর্গের আপত্তির ফলে ডিলার নিয়োগ স্থগিত করা হয়।
ডিলার নিয়োগ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক আজহারুল ইসলামের সভাপতিত্বে লটারির মাধ্যমে ডিলার নিয়োগ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা খাদ্য কর্মকর্তা সেফাউর রহমান, ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক সেলিমুজ্জামান অন্যান্য কর্মকর্তারা।
১৭৮ দিন আগে