খুলনা
কুমার নদীতে ডুবে কিশোরের মৃত্যু
মাগুরার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামে কুমার নদীতে গোসল করতে নেমে লিমন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। লিমন ওই গ্রামের রবিউল ইসলামের ছেলে।
শনিবার (২৪ মে) বেলা ১১টার দিকে বাড়ির পাশের কুমার নদীতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গোসল করতে গিয়ে নদীতে ডুবে যায় লিমন। ফিরে আসতে দেরি হওয়ায় পরিবারের লোকজন নদীর ঘাটে গিয়ে তার স্যান্ডেল দেখতে পান। পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে।
আরও পড়ুন: এনবিআরে সেনা–পুলিশ মোতায়েন, উত্তেজনা বাড়ছে
ফায়ার সার্ভিসের ডুবুরিরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাননি। দুপুর ১২টার দিকে স্থানীয়রা নদী থেকে লিমনের মরদেহ উদ্ধার করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশারুল ইসলাম বলেন, ‘দুপুর ১২টার দিকে নদী থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’
২১৯ দিন আগে
যশোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশসহ নিহত ২, আহত ১
যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে খুলনা মেট্রোপলিটন পুলিশের এক কনস্টেবলসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
শনিবার (২৪ মে) সকাল সাড়ে ৬টার দিকে ছাতিয়ানতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ফজলুল হক, ঝিনাইদহের শৈলকুপার ক্ষুদ্র রয়রা গ্রামের বাসিন্দা ও খুলনা মেট্রোপলিটন পুলিশের আটড়া ফাঁড়ির কনস্টেবল; এবং রিয়াল, কোটচাঁদপুর উপজেলার কাশিপুর গ্রামের ইমান উদ্দিনের ছেলে।
আহত মামুন একই গ্রামের শামসুল হকের ছেলে।
আরও পড়ুন: সীমান্তে উত্তেজনা: বাংলদেশের প্রতিবাদ সত্ত্বেও পুশ-ইন অব্যাহত
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, খুলনাগামী কনস্টেবল ফজলুলের মোটরসাইকেলের সঙ্গে বিপরীতমুখী মামুন ও রিয়ালকে বহনকারী মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক ফজলুলকে মৃত ঘোষণা করেন। পরে রিয়ালও মারা যান। আহত মামুনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান ওসি।
২১৯ দিন আগে
ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ, অর্থ আত্মসাত ও ভিডিও ফাঁসের অভিযোগ
যশোর জেলা ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম রাফার বিরুদ্ধে ধর্ষণ, মোটা অঙ্কের অর্থ আত্মসাত এবং অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফাঁসের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে কুমিল্লার আমতলী এলাকার বাসিন্দা মাহিনুর আক্তার মাহি নামের এক তরুণী যশোর কোতোয়ালি মডেল থানায় একটি এজাহার দায়ের করেছেন।
এজাহারে বলা হয়, ২০২২ সালের ডিসেম্বরে ফেসবুকে পরিচয়ের মাধ্যমে মাহি ও রাফার মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। পরে রাফা তাকে বিয়ের প্রস্তাব দিলে মাহি রাজি হন এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
২০২৩ সালের ৫ অক্টোবর রাফার অনুরোধে মাহি যশোরে আসেন। ওই দিন বিকালে মনিহার সিনেমা হলের সামনে থেকে রাফা তাকে যশোর আইটি পার্কের পঞ্চম তলার একটি কক্ষে নিয়ে যান এবং সেখানে সন্ধ্যায় বিয়ের আশ্বাসে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। এ সময় কৌশলে তাদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করেন রাফা।
আরও পড়ুন: সীমান্তে উত্তেজনা: বাংলদেশের প্রতিবাদ সত্ত্বেও পুশ-ইন অব্যাহত
পরবর্তীতে রাফা তাকে জানায়, তার কাছে কিছু অন্তরঙ্গ ছবি ও ভিডিও আছে—যেগুলো মাহি কথা না শুনলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে।
ভিডিও ফাঁসের হুমকি দিয়ে মাহির কাছে দুই লাখ টাকা দাবি করেন রাফা। টাকা না দিলে ভিডিও ছড়ানোর হুমকি দেন। ভয়ে মাহি যশোর ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্টে টাকা দেন। পরে আরও কয়েক দফায় মোট ৮ লাখ ১০ হাজার টাকা দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
মাহি জানান, ২৩ মে রাত সাড়ে ৮টার দিকে বান্ধবী স্বর্ণা খাতুনকে নিয়ে রাফার শংকরপুরের বাড়িতে গিয়ে তার বাবা-মাকে সম্পর্কের বিষয়টি জানান। রাফার বাবা-মা সম্পর্ক মেনে নেওয়ার কথা বললেও, রাফা বন্ধুমহলের মাধ্যমে মোবাইল ফোনে হুমকি দেন এবং মাহিকে বাড়ি থেকে বের করে দেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
২১৯ দিন আগে
যশোরে ৬০০ খুদে ফুটবলারের উৎসবে মুগ্ধ আর্জেন্টিনার রাষ্ট্রদূত
যশোরের শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী এক বর্ণাঢ্য ফুটবল উৎসব।
শুক্রবার (২৩ মে) ‘এএফসি গ্রাসরুটস ফুটবল ডে’ ও ‘বিশ্ব ফুটবল সপ্তাহ’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এই উৎসবের আয়োজন করে। উৎসবে খুলনা বিভাগের ১৫টি একাডেমির প্রায় ৬০০ খুদে ফুটবলার অংশ নেয়।
উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্শেলো কার্লোস সিসা। বাংলাদেশের সঙ্গে ফুটবলীয় সম্পর্ক আরও বাড়ানোর জন্যেই রাষ্ট্রদূত এই আয়োজনে অংশ নেন।
এ সময় তিনি ভাষাসৈনিক মুসা মিয়া ভবনের উদ্বোধন করেন এবং বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উৎসবের সূচনা করেন। পরে তিনি শিশুদের একটি প্রীতি ম্যাচ উপভোগ করেন ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের খেলা দেখে হাততালি দিয়ে তাদের উৎসাহিত করেন।
আলোচনায় রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশে ফুটবল খেলা অত্যন্ত জনপ্রিয়। ফুটবল এখানে সব শ্রেণিপেশার মানুষকে একত্র করে। আমরা চাই, বাংলাদেশের তরুণরা বিশ্বমানের প্রশিক্ষণ গ্রহণ করে আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করুক।’
এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আওয়াল। এ ছাড়া সহ-সভাপতি নাসের শাহারিয়ার জাহেদীসহ বাফুফের অন্যান্য কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নারী ফুটবল দলসহ একুশে পদক-২০২৫ পাচ্ছেন ১৪ বিশিষ্ট ব্যক্তি
তাবিথ আওয়াল বলেন, ‘আর্জেন্টিনার সঙ্গে আমাদের চুক্তির আওতায় এই ধরনের আয়োজন তৃণমূল পর্যায়ে বড় ভূমিকা রাখবে। যশোরের এই একাডেমি দেশের ফুটবলের উন্নয়নে মডেল হিসেবে কাজ করবে।’
উৎসব শেষে অংশগ্রহণকারী একাডেমি ও সংস্থাগুলোর মাঝে পুরস্কার ও ফুটবল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, ফাহাদ করিমসহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা।
২১৯ দিন আগে
কুষ্টিয়ায় ১২ মিনিটে কোটি টাকার স্বর্ণ-রুপাসহ সিন্দুক চুরি!
কুষ্টিয়ার খোকসায় মাত্র ১২ মিনিটের মধ্যে একটি জুয়েলারি দোকানের কোটি টাকার স্বর্ণ, রুপা ও নগদ টাকাসহ লোহার সিন্দুক নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনার পর দুই নৈশপ্রহরীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) ভোর সাড়ে ৪টার দিকে খোকসা পৌর বাজারের বাংলাদেশ জুয়েলার্স নামের একটি দোকানে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শুক্রবার (২৩ মে) দুপুরে ব্যবসায়ী মাসুম বিল্লা শো-রুম খুলতে এসে দোকানের একটি শাটারের সবকটি তালা খোলা অবস্থায় দেখতে পান। এরর দোকান খুলে তিনি দেখেন, দুর্বৃত্তরা স্বর্ণ ও রুপা রাখার লোহার সিন্দুকটি তুলে নিয়ে গেছে। এসব দেখে তিনি থানা পুলিশ ও জুয়েলার্স মালিক সমিতিকে বিষয়টি জানান।
ঘটনার পরপরই পুলিশসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর সঙ্গে দেখা করেন। পরে স্থানীয় ব্যবসায়ীদের উদ্বেগ ও জনচাপের মুখে শুক্রবার সন্ধ্যায় বাজারের দুই নৈশ প্রহরীকে থানায় পুলিশি হেফাজতে নেওয়া হয়।
দোকানের মালিক মাসুম বিল্লা জানান, তিনি প্রতি শুক্রবার দুপুরের পর দোকান খোলেন। এদিন দোকানে গিয়ে দেখতে পান, তার দোকানের একটি শাটারের সব তালা খোলা এবং প্রায় চার মন ওজনের লোহার প্রধান সিন্দুকটি উধাও।
তার দাবি, চুরি যাওয়া লোহার সিন্দুকটিতে খরিদ্দারের ৪৫ থেকে ৫০ ভরি সোনা, ৩০০ গ্রাম রূপা ও নগদ ৩০ হাজার টাকা ছিল। এ ঘটনায় তার ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।
বাজারের ব্যবসায়ীদের সিসি টিভির ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, বৃহস্পতিবার ভোর ৪টা ৩০ মিনিটে সিলভার রঙের একটি প্রাইভেটকার বাংলাদেশ জুয়েলার্সের সামনে এসে থামে। তখন মসজিদে ফজরের আজান হচ্ছিল ও লোকজন রাস্তায় চলাফেরা শুরু করেছিল। ঠিক ১২ মিনিট পর প্রাইভেটকারটি যেদিক থেকে এসেছিল সেই দিকে ফিরে যায়। ফুটেজ দেখে ধারণা করা হচ্ছে, এই গাড়িতেই চুরির মালামাল নিয়ে পালায় দুর্বৃত্তরা।
আরও পড়ুন: অজ্ঞান পার্টির কবলে দুই পরিবার, স্বর্ণালঙ্কার ও টাকা লুট
স্বর্ণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিরোদ কুমার রায় বলেন, ‘থানা থেকে সামান্য দূরে স্বর্ণের দোকান থেকে দুর্বৃত্তরা সিন্দুক লুটে নিয়ে যাওয়ার পর সাধারণ ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা অপরাধীদের আটক ও লুটে নেওয়া মালামাল ফেরতের দাবি করেছেন।'
গতকাল (শুক্রবার) সন্ধ্যায় ঘটনাস্থলে উপস্থিত খোকসা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) দিবাকর জানান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে প্রহরীদের হেফাজতে নেওয়া হয়েছে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, ‘চুরির ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
২১৯ দিন আগে
মেহেরপুরে বিদ্যুতায়িত হয়ে রাজমিস্ত্রী নিহত
মেহেরপুরের গাংনী উপজেলার দক্ষিণ ভরাট গ্রামে বিদ্যুতায়িত হয়ে হাউস আলী নামের এক রাজমিস্ত্রী নিহত হয়েছেন।
শুক্রবার (২৩ মে) বেলা ১১টার দিকে উপজেলার দক্ষিণ ভরাট গ্রামে এই ঘটনা ঘটে।
৪০ বছর বয়সী হাউস আলী ওই গ্রামের রিয়াজ উদ্দীনের ছেলে।
আরও পড়ুন: বগুড়ায় বজ্রপাত ও বিদ্যুতায়িত হয়ে দুজন নিহত
নিহতের পরিবার জানায়, বাড়িতে দেওয়াল কাটার সময় গ্রাউন্ডার মেশিন ব্যবহার করছিলেন হাউস আলী। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হন। পরে পরিবারের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল।
২২০ দিন আগে
কুয়েটে এবার অন্তর্বর্তী উপাচার্যের পদত্যাগ দাবি শিক্ষকদের
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ড. মো. হযরত আলীর প্রতি অনাস্থা জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। চলমান সংকট নিরসনে অন্তর্বর্তী উপাচার্যের পদত্যাগ দাবি করেছেন শিক্ষকরা।
বুধবার (২১ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে শিক্ষক সমিতির সাধারণ সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এ সময় একজন যোগ্য উপাচার্য নিয়োগ দেওয়ার জন্যও সরকারের কাছে দাবি জানায় শিক্ষক সমিতি।
এসব দাবিতে বৃহস্পতিবার (২২ মে) বেলা ১১টার দিকে ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষক সমিতি।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ফারুক হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বিধিবিধানের প্রতি শ্রদ্ধাশীল না থাকা, ছাত্র-শিক্ষক সবার দাবির প্রতি অবজ্ঞা এবং বিশ্ববিদ্যালয়ের অভিভাবকের দায়িত্বে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন না করায় শিক্ষকেরা মনে করেন, বর্তমান দায়িত্বপ্রাপ্ত উপাচার্য কুয়েটের দায়িত্ব পালনে অক্ষম। এজন্য শিক্ষকেরা তার প্রতি অনাস্থা জানিয়েছেন। তাই তাকে দ্রুত পদত্যাগ করতে হবে।’
আরও পড়ুন: কুয়েটের ৩৭ শিক্ষার্থীকে শোকজ, ষষ্ঠ দিনেও ক্লাসে ফেরেননি শিক্ষকরা
তিনি আরও জানান, শিক্ষকদের ওপর হামলাকারী শিক্ষার্থীদের শাস্তির দাবিতে তারা ৪ মে থেকে ক্লাস বর্জন ও ১৮ মে থেকে প্রশাসনিক কার্যক্রম বর্জন করে আসছেন। কিন্তু তারপরও উপাচার্য তাদের দাবি বাস্তবায়নে কোনো উদ্যোগ নেননি। এর মাধ্যমে উপাচার্য কুয়েটের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমের প্রক্রিয়া আটকে রেখেছেন। ক্যাম্পাসে সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন অধ্যাপক ফারুক হোসেন।
তিনি বলেন, ‘উপাচার্য দাপ্তরিক কাজের কথা বলে ১৯ মে ঢাকায় যান। পরদিন ফিরে আসার বলেছিলেন শিক্ষকদের। কিন্তু এখনও তিনি ক্যাম্পাসে ফিরে আসেননি। কুয়েটের যে গাড়ি নিয়ে গিয়েছিলেন তা-ও ফেরত পাঠিয়েছেন। তিন দিন ধরে শিক্ষক ও শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করলেও কর্ণপাত করেননি তিনি। উপাচার্য সবার দাবির প্রতি অবজ্ঞা দেখিয়েছেন।’
‘তার অনুপস্থিতিতে যাকে রুটিন মাফিক করার জন্য দায়িত্ব দিয়েছিলেন তিনি বুধবার দায়িত্ব পালন করতে পারবেন না বলে লিখিত ভাবে উপাচার্যকে জানিয়ে দিয়েছেন। বর্তমানে কুয়েট অভিভাবক শূন্য। এ অবস্থায় পূর্ণাঙ্গ উপাচার্য নিয়োগ দিতে হবে’, বলেন অধ্যাপক ফারুক হোসেন।
সংবাদ সম্মেলনে শিক্ষকরা বলেন, দাবি আদায়ের জন্য শিক্ষকদের রাস্তায় নামতে হবে, এটা খুবই দুঃখজনক।
এর আগে, বুধবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত উপাচার্যের কক্ষ ও প্রশাসনিক ভবন চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। শিক্ষার্থীদের এক অংশ এসে তাদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।
তবে গত ৩ মাস ধরে আন্দোলন করা শিক্ষার্থীদের আরেকটি অংশ আপাতত কোনো প্রতিক্রিয়া জানাননি।
তার আগে, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে সংঘর্ষের ঘটনায় ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এরপর থেকে বিশ্ববিদ্যালয়টিতে অচলাবস্থা চলছে।
আরও পড়ুন: কুয়েটের অন্তর্বর্তী উপাচার্য চুয়েটের অধ্যাপক হযরত আলী
পরে শিক্ষার্থীদের এক দফা আন্দোলন ও আমরণ অনশনের পরিপ্রেক্ষিতে গত ২৫ এপ্রিল উপাচার্য ও উপ-উপাচার্যকে অপসারণ করে সরকার। এরপর গত ১ মে অন্তর্বর্তী উপাচার্য হিসেবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো.হযরত আলীকে নিয়োগ দেওয়া হয়।
সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ৪ মে থেকে ক্লাস শুরুর কথা থাকলেও অ্যাকাডেমিক কার্যক্রমে ফেরেননি শিক্ষকরা। ছাত্রদের হাতে শিক্ষক লাঞ্ছিতের বিচার না পাওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না বলে জানিয়েছে কুয়েট শিক্ষক সমিতি।
এদিকে, ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন বিশ্ববিদ্যালয়টির সাড়ে ৭ হাজার শিক্ষার্থী। এখনও শুরু হয়নি নতুন ব্যাচের ক্লাস।
২২১ দিন আগে
মেলার আয়োজন নিয়ে কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১১
কুষ্টিয়ার কুমারখালীতে প্রায় দেড়শ বছরের ঐতিহ্যবাহী গাজীকালু-চম্পাবতী মেলার আয়োজনকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে দোকানপাটে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হোগলা চাপাইগাছি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
বিএনপির আহতরা হলেন— খোকসা সরকারি কলেজের প্রভাষক সরাফাত সুলতান, বাঁখই মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক টিপু সুলতান, গফুর শেখের ছেলে সুকুর শেখ, আজিজুলের ছেলে শরীফ, আসাকুর রহমান। তারা কুষ্টিয়া সদর হাসপাতাল ও বিভিন্ন স্থানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
জামায়াতের আহতরা হলেন— জগন্নাথপুর ইউনিয়ন উলামা পরিষদের সাধারণ সম্পাদক ও মহেন্দ্রপুর আলিম মাদরাসার অধ্যক্ষ হাবিবুর রহমান, জামায়াতের কর্মী কুদ্দুস প্রামাণিক (৭০), শহিদুলের ছেলে তুহিন হোসেন, আক্কাস আলীর ছেলে জিহাদ হোসেন, সুকচাঁদের ছেলে জামাত আলী, জালালের ছেলে ইউনুস আলী। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দেড়শ বছর ধরে হোগলা চাপাইগাছি বাজারে গাজীকালু-চম্পাবতী মেলার আয়োজন করে আসছেন স্থানীয়রা। ১৭ মে থেকে ঐতিহ্যবাহী গাজীকালু-চম্পাবতী মেলা শুরু হওয়ার কথা ছিল। এরই মধ্যে বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা মেলায় অংশ নিতে এসেছিলেন। তবে মেলায় অশ্লীলতা ও জুয়া খেলার অভিযোগ তুলে জামায়াত ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মেলা বন্ধের দাবি জানান। অন্যদিকে, প্রশাসনের অনুমতি না থাকলেও বিএনপি সমর্থকরা মেলা কমিটি আয়োজন অব্যাহত রাখেন। এ নিয়ে গতকাল (মঙ্গলবার) বিকাল থেকে এলাকায় উত্তেজনা তৈরি হলে পুলিশ কয়েক দফা টহল দিলেও সন্ধ্যার পর সংঘর্ষ বেঁধে যায়। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীদের অভিযোগ, সংঘর্ষের সময় লাঠি, রামদা, হাঁসুয়া নিয়ে অন্তত ৩০টি দোকানে হামলা চালানো হয়। এ সময় দোকান ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে।
জামায়াতের পক্ষে হাবিবুর রহমান বলেন, ‘মেলায় অশ্লীল কর্মকাণ্ড ও জুয়ার আয়োজন ছিল। এজন্য প্রশাসন অনুমতি দেয়নি। তবুও বিএনপির মেলা কমিটি আয়োজন চালিয়ে যায়। আমরা প্রতিবাদ করতে গেলে আমাদের ওপর হামলা হয়।’
অন্যদিকে, বিএনপিপন্থী প্রভাষক সরাফাত সুলতান বলেন, ‘জামায়াতের শত শত কর্মী আমাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং দোকানপাটে ভাঙচুর ও লুটপাট চালায়। আমরা থানায় মামলা করব।’
আরও পড়ুন: চাঁদপুরে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৩
বাজারের কলা ব্যবসায়ী নাদের শেখ বলেন, ‘শত শত বছর ধরে মেলা হয়ে আসছে। আজ দেখলাম দুপক্ষের দাবড়া-দাবড়ি। জামায়াতের লোক বেশি ছিল। তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল।’
চাটমোহর থেকে আসা ব্যবসায়ী আরজ আলী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘সন্ধ্যার আগে টুপি পরা লোকেরা হুমকি দিতে আসে। পরে রামদা, হাঁসুয়া, লাঠিসোঁটা নিয়ে দোকানে হামলা চালায়। দোকানে থাকা প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট হয়ে গেছে।’
জামায়াতের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে উপজেলা জামায়াতের নায়েবে আমীর আফজাল হোসাইন বলেন, ‘ইসলামবিরোধী কর্মকাণ্ডে জামায়াতের নেতা-কর্মী ও স্থানীয়রা প্রতিবাদ করতে গেলে মেলা কমিটির লোকজন হামলা চালিয়েছে। এ বিষয়ে থানায় মামলা করা হবে।’
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, ‘মেলায় প্রশাসনিক অনুমতি ছিল না। সংঘর্ষে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
২২২ দিন আগে
মেহেরপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
মেহেরপুরের গাংনীতে বিষাক্ত সাপের কামড়ে আবুল কাশেম (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আবুল কাশেম ধানখোলা ইউনিয়নের জালশুকা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
আরও পড়ুন: চাঁদপুরে সাপের কামড়ে নারীর মৃত্যু
স্থানীয় ইউপি সদস্য হাবিবুল বাশার জানান, ‘দুপুরে আবুল কাশেম বাড়ির পাশে একটি মাঠে মহিষ চড়াতে গিয়েছিলেন। সেখানে তাকে সাপে কামড় দেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
২২২ দিন আগে
বেনাপোলে ট্রাক্টরের চাপায় শিশু নিহত
বেনাপোলে মাটি বহনকারী ট্রাক্টরের চাপায় ওমর ফারুক (১০) নামে একটি শিশু নিহত হয়েছে।
সোমবার (১৯ মে) বিকালে বেনাপোল পোর্ট থানার পুটখালীর কৃষ্ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু ওই এলাকার আব্দুল্লাহ মণ্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, ফারুক নানা বাড়ি থেকে সাইকেল করে নিজ বাড়ি কৃষ্ণপুর যাচ্ছিল। পথে মহিষাডাঙ্গা কালাম দারোগার বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাটিবহনকারী ট্রাক্টর বাইসাইকেলটিকে চাপা দিলে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার সঙ্গীতশিল্পী নোবেল
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, ‘নিহত শিশু ওমর ফারুকের বাবা তার ছেলের অসর্কতায় এই দুর্ঘটনা ঘটেছে বলে থানায় একটি লিখিত আবেদন দিয়েছেন।’
তিনি বলেন, ‘দূর্ঘটনার জন্য ট্রাক্টর চালক দায়ী নন। তবে, পুলিশ সড়ক দুর্ঘটনার তদন্ত করছে।’
২২৩ দিন আগে